মেহেরগড় সভ্যতার অগ্রগতি এবং সমাজ জীবন সম্পর্কে আলোচনা || একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর

0

WBBSE Class 11 history chapter 2 questions and answers in bengali || একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর 

WBBSE Class 11 history chapter 2 questions and answers in bengali || একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর
একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহের ( WBBSE Class 11 history chapter 2 questions and answers in bengali ) একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ( WBBSE Class 11 history chapter 2 questions and answers ) একটি খুব গুরুত্বপূর্ণ "মেহেরগড় সভ্যতার অগ্রগতি এবং সমাজ জীবন সম্পর্কে আলোচনা"এর উওর একাদশ শ্রেণির ইতিহাস নোট হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।

মেহেরগড় সভ্যতার অগ্রগতি এবং সমাজ জীবন সম্পর্কে আলোচনা


সভ্যতার অগ্রগতিঃ মেহেরগড় সভ্যতায় মোট ৭টি পর্যায় লক্ষ করা গিয়েছে। এগুলির মধ্যে প্রথম ৩টি পর্যায়ে নব্য প্রস্তর যুগের প্রতিটি বৈশিষ্ট্য বিদ্যমান। এ যুগের বৈপ্লবিক অগ্রগতির বিষয়টিও এই সভ্যতায় সুস্পষ্ট।

বসতি স্থাপনঃ মেহেরগড় সভ্যতার মানুষ প্রথল দিকে শুধুমাত্র শিকার ও পরবর্তীকালে পশুপালনকেই প্রধান জীবিকা হিসাবে নিয়েছিল। তাই তখন মানুষ ছিল যাযাবর। কিন্তু পরবর্তীতে মেহেরগড় সভ্যতার মানুষ যাযাবর জীবন ত্যাগ করে নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে তুলেছিল। এবং তখন কৃষিকাজ ই ছিল তাদের প্রধান জীবিকা।

বাড়িঘরঃ  যাযাবর জীবন ত্যাগ করার পর যখন মেহেরগড় সভ্যতার মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শুরু করে, তখন তারা বাড়িঘর তৈরির জন্য প্রথম দিকে মাটি দিয়ে এবং পরবর্তীকালে রোদে পোড়ানো সমান মাপের ইট গৃহ তৈরির কাজে ব্যবহার করতো। আরও পরবর্তীতে বিভিন্ন আকারের ইটের ব্যবহার আরও বৃদ্ধি পেয়েছিল। মেহেরগড় সভ্যতায় কিছু কিছু বাড়িয়ে পাথরের ভিতের ওপর বাড়ি তৈরি হতো। আগুন জ্বালিয়ে ঘর গরম রাখার ব্যবস্থাও ছিল।

হাতিয়ার ও অন্যান্য সামগ্রীঃ 


মেহেরগড় সভ্যতা নব্য প্রস্তর যুগের হওয়ায়, মেহেরগড় সভ্যতায় সেই যুগের কিছু হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। হাতিয়ারগুলি মূলত পাথর দিয়ে তৈরি হত। কৃষি যন্ত্রপাতির মধ্যে প্রাচীনতম হাতিয়ারটি হল বিটুমেন জাতীয় পাথর খণ্ডে নির্মিত কাস্তে পাথর। হাতিয়ার-সহ অন্যান্য সামগ্রীর মধ্যে অন্যতম ছিল কাস্তে, মৃৎপাত্র, শিলনোড়া, যাঁতা, হামানদিস্তা, নিড়ানি, বিভিন্ন ধরনের পাথরের ক্ষুদ্র যন্ত্রপাতি প্রভৃতি। 

তামার ব্যবহারঃ মেহেরগড় সভ্যতায় পাথরের পরবর্তীতে তামা ই ছিল সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ধাতু।পাথরের ব্যবহারের ভিত্তিতে মেহেরগড় সভ্যতার বিকাশ ঘটলেও এই সভ্যতার প্রথম পর্যায় থেকে প্রাপ্ত একটি তামার পুঁতি থেকে অনুমান করা হয় যে, এই সভ্যতার মানুষ তামা গলানোর প্রক্রিয়া আয়ত্ত করেছিল। এখানকার তৃতীয় পর্যায়ে তামার সিলমোহর আবিষ্কৃত হয়েছে। এ ছাড