পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। || পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো।

0

WBBSE Class 10 Geography Chapter 5 Question Answer & Notes || দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর ও নোটস

WBBSE Class 10 Geography Chapter 5 Question Answer & Notes || দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর ও নোটস
পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল অর্থনৈতিক পরিবেশ


আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে তোমাদের মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় 'ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ' ( WBBSE Class 10 Geography Chapter 5 Question Answer ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 'পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। বা পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো' প্রশ্নটির উওর ( WBBSE Class 10 Geography Chapter 5 Notes ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক ২০২৩ ভূগোল পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ এই প্রশ্নটি অনেকবার মাধ্যমিক পরিক্ষায় এসেছে। তাই এই প্রশ্নটি তোমাদের মন দিয়ে পড়া উচিৎ।।

পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। || পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো।


উওরঃ ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ বলতে বোঝায় ভারতের দুটি প্রধান অঞ্চল মহারাষ্ট্রের মুম্বাই অঞ্চল ও গুজরাটের আহমেদাবাদে অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির।।। মহারাষ্ট্রের মুম্বাই অঞ্চলে এবং গুজরাটের আহমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির পেছনে রয়েছে বিশেষ কিছু প্রাকৃতিক কারণ এবং সেই সঙ্গে রয়েছে কিছু অর্থনৈতিক কারণ। যেমন - 

পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক অনুকূল পরিবেশ- 

কাঁচামালঃ কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো তুলো বা কার্পাস। মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপ অঞ্চলে যেহুতু রেগুর মৃত্তিকা পাওয়া যায় সেজন্য সেখানে কার্পাস চাষ সবথেকে ভালো হয়।। অন্যদিকে গুজরাতের আমেদাবাদ অঞ্চলজুড়ে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায় বলে সেখানেও খুবই ভালো মানের কার্পাস বা তুলো চাষ হয়।। যার জন্য মহারাষ্ট্রের মুম্বাই অঞ্চল এবং আমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামালের কোনো অভাব হয়না।।

জলবায়ুঃ 


যেহেতু মুম্বাই অঞ্চল আরব সাগরের কাছাকাছি অবস্থিত, সেজন্য মুম্বাই অঞ্চলের জলবায়ু অনেকটা আদ্র প্রকৃতির।।। এই আদ্র প্রকৃতির জলবায়ু বস্ত্রশিল্পের জন্য বিশেষ জন্য সাহায্যেকারী।। অন্যদিকে আমেদাবাদ অঞ্চলটি খাম্বাত ও কচ্ছ উপসাগর এর কাছাকাছি অবস্থিত বলে সেখানেও আদ্র জলবায়ুর উপস্থিতি লক্ষ্য করা যায়।। যার জন্য সেখানেও কার্পাস বয়ন শিল্পের উন্নতি ঘটেছে।

বন্দরের থাকার সুযোগঃ যেকোনো স্থানে একটি শিল্প গড়ে ওঠার জন্য বা উন্নতির জন্য সেখানে উন্নত মানের পরিবহনব্যবস্থা থাকাটা খুবই জরুরী। পশ্চিম ভারতের মুম্বাই অঞ্চলে সেই পরিবহন ব্যবস্থার দিকটা জলপথের মাধ্যমে হয়। মুম্বাইয়ে নবসেবা বা জহরলাল নেহেরু বন্দর থাকার সুবিধার জন্য এসব অঞ্চলের কার্পাস বয়ন শিল্পের জন্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হয় সেগুলি বাইরের দেশ অর্থাৎ মিশর, সুদান ও অন্যান্য জায়গা থেকে উন্নত মানের যন্ত্রপাতি ও নানান অন্যান্য পণ্য আমদানি করা হয়। এবং সেই বন্দর দিয়েই উৎপাদিত শিল্পজাত দ্রব্য এসব দেশে বিদেশে রপ্তানি করা হয়।


অপরদিকে গুজরাটের আহমেদাবাদে অঞ্চলের কান্ডালা, পোরবন্দর,সুরাত প্রভৃতি বন্দর মারফত সেখানে শিল্পের প্রয়জনীও  যন্ত্রপাতি ও অন্যান্য জিনিসপত্র আমদানি করা হয়। এবং সেসব বন্দরের মাধ্যমে আমেদাবাদ অঞ্চলের উৎপাদিত বস্ত্র দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়।

বিদ্যুৎ শক্তিঃ কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি গুলি চালানোর জন্য এবং অন্যান্য কাজের জন্য বিশাল পরিমাণ বিদ্যুৎ এর দরকার হয়।। এবং এই প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায় মুম্বাই অঞ্চলের ভিবপুরি, ভিরা, খোপালি জলবিদ্যুৎ কেন্দ্র এবং তাছাড়াও তারাপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির চাহিদা মেটানো হয়। অন্যদিকে আমেদাবাদ অঞ্চলে উকাই জলবিদ্যুৎ কেন্দ্র, আমেদাবাদ, ধুরবানতাপবিদ্যুৎ কেন্দ্র এবং কাঁকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমেদাবাদ অঞ্চলের সমস্ত কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের বিদ্যুতের চাহিদা মেটানো হয়।

