প্রশ্নঃ জেট স্ট্রিম বা জেট বায়ু বলতে কী বোঝো?
উওর : জেট স্ট্রিম বা জেট বায়ু বলতে এক ধরনের দ্রুতগামী, সংকীর্ণ, আঁকাবাঁকা ও দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বায়ুস্রোত কে বোঝায়, যার গতিবেগ ঘণ্টায় প্রায় 150 থেকে 300 কিলোমিটার।
- জেট বায়ু কিছু বৈশিষ্ট্য আমার লক্ষ্য করতে পারি। যেমন-
• জেট বায়ু পর্যন্ত উত্তর গোলার্ধের 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশ অবস্থান করে।
• ঋতুভেদে ও সাময়িক বায়ু প্রবাহের জন্য আমরা জেট বায়ুর অবস্থানগত পরিবর্তন লক্ষ করতে পারি।
• জেট বায়ু উত্তর গুলো ঘড়ির কাঁটার বিপরীত দিক্ব এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয়।