ভারতের জনবন্টনের বা জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ গুলি আলোচনা করো || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর

0

ভারতের জনবন্টনের বা জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ গুলি আলোচনা করো || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর

ভারতের জনবন্টনের বা জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ গুলি আলোচনা করো || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর
ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ 


আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে তোমাদের মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় 'ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ' ( wbbse class 10 geography chapter 5 question answer ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন "ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ গুলি আলোচনা করো বা ভারতের জনবণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা,  বা ভারতের জনসংখ্যা বন্টন এর পাঁচটি কারণ আলোচনা করো' প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রশ্নটি মাধ্যমিক পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটি বিভিন্ন টেস্ট পরিক্ষায় এসে থাকে। তাই এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক ২০২৩ ভূগোল পরিক্ষায় আসতে পারে।।

ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ গুলি আলোচনা করো


উওরঃ 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা প্রায় 121 কোটির বেশি।। ভারতের এই বিশাল সংখ্যক জনগণ সর্বত্র সমান পরিমাণে নেই।। কোথাও বেশি তো প্রধান কম।। ভারতের এরূপ জনবন্টনের প্রধান কারণ গুলি হল-

ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণ -

ভূপ্রাকৃতিক অবস্থাঃ জনবন্টের একটি প্রধান কারণ হলো ভূপ্রকৃতি।। যেসব জায়গা উঁচু-নিচু পাহাড়ি অসমতল যেখানে লোকজনের চাষবাস, শিল্প বা অন্যান্য কাজে অসুবিধা হয় সেখানে সাধারণভাবেই অন্যান্য অঞ্চলের থেকে জনবসতি একটু কম।। আবার অন্যদিকে যেসব অঞ্চলের ভূপ্রকৃতি প্রায় সমতল, সেখানে শিল্প,চাষবাস এবং অন্যান্য কাজ খুব ভালোভাবে করা যায়। এজন্য সেসব জায়গায় লোকজনের জীবিকা নির্বাহ এবং অন্যান্য কাজে অনেক সুবিধা হয় যার জন্য সমতল অঞ্চলের জনসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশি হয়।

নদ - নদীর অবস্থানঃ 


বেশিরভাগ  জনবসতি নদীত তীরবর্তী অঞ্চল গড়ে ওঠে। কারণ নদী তীরবর্তী অঞ্চলে জনবসতি গড়ে ওঠলে তার অনেক সুবিধা রয়েছে। তাই যেখানে নদনদীর অবস্থান বেশি থাকে সেখানে স্বাভাবিক ভাবেই সেখানে জনসংখ্যা বেশি।। যেমন গঙ্গা,সিন্ধু, দামোদর, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর তীরবর্তী অঞ্চলে,  নদীগুলির জলের মাধ্যমে কৃষি কাজ,শিল্প, মৎসচাষ, প্রভৃতি হয়ে থাকে।। তাই এসব স্থানে ঘনবসতি খুব বেশি। অন্যদিকে রাজস্থানের মতো শুষ্ক অঞ্চল গুলিতে নদনদীর সংখ্যা খুব কম।। যার জন্য সেখানে কৃষিকাজ এবং শিল্প কিছুই হয়না। যার ফলে সেখানে লোকজন খুবই কম।।

জলবায়ুর বৈচিত্রঃ কোন্ অঞ্চলে জনবসতি খুব ঘন হবে এবং কোন্ অঞ্চলে জনসংখ্যা কম হবে, তা অনেক সময়ই সেই অঞ্চলের জলবায়ুর প্রকৃতির ওপর নির্ভর করে। স্বাভাবিকভাবেই যেখানে খুব ঠাণ্ডা সেখানেও মানুষ থাকতে পারে না।  এবং যেখানে খুবই গরম সেখানেও মানুষ খুব বেশি থাকতে পারে না।। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ুর উপস্থিতি বলে বৃষ্টিপাতের সমবন্টন দেখা যায়। তাই লোক বসতিও ঘন হয়।

জলের প্রাপ্তিঃ 


মানব জীবনে জলের গুরুত্ব অপরিসীম। জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। ভারতের জনবন্টনের তারতম্যের আরও একটি প্রধান কারণ হলো ভারতের সর্বোত্র সমান পরিমাণে জল পাওয়া যায় না।। ভারতের এমন এমন  জায়গা আছে যেখানে ভৌম জল একেবারেই শেষ হয়ে গেছে।।  তাই ধীরে ধীরে সেই সমস্ত অঞ্চলে জনবসতি কমে যাচ্ছে। ভারতের সর্বোএ সেরকম জলের প্রাপ্তি সুযোগ সুবিধা না থাকায় অনেক অঞ্চলের জনবসতি খুবই কম।। এবং যেসব অঞ্চলে খুবই সহজ ভাবে জল পাওয়া যায়, সেখানে স্বাভাবিকভাবেই জনসংখ্যা বেশি।।

