ডেকান ট্রাপ বলতে কী বোঝো? ডেকান ট্র্যাপের বৈশিষ্ট্য লেখো
উওরঃ উপদ্বীপীয় মালভূমি এর উত্তর-পশ্চিমাংশে ব্যাসল্ট লাভা গঠিত পূর্বাংশে ধাপযুক্ত অঞ্চলকে ডেকানট্র্যাপ বলা হয়।।
• আজ থেকে প্রায় ছয় থেকে সাত কোটি বছর আগে ভূত্বকের প্রশস্ত ফাটল পথে ভূগর্ভস্থ লাভা নিঃসৃত হয়ে এই অঞ্চলটিকে স্তরে স্তরে চাদরের মতো ঢেকে দেয়। এবং এভাবেই আস্তে আস্তে ডেকানট্রাপ অঞ্চলটির সৃষ্টি হয়েছিল।। পরবর্তীকালে বায়ু, বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে লাভা স্তরের পার্শ্বদেশে সিঁড়ির মতো ধাপে ধাপে উপর থেকে নেমে গেছে। এজন্য এই লাভায় ঢাকা মালভূমি অঞ্চলকে ডেকানট্রাপ বলে, যার অর্থ হলো সেটি সিঁড়ি বা ধাপ।।
ডেকান ট্র্যাপের কিছু বৈশিষ্ট্য-
• ডেকান ট্র্যাপের লাভা থেকে গঠিত হয় বলে এর রং ধুসর কালো হয়। কালো রঙের ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত।
• ডেকান ট্র্যাপের উপরিভাগ চ্যাপ্টা এবং পার্শ্বদেশ খাড়া ঢাল যুক্ত হয়ে থাকে। ডেকান ট্রাপের প্রান্তভাগ সিঁড়ির ধাপ বিশিষ্ট।
• ডেকান ট্র্যাপের সমগ্র অঞ্চলটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ঢালু।