দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর || বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

0

 

দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর || বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় 'বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ' ( wbbse class 10 geography question answer chapter 1 in Bengali ) এর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর || বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্নঃ হিমবাহ কাকে বলে?

উওরঃ অভিকর্ষ বলের প্রভাবে সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির জমাটবদ্ধ বরফের স্তুপকে হিমবাহ বলে। হিমবাহের অবস্থান অনুসারে হিমবাহকে তিনভাগে ভাগ করা হয়। যথা মহাদেশীয় হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ। 

প্রশ্নঃ হিমশৈল কাকে বলে? 

উত্তরঃ বিশাল আকৃতির হিমবাহ গুলি যখন সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে, তখন কোনো কারণে যখন সেই বিশাল আকৃতির হিমবাহ গুলি ভেঙে ছোট ছোট টুকরো হয়ে আলাদা হয়ে ভাসতে থাকে, তখন সেই ছোট আকৃতির হিমবাহগুলিকে হিমশৈল বলে

প্রশ্নঃ হিমরেখা কাকে বলে?

উওরঃ পুচু পার্বত্য অঞ্চলে বা মেরু প্রদেশে যে কাল্পনিক সীমারেখার ঊর্ধ্বে তুষার বা বরফ জমে থাকে এবং যে কাল্পনিক রেখার নিচে বরফ গলে গিয়ে জলে পরিণত হয়,সেই কাল্পনিক সীমারেখাকে হিমরেখা বলে। 

প্রশ্নঃ বার্গস্রুন্ড কাকে বলে?

উওরঃ উচু পার্বত্য অংশে উপত্যকার মধ্য দিয়ে নামতে থাকার সময় মূল হিমবাহ এবং বরফে ঢাকা পর্বতের মধ্যে য্ব গভীর ফাটলের সৃষ্টি হয় তাকে বলা হয় বার্গস্রুন্ড। ফরাসি ভাষায় বার্গস্রুন্ডকেই রিমাই বলা হয়।

প্রশ্নঃ ক্রেভাস কাকে বলে?

উওরঃ পার্বত্য অংশে যখন হিমবাহ খাড়া ঢাল এর উপর দিয়ে প্রবাহিত হয়, তখন হিমবাহের বিভিন্ন অংশে হঠাৎ খাড়া ঢাল অথবা পৃষ্ঠটামের জন্য হিমবাহের উপরের অসংখ্য ছোট ছোট ফাটলের সৃষ্টি হয়। এই ফাটল গুলিকে ক্রেভাস বলা হয় এবং একাধিক ফাটল যুক্ত হিমবাহকে ক্রেভাসেস বলা হয়।

প্রশ্নঃ রসেমতানে কাকে বলে?

উওরঃ হিমবাহের প্রবাহ পথে যদি কোনো কারণে কোনো কঠিন শিলা এবং সেই কঠিন শিলার পেছনে কোনো কোমল শইলা ঢিবির আকার অবস্থান করে, তাহলে ওই প্রস্তরখন্ডটির হিমবাহের প্রবাহের দিকটি অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ ও চকচকে এবং এবং তার বিপরীত দিকটি উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় হয়ে এবড়ো-খেবড়ো হয়ে থাকে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এরুপ ভূমিরূপ কে রসেমতানে বলা হয়।।

প্রশ্নঃ করি বা সার্ক কাকে বলে?

উওরঃ উচ্চ পর্বত গাত্র হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত হাতছাড়া ডেককেয়ার অথবা অ্যাম্পিথিয়েটারের মতো যে ভূমিরূপ গঠিত হয়,সেই চামচের গর্তের আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে মার্কিন যুক্তরাষ্ট্রের ও স্কটল্যান্ডে করি ফ্রান্সে ওয়েশ এবং এবং সার্ক বা কুম বলা হয়।

প্রশ্নঃ ড্রামলিন কাকে বলে?

উওরঃ হিমবাহ যখন গলতে শুরু করে তখন হিমবাহ বাহিত বিভিন্ন পদার্থ গুলি শেষ অংশের সঞ্চিত করতে করতে যে উল্টানো নৌকার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ গঠন করে, তাকে ড্রামলিন বলা হয়। এবং অনেকগুলি ড্রামলিন নযখন একসঙ্গে অবস্থান করে, তখন সেই ভূমিরূপকে একসঙ্গে ডিমের ঝুড়ি বলে।

প্রশ্নঃ এসকার কাকে বলে?

উওরঃ হিমবাহ যখন গলতে শুরু করে, তখন হিমবাহ বিভিন্ন পদার্থ যেমন নুরি কাকর বালি ইত্যাদি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে আঁকাবাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ গঠন করে, সেই প্রকার ভূমিরূপকে এসকার বলা হয়।

প্রশ্নঃ ফিয়র্ড কাকে বলে?

উওরঃ পার্বত্য উপকূলে অনেক সময় হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক গভীর উপত্যকার সৃষ্টি হয়। এরপর যখন সেইসব উপত্যাকা থেকে হিমবাহ অপসারিত হয়ে যায়, তখন সমুদ্রের জলে সেইসব উপত্যাকা জলমগ্ন হয়ে যায়। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত সেরূপ জলমগ্ন উপত্যকাকে ফিয়র্ড বলা হয়।।


Tags :

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top