মৃত্তিকার প্রকৃতিঃ মানবজীবনে মৃত্তিকার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।। স্বাভাবিকভাবেই মৃত্তিকা আমাদের  প্রত্যক্ষ জড়িয়ে থাকে।। কোনো অঞ্চলে চাষাবাদ বেশি হবে নাকি শিল্প বেশি হবে সেটা অনেক ক্ষেত্রে সেই অঞ্চলের মাটির ওপরেই নির্ভর করে।। যেমন ভারতের গঙ্গা, সিন্ধু ব্রহ্মপুত্র, তিস্তা ইত্যাদি নদীর তীরবর্তী অঞ্চলে যেসব মৃত্তিকা রয়েছে বা সমভূমি রয়েছে সেখানে চাষ ভালো হয় বলে সেখানে শিল্পের চেয়ে চাষের সংখ্যাটাই বেশি।। 


এবং জমিতে জমিতে চাষ করার জন্য বহু মানুষ সেখানে তাদের জনবসতি গড়ে তুলেছে।।।  সমভূমিতে চাষাবাদের সঙ্গে সঙ্গে বহু শিল্পও গড়ে ওঠে।। যার জন্য এসব শিল্পে কাজের জন্য বহু শ্রমিক তাদের জনবসতি গড়ে তোলেন।। অন্যদিকে যেসব অঞ্চলের মৃত্তিকা সমান প্রকৃতির নয় বা পাহাড়ি অঞ্চলের মতো ঢালু প্রকৃতির, অনুর্বর,পাথুরে ইত্যাদি প্রকৃতির হয়, সেসব অঞ্চলের মাটি চাষাবাদ ও অন্যান্য শিল্পের উপযোগী নয়।। সেখানে মানুষের কর্মসংস্থানের বা জীবিকা নির্বাহের বিশেষ কোনো উপায় থাকেনা বললেই চলে।। সেজন্য সে সব অঞ্চলের জনসংখ্যাও খুব কম হয়।।

ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের অর্থনৈতিক কারণঃ 

ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ হিসাবে যে বেশ কিছু প্রাকৃতিক কারণে রয়েছে, ঠিক তেমনই বেশ কিছু অর্থনৈতিক কারণও রয়েছে। যেমন- 

ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের অর্থনৈতিক কারণ হিসাবে শিল্পঃ 


ভারতের প্রধান অঞ্চলগুলোতে বা প্রধান শহরগুলোতে যেখানে শিল্প এবং অন্যান্য কর্মসংস্থানের পরিমাণ বেশি সেখানে স্বাভাবিকভাবেই অনেক  পরিবারের ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ থাকে।। যার জন্য বহু মানুষ যেসব অঞ্চলে তাদের কাজের খোঁজে গিয়ে থাকতে শুরু করে। অন্যদিকে যেসব অঞ্চলে কোন শিল্প বা কোন কাজের সুযোগ নেই সেখানে মানুষ কোন ভাবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরে থাকে না।।

জীবিকা নির্বাহের পথঃ  মানুষের জনবসতি বেশি হওয়ার ও জনবসতি কম হওয়ার প্রধান কারণ হিসেবে মানুষের জীবিকা নির্বাহের দিক থেকেই দেখা যেতে পারে। যেখানে মানুষ তাদের কোন একটি কাজ চাষবাস, কোনো অফিসের কাজ,,কোন শিল্পের সঙ্গে যুক্ত হওয়া, পশুপালন, বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজ ইত্যাদি করে অর্থ উপার্জন করে তাদের জীবন নির্বাহ করতে পারবে, সেখানে সাধারণভাবে জনসংখ্যা বেশি হবে।  এবং যেখানে এসব সুযোগ থাকবে না, সেখানে স্বাভাবিকভাবেই জনসংখ্যা কম। 

উন্নত পরিবহন ব্যবস্থাঃ 


মানব জীবনের সঙ্গে পরিবহন ব্যবস্থাটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  ক্ষেত্রে দেখা যায় যে পরিবহন ব্যবস্থার উপর ভিত্তি করেই অনেকে তাদের জীবন নির্বাহ করে থাকেন।। যেখানে পরিবহন ব্যবস্তা খুব ভালো মানের, সেখানে সাধারণভাবে জনসংখ্যা বেশি হবে।  এবং যেখানে উন্নত পরিবহন ব্যবস্তার সুযোগ সুবিধা গুলি না, সেখানে স্বাভাবিকভাবেই জনসংখ্যা কম। 

Tags : WB Madhyamik Geography  Question Answer & Suggestion 2023 | ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ২০২৩ | দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2022 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top