দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর || ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বড় প্রশ্ন উওর
আজের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা ( WBBSE Class 10 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 4 মার্কের প্রশ্নগুলোর যে বাকি প্রশ্ন গুলো ছিল, তার উওর ( WBBSE Class 10 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর || ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বড় প্রশ্ন উওর
প্রশ্নঃ সরকারি নথিপত্র বলতে কি বোঝায়??
উওরঃ খুব সংক্ষিপ্তাকারে সরকারি নথিপত্র বলতে বিভিন্ন সরকারি পদে কর্মরত বিভিন্ন ব্যক্তিদের চিঠিপত্র, রিপোর্ট,আবেদনপত্র ইত্যাদিকে বলা হয় সরকারি নথিপত্র সরকারি।। পুলিশ বা গোয়েন্দা বাহিনীর কোনো তথ্য, কোনো সরকারি আধিকারিকদের বিভিন্ন চিঠি, পএ, বা যেকোনো সরকারি আধিকারিকদের প্রতিবেদন, তাদের দেওয়া বিভিন্ন চিঠি, নির্দেশনামা ইত্যাদিকেই সরকারি নথিপত্র বলে।।
প্রশ্নঃ ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারে দুটি সুবিধা লেখো।।
উওরঃ ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের দুটি সুবিধা-◆ কম সময়ের অপচয় ; ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে অথবা ইতিহাসচর্চক্র ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সবচাইতে বড় সুবিধা হলো ইন্টারনেট ব্যবহার করলে আমাদের সময় কম লাগে। ইতিহাসের কোনো তথ্য খুজে বের করার ক্ষেত্রে আমরা যদি কোন বই বা অন্য কোনো উপাদানের সাহায্য নিতে চাই তাহলে সেখানে আমাদের প্রচুর সময়ের অপচয় ঘটে। কিন্তু যদি আমরা সেই তথ্য ইন্টারনেটে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক কম সময় খরচ হয়। তাই এক্ষেত্রে আমাদের অনেক মূল্যবান সময় বাঁচে।
◆ সহজলভ্যতা : ইতিহাস চর্চার ক্ষেত্রে অনেক সময় আমাদের এমন কিছু তথ্যের প্রয়োজন হয়ে থাকে, যা সাধারণত অনেক বইপত্রেও খুঁজে পাইনা। কিন্তু বর্তমানে ইন্টারনেট সার্বজনীন হয়ে পড়ায়,বিভিন্ন ব্যক্তিরা অপরকে সাহায্য করার জন্য বিভিন্ন দুর্লভ এবং দুষ্প্রাপ্য বিভিন্ন তথ্য ইন্টারনেটে আপলোড করে থাকে।। যার ফলে ইন্টারনেটের জন্য ইতিহাসের বিভিন্ন দুষ্প্রাপ্য তথ্যগুলোও খুঁজে পাওয়া সহজ।
প্রশ্নঃ ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দুটি অসুবিধা লেখ।
একই বিষয়ে আলাদা আলাদা তথ্যেঃ
ইন্টারনেট হলো বর্তমানে একটি জায়গা,যেখানে প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছামতো যেকোনো তথ্য দিতে পারে। এক্ষেত্রে তাকে বাধা দেওয়া হয় না যদি সে ইন্টারনেটের কিছু নিয়ম ভঙ্গ না করে। এবং এর ফলেই ইন্টারনেটে একটি বিষয়ের উপর বিভিন্ন আর্টিকেল বা কনটেন্ট পাওয়া যায়। যখন একজন পাঠক বা গবেষক ইন্টারনেটে কোন কিছু খুঁজে পেতে চান, তখন তার সামনে তথ্য এসে হাজির হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটি বিষয়ের উপর বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম আলাদা আলাদা তথ্য দেওয়া হয়েছে। তাই এসব ক্ষেত্রে ইতিহাস চর্চায় ইন্টারনেট ব্যবহারের করার একটি বিরাট সমস্যা দেখা যায়।
ভূলতথ্যের উপস্থিতিঃ ইন্টারনেট জগত সবার জন্যই খোলা রয়েছে এবং যে কোনো ব্যক্তি এখানে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করতে পারে। কিন্ত অনেকসময় দেখা যায়,একজন ব্যক্তি হয়তো ভুল করে কোনো একটি তথ্য শেয়ার করেছে। ইন্টারনেট এক্ষেত্রে কিছুই করতে পারে না,যে যদি কেউ কোনো ভুল তথ্য ইন্টারনেটে শেয়ার করে থাকে। যখন একজন পাঠক সেই ভুল তথ্যটা পড়বে, তখন ইন্টারনেট পাঠককে বলে দিতে পারবে না, যে সেই তথ্যটা ভুল নাকি ঠিক। সেই তথ্যটি ভুল বিচার করা সমস্তটাই পাঠকের উপর নির্ভর করে। কিন্ত অনেকসময় দেখা যায়,একজন পাঠক হয়তো সেই সম্পর্কে জানেন না। এবং পাঠকের সামনে যদি কোনো ভুল তথ্য এসে হাজির হয়,তাহলে পাঠক হয়তো যেই ভুল তথ্য টাকেই সঠিক বলে মনে করলেন। যার ফলে পরবর্তীতে দেখা যায় নানা সমস্যা।
প্রশ্নঃ সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কী?
