ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের বর্ণনা দাও। || দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের প্রশ্ন উওর

0

WBBSE Class 10 Geography Chapter 5 Question Answer & Notes || দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর ও নোটস

ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের বর্ণনা দাও। || দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের প্রশ্ন উওর


আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে তোমাদের মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় 'ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ' ( WBBSE Class 10 Geography Chapter 5 Question Answer ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন "ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। বা, ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ অথবা কার্পাস চাষের জন্য অনুকূল অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা' প্রশ্নটির উওর ( WBBSE Class 10 Geography Chapter 5 Notes ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক ২০২৩ ভূগোল পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ এই প্রশ্নটি অনেকবার মাধ্যমিক পরিক্ষায় এসেছে। তাই এই প্রশ্নটি তোমাদের মন দিয়ে পড়া উচিৎ।।

ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের বর্ণনা দাও।


উওরঃ ভারতের প্রধান অর্থকরী ফসল গুলির মধ্যে কার্পাস হলো একটি অন্যতম অর্থকরী ফসল। ভারতে যে পরিমাণ কার্পাস উৎপন্ন হয়, সেই কার্পাসের উপর ভিত্তি করেই ভারতের বেশকিছু প্রধান শিল্প কেন্দ্র গড়ে উঠেছে।। পশ্চিম ভারতের কার্পাসের  উপর নির্ভর করে ভারতে কার্পাস শিল্পের এত উন্নতি ঘটেছে। ভারতে এতো উন্নত মানের কার্পাস উৎপন্ন হওয়ার পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। ভারতে এতো উন্নত মানের কার্পাস উৎপাদনে জন্য ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ বিশেষভাবে সাহায্য করে।। যেমন-

ভারতের কার্পাস উৎপাদন এর জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশঃ 


ভারতের কার্পাস উৎপাদন উৎপাদনের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলতে বৃষ্টিপাত, বাতাসের তাপমাত্রা বা উষ্ণতা, ভূমির ঢাল, তুষারপাত ইত্যাদিকে বোঝায়। যেমন- 

জলবায়ুঃ কার্পাস চাষের জন্য সবচাইতে আদর্শ জলবায়ু হলো 30 ডিগ্রী উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে মধ্যম বৃষ্টিপাত যুক্ত ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুর অবস্থান।।

মৃত্তিকাঃ ভারতের যেসব মৃত্তিকা পাওয়া যায় বা দেখা যায় তার মধ্যে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকায় কার্পাস চাষ সবচাইতে ভালো হয়।। কৃষ্ণ কার্পাস মৃত্তিকা ছাড়াও উর্বর,লবণাক্ত ও হালকা চুন মিশ্রিত দোআঁশ মাটি এবং পলি মাটিতেও কার্পাস চাষ খুবই ভালো।

উষ্ণতাঃ কার্পাস চাষের জন্য উষ্ণ আবহাওয়া ও সূর্যকিরণ একেবারে আদর্শ। কার্পাস চাষের জন্য 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দরকার হয়। যখন কার্পাস চাষের প্রাথমিক অবস্থায় থাকে তখন সেখানে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায এবং যখন কার্পাস গাছের বৃদ্ধির সময় থাকে তখন একটু শীতল ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়।


বৃষ্টিপাতঃ সাধারণত কার্পাস চাষের জন্য হালকা ও মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল দরকার হয়। সেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বছরে 50- 100 সেমি। কার্পাস চাষের ক্ষেত্রে যদি বৃষ্টিপাত 50 সেমির কম হয় তাহলে তখন সেখানে জল সেচের প্রয়োজন হয়ে পড়ে।

সামুদ্রিক আবহাওয়াঃ  কার্পাস চাষের ক্ষেত্রে আরও একটি প্রধান অনুকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে সামুদ্রিক আবহাওয়াটাও বিশেষ গুরুত্বপূর্ণ।। কার্পাস চাষের জন্য সাধারণত লবণাক্ত সামুদ্রিক আবহাওয়া খুবই উপকারী।

ঢালু মৃত্তিকাঃ কার্পাস চাষের জন্য মৃদু ঢাল যুক্ত সমতলভূমি দরকার হয়। কারণ যেখানে কার্পাস কাছের চাষ করা হয় সেখানে যদি কার্পাস গাছের গোড়ায় জল জমে থাকে, তাহলে কার্পাস গাছের খুন ক্ষতি হয়।। এজন্য কার্পাস গাছ লাগানোর ক্ষেত্রে মৃদু ঢাল যুক্ত সমতলভূমি নির্বাচন করা প্রয়োজন।

কার্পাস চাষের জন্য অনুকূল অর্থনৈতিক পরিবেশঃ 


কার্পাস চাষের জন্য অনুকুল অর্থনৈতিক পরিবেশ বলতে মূলধন,আধুনিক যন্ত্রপাতি, উন্নতমানের বীজ, উন্নত পরিবহন ব্যবস্থা, শ্রমিক ইত্যাদিকে বোঝায়।

দক্ষ শ্রমিকঃ অন্যান্য চাষের মত কার্পাস চাষও হল একটি দক্ষ শ্রমিক নির্ভর চাষ । কার্পাস চাষের জন্য দক্ষ শ্রমিকের খুবই প্রয়োজন। কারণ কার্পাস চাষের জমি তৈরি করা, গাছের পরিচর্যা, গাছের ঠিকঠাক ভাবে দেখাশোনা করা, সার ও কীটনাশক প্রয়োগ, তুলাবীজ সংগ্রহ,  বীজ থেকে তোলা সংগ্রহ ইত্যাদির জন্য দক্ষ শ্রমিকের বিশেষভাবে প্রয়োজন হয়।

উন্নত মানের বীজঃ কার্পাস চাষ অধিক ফলন পেতে উন্নতমানের বীজ ব্যবহার করা প্রয়োজন। কার্পাস চাষের ক্ষেত্রে কয়েকটি উন্নত মানের  বীজ হলো - সুজাতা,  MCU -5, MCU -4 হাইব্রিড -4  প্রভৃতি।

কীটনাশক প্রয়োগঃ 


কার্পাস গাছকেববিভিন্ন পোকামাকড় ও রোগ সংক্রামক জীবাণু ও বিভিন্ন রোগ থেকে বাঁচানোর জন্য উন্নত মানের কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন।। 

মূলধনঃ কার্পাস চাষের ক্ষেত্রে  উন্নত মানের ফসল বীজ, কীটনাশক, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার,  শ্রমিকের খরচ ইত্যাদির খরচের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই চাষে অনেক পরিমাণ মূলধন এর প্রয়োজন হয়।।

Tags : 

ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও |  ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ | কার্পাস চাষের জন্য অনুকূল অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা' | WB Madhyamik Geography  Question Answer & Suggestion 2023 | ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ২০২৩ | দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2022 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top