প্রশ্নঃ ভাঙ্গার এবং খাদার বলতে কী বোঝায়
উওর: ভারতের নদী তীরবর্তী নবীন পলিমাটি গঠিত অত্যন্ত উর্বর এবং চাষের উপযোগী পলিমাটি গঠিত সমভূমিকে খাদার বলা হয়।
নবীন পলি গঠিত ভূমি অর্থাৎ খাদারের উর্বরতা শক্তি বেশি। যার ফলে এসব জমিতে চাষ বাস খুবই ভালো হয়।।
এবং নদী থেকে অনেক দূরবর্তী অঞ্চলে বা নদীর গঠিত যেসব পলিমাটি প্রাচীন হয়ে গেছে সেই প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত ভূমিকে ভাঙ্গার বলে।।
অন্যদিকে যেহেতু ভাঙ্গার প্রাচীন পলিমাটি দিয়ে গঠিত হয় সেজন্য ধীরে ধীরে এর উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়।। যার ফলে এখানে চাষবাস অতটাও ভালো হয়না