উওরঃ সাময়িক পএ
• সাময়িক পএ বলতে বোঝানো হয়, যা একটি নির্দিষ্ট সময়্যের ব্যবধানে- হয়তো প্রকাশিত হয়।
• সাময়িক পএ গুকি কয়েক দিন অন্তর বা এক সপ্তাহ অথবা এক মাস কিংবা তিন মাস অন্তর অন্তরও প্রকাশিত হয়।
• সাময়িক পত্র গুলির দাম সংবাদপত্রের থেকে অনেক বেশি হয়ে থাকে।
• দিকদর্শন ছিল একটি বিখ্যাত সাময়িক পত্র।।
•সংবাদ পএঃ
• অন্যদিকে সারাদিনের নানা ঘটনাবলি নিয়ে নিয়ে প্রকাশিত পত্রিকা সংবাদপত্র নামে পরিচিত।।
• সংবাদপত্র সাময়িক পত্র থেকে একটু সস্তা হয়।
• যেমন সোমপ্রকাশ ছিল বাংলার একটি জনপ্রিয় সংবাদপত্র।
প্রশ্নঃ ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
উওরঃ ইতিহাসচর্চার অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে তৎকালীন সময়ের বিভিন্ন সংবাদপত্র গুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ -• সংবাদপত্র গুলিতে তৎকালীন সময়ের নানা ঘটনার কথা উল্লেখ করা থাকে। ফলে সংবাদপত্রের মাধ্যমে আমরা পুরানো দিনের নানা ঘটনা সম্পর্কে জানতে পারি।।
• সংবাদপত্রের মাধ্যমে পুরনো দিনের সমাজ সংস্কৃতি এবং সমাজ সংস্কারে বিভিন্ন ব্যক্তির ভূমিকা সম্পর্কেও জানতে পারা যায়।।
যেমন - উনিশ শতকে ভারতের সমাজ ও ধর্মের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস বা সমাজের ভালো মন্দ প্রচলিত ছিল, সেই সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়।
উদাহরণ হিসেবে বলা যায়- সতীদাহ প্রথার বিরোধিতায় দিকদর্শন, এবং নীল বিদ্রোহের স্বপক্ষে জনমত গঠনে হিন্দু প্যাট্রিয়ট, বা ব্রিটিশ সরকারের জনবিরোধী সমালোচনার ক্ষেত্রে সোমপ্রকাশ পত্রিকা থেকে অনেক তথ্য পাওয়া যায়।।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থটি কিভাবে ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে?
উওরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জীবনস্মৃতি নামক গ্রন্থটি শুধুমাত্র কবিগুরুর জীবনের ইতিহাস রচনার উপাদান হিসেবে নয় বরং তার সাথে সাথে ঠাকুরবাড়ির অন্দরমহলের ইতিহাস রচনার উপাদান হিসেবেও ব্যবহার করা যায়।।
• জীবনস্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছোটবেলার শিক্ষারম্ভ তাঁর সাহিত্যচর্চা এবং ঠাকুর বাড়ির বিভিন্ন স্বাদেশিকতা, নীতিচর্চার কথা উল্লেখ করেছেন।।
• জীবনস্মৃতি গ্রন্থে রবীনাথ ঠাকুর সেই সময়কার বিভিন্ন ধরনের সমাজ সংস্কার মূলক আন্দোলন, যেমন ব্রাহ্ম আন্দোলন, ধর্ম সংস্কার, জাতীয়তাবাদের বিকাশের কথাও উল্লেখ করেছেন।
• সমাজ, ঠাকুরবাড়ি বাদ দিয়েও, রবীনাথ ঠাকুর বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ কাহিনীর কথা তাঁর এই গ্রন্থে পাওয়া যায়।।
প্রশ্নঃ ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল???
সোমপ্রকাশ পত্রিকাটি মূলত দুটি কারণে তাঁর প্রকাশনা বন্ধ করেছিল।
প্রথমতঃ 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় সংবাদপত্র গুলির নির্ভীক সংবাদ প্রকাশ বা সংবাদ পত্র গুলির ব্রিটিশ বিরোধী সমালোচনা মুলক সংবাদ প্রকাশন বন্ধ করার ক্ষেত্রে 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন অথবা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন প্রবর্তন করে। লর্ড লিটনের এই কার্যকলাপের পর সোমপ্রকাশ পত্রিকা এই আইনের তীব্র সমালোচনা করায়,সোমপ্রকাশ পত্রিকাটি ব্রিটিশ সরকারের ক্ষোভের মুখে পড়ে।
দ্বিতীয়তঃ 1878 -80 আফগান যুদ্ধের সময় সোমপ্রকাশ পত্রিকার কাবুলের সংবাদদাতা আফগান যুদ্ধ সম্পর্কে একটি খবর প্রকাশ করে, যাতে বলা হয় যে " ব্রিটিশ সৈন্য কাবুলকে আক্রমণ করার পর তা দখল করে নেবে।
সোমপ্রকাশ পত্রিকায় সংবাদটি প্রকাশ হওয়ার পর লর্ড লিটন যখন এই সম্পর্কে জানতে পারেন, তখন লর্ড লিটন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদকের ওপর যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ হন। এবং সোমপ্রকাশ পত্রিকাটি বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি চব্বিশ পরগনার ম্যাজিস্ট্রেটকে কড়া পদক্ষেপ নেওয়ার আদেশ দেন। 24 পরগনা ম্যাজিস্ট্রেট সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককেবতার কার্যকলাপের জন্য 1000 টাকা জরিমানা করেন। তিনি সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ সেই জরিমানা দিতে রাজি হন না। তিনি বদলে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা 1 বছরের জন্য বন্ধ করে দেন।
Tags :
ক্লাস 10 ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ইতিহাসের ধারণা বড় প্রশ্ন উত্তর | class 10 history chapter 1 notes | মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 10 history question answer | wb class 10 history suggestion | History question answer| class 10 history question answer | wb class 10 history notes in Bengali | history notes | class 10 history notes