১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী শুধুমাত্র সিপাহি বিদ্রোহ বলা সংগত?? || দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

প্রশ্নঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী শুধুমাত্র সিপাহি বিদ্রোহ বলা সংগত??

১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী শুধুমাত্র সিপাহি বিদ্রোহ বলা সংগত?? || দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর


উত্তরঃ  ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় হিন্দু এবং মুসলিমদের সিপাহীদের এনফিল্ড রাইফেলের ব্যবহার নিয়ে সিপাহী বিদ্রোহ শুরু হলেও এবং বেশিরভাগ ক্ষেত্রেই সিপাহিদের মাধ্যমে পরিচালিত হলেও এই বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী জলা যুক্তিসঙ্গত নয়। কারণ ১৮৫৭ খ্রিষ্টাব্দের মহা বিদ্রোহ সিপাহিদের মধ্যে সিপাহিদের নিজস্ব কারণে শুরু হলেও পরবর্তীকালে  যখন মহ বিদ্রোহের উওর ও মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, তখন উত্তর ও মধ্য ভারতের অনেক জনসাধারণ এই মহাবিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন।


এবং সেই সিপাহীদের সহযোগিতা করার মাধ্যমে তারা এই বিদ্রোহকে চালিয়ে নিএ যাওয়ার চেষ্টা করেছিলেন। মূলত তখন মহাবিদ্রোহ মোটেও শুধুমাত্র সিপাহী বিদ্রোহ ছিলনা। উত্তর এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগন, সাধারন মানুষ, অনেক সময় সামন্ত প্রভুরাও এই বিদ্রোহে শামিল হয় তারাও বিদ্রোহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 1857 খ্রিষ্টাব্দের এই বিদ্রোহ  চালিয়ে গিয়েছিল। সুতরাং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ সংগত নয়।।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top