1- বিপ্লব বলতে কী বোঝায়???
উওরঃ বিপ্লব বলতে কী বোঝায় এমন একটি প্রকিয়া, যার মাধ্যমে কোনো প্রচলিত ব্যবস্থা, বা সমাজের কোনো একটি জিনিস, যেমন - রাজনৈতিক, অর্থনৈতিক বা যেকোনো সামাজিক ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটে যাওয়াই হলো বিপ্লব।। যেমন - ফরাসি বিপ্লব।।
2- বিদ্রোহ কাকে বলে?
উওরঃ যখন কোনো অঞ্চল বা দেশে কোনো অন্যায় আদেশ, শাসন বা যেকোনো একটি বিষয়কে কেন্দ্র করে সেই অঞ্চলের জনগণ সেই অন্যায়ের বিরুদ্ধে বা সেই জনস্বার্থবিরোধী বিষয়টিকে কেন্দ্র করে সেই বিষয়টির বিরোধিতা করে,তখন তাকে বলা হয় বিদ্রোহ। যেমন চুয়ার বিদ্রোহ।
3- অভ্যুত্থান কাকে বলে?
উওরঃ যখন কোনো অঞ্চল বা দেশের সাধারণ জনগণ বা অত্যাচারিত জনগণ সমষ্টিগত ভাবে বা সামাজিক ভাবে কোনো অন্যায় বিষয়কে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তার অবসান ঘটানোর জন্য বিদ্রোহের প্রধান বাড়ায়, এবং অবস্থা অসহনীয় হলে দলবদ্ধভাবে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করে তখন সেই বিষয়টিকে বলা হয় অভ্যুত্থান। যেমন নীলচাষীদের গণ অভ্যুত্থান।।