নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর |
আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'ফরাসি বিপ্লবে নারীদের অবদান বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো' এর উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
ফরাসি বিপ্লবে নারীদের অবদান বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো
ভূমিকাঃ ফরাসি বিপ্লবের মতো রাজনৈতিক ও সামাজিক বিপ্লবে পুরুষদের অবদানের পাশাপাশি নারী সমাজে বদানও কম গুরুত্বপূর্ণ ছিল না, কারণ এই বিপ্লবের বিভিন্ন পর্বে ফরাসি নারীরা তাদের নিজেদের মতো করে অংশগ্রহণ করেছিল।
ফরাসি বিপ্লবকালে নারীদের অবদানের ভিন্ন দিক হল -
বাস্তিল থেকে ভাসাইঃ
বাস্তিল দুর্গের পতন (১৪ জুলাই, ১৭৮১ খ্রি.), ভাসাই থেকে রাজপরিবার বা জাতীয় কনভেনশন থেকে জিরভিস্টদের বিতাড়ন, ১৭৯৩-র সংবিধান প্রবর্তনের দাবি প্রভৃতি ক্ষেত্রে ফ্রান্সের নারীরা পিছে থাকেননি। মূলত নারীরাও সমাজের পুরুষদের পাশাপাশি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
খাদ্য আন্দোলনঃ
ফ্রান্সের নারীরা খাদ্য আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সেই আন্দোলন গুলি পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফ্রান্সে দৈনন্দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নারীদের কেউ কেউ খাদ্য হালামায় অংশগ্রহণ করেছিল, আবার কেউ নেতৃত্বদান করেছিল আবার কখনও বা জোরপূর্বক ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য সামগ্রী বাজেয়াপ্ত করে তা ন্যায্য দামে বিক্রয় করেছিল।
নারী-পুরুষের সমানাধিকারঃ
ফরাসি বিপ্লবকালে সংবিধানসভা বা বিপ্লবী আইনসভা নারীর সামাজিক বা রাজনৈতিক অধিকার স্বীকার করে কোনো প্রস্তাব গ্রহণ করেনি। তাই অলিম্পে দ্য গৌজ ১৭৯১ খ্রিস্টাব্দে একটি রচনার মাধ্যমে নারী পুরুষ সমানাধিকার' দাবি করেন।
নারী সমিতি গঠনঃ
ফরাসি বিপ্লবকালে নারী সমাজের অধিকার ও দাবি-দাওয়া বাস্তবায়িত না হওয়ায় নারীরা প্যারিসে বিপ্লবী প্রজাতন্ত্রী নারী সমিতি' (১৭৯৩ খ্রি.) গঠন করেছিল। নেতৃত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য নারী ছিলেন অভিনেত্রী ক্লেয়ার ল্যাকোম্বে, পলিন লিয়ন প্রমুখ।
উপসংহারঃ
ফরাসি বিপ্লবকালে নারীদের অবস্থান ও মর্যাদার ব্যাপক পরিবর্তন না ঘটলেও এযুগের মহিলারা নারীস্বাস্থ্য, শিক্ষা ও বিবাহবিচ্ছে বিসম্মত করার জন্য জাতীয় সভার উপর চাপ সৃষ্টি করেছিল এবং কয়েকটি ক্ষেত্রে সাফল্যলাভ করেছিল।
Tags :