জলে সরবরাহঃ 


মুম্বাই অঞ্চলের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গুলিতে যে পরিমাণের জলের দরকার হয় তা কিছুটা জল তারা ভৌম জল থেকে ব্যবহার করে তাছাড়া এসব অঞ্চলের শিল্প কেন্দ্রের শিল্পপতিরা নিজস্ব জলাশয় তৈরি করে সেখানে বর্ষার জল সংরক্ষণ করে সেই জল তাদের শিল্প কেন্দ্র ব্যবহার করে।।

অপরদিকে আমেদাবাদ অঞ্চলে যে সব নদী বা জলাশয় রয়েছে, সেখান থেকে তারা জল ব্যবহার করে মাধ্যমে তাদের শিল্প কেন্দ্রের জলের চাহিদা মেটায়।।

পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল অর্থনৈতিক পরিবেশ বা পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ হিসেবে অনুকূল অর্থনৈতিক পরিবেশ- 


মূলধনঃ মুম্বাই হল ধনী ব্যক্তিদের শহর। মুম্বাইয়ের অনেক ধনী ব্যক্তি আছে যারা নিজস্ব প্রচেষ্টায় এসব অঞ্চলে তাদের কার্পাস বয়ন শিল্প কেন্দ্র তৈরি করেছে।। অন্যদিকে স্থানীয় পারসি এবং ভুটিয়া শিল্পপতিদের মুলধন, ব্যবসায়ী দক্ষতা এবং পরিচালন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই অঞ্চলের এসব শিল্প কেন্দ্র গড়ে উঠেছে।। অপরদিকে আমেদাবাদ হলো ব্যবসায়ী মাথাযুক্ত মানুষের শহর। 

অন্যদিকে গুজরাটি ব্যবসায়ী সম্প্রদায়ের মূলধন ও ব্যাবসায়িক দক্ষতা,অসংখ্য ব্যাংকের উপস্থিতি এবং তাদের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এসব অঞ্চলে কার্পাস বয়ন শিল্পকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে।।

শ্রমিকঃ 


মুম্বাইয়ের জনবসতি সাধারণভাবেই অন্যান্য মহানগর গুলোর থেকে কিছু কম নয়।। এখানে বহু সাধারণ মানুষ থাকে যারা অল্প পারিশ্রমিকেই বিভিন্ন কাজ করতে রাজি।। মুম্বাইয়ের এত বিশাল পরিমাণ জনসংখ্যা থাকায় এই শিল্পের ক্ষেত্রে দক্ষ শ্রমিক এর খুব বেশি অভাব হয় না। ঠিক একইভাবে আমেদাবাদের সুরাত ও মহেসানায় কার্পাস বয়ন শিল্পে কাজ করার মত দক্ষ শ্রমিকের খুব বেশি অভাব নেই।। যার ফলে এখানকার শিল্প কেন্দ্র গুলিতে দক্ষ শ্রমিকদের কাজ আমেদাবাদ অঞ্চলের শিল্পকে আরও উন্নত করে তুলেছে।

উন্নত পরিবহন ব্যবস্থাঃ


কয়েকটি জায়গায় শিল্পের উন্নতির জন্য সেই অঞ্চলের পরিবহন ব্যবস্থা একটি বিশেষ ভূমিকা পালন করে।। মুম্বাই একটি আধুনিক শহর হওয়ায় সেই অঞ্চলের পরিবহন ব্যবস্থা যথেষ্ট ভালো। যার জন্য সেখানকার কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গুলির প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি এবং শিল্পে উৎপাদিত বস্ত্র রপ্তানি করতে কোনো  অসুবিধা হয় না। ঠিক একইভাবে গুজরাতের আমেদাবাদেও পরিবহন ব্যবস্থা যথেষ্ট ভাল হওয়ায়, সেখানকার শিল্পকেন্দ্র গুলির তাদের শিল্পকে  ধরে রাখতে যথেষ্ট সুবিধা হয়েছে।

বাজারে চাহিদাঃ বস্ত্র হলো এমন একটি শিল্পজাত দ্রব্য যেটা আমাদের প্রত্যেকেরই দরকার।। তাই এই শিল্পে চাহিদা বর্তমানে ঠিক যতটা আছে ভবিষ্যতেও ঠিক ততটাই থাকবে হয়তো বা তার চেয়েও বেশি বাড়বে।।  মুম্বাই ও তৎসংলগ্ন অঞ্চল গুলি যথেষ্ট বেশি ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে বস্ত্রের চাহিদা খুব বেশি।

অপরদিকে আমেদাবাদ ও তার সংলগ্ন অঞ্চলগুলোতে জনসংখ্যা খুব বেশি হওয়ায় সেখানেও বস্ত্রের চাহিদা খুবই বেশি।। বাজারে এত বিশাল পরিমাণ চাহিদা থাকার জন্য মুম্বাই আমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্প দিনের পর দিন আরো উন্নত হয়ে চলেছে।


Tags : 

পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। | পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। | পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ গুলি আলোচনা করো। | পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। |WB Madhyamik Geography  Question Answer & Suggestion 2023 | ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ২০২৩ | দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2022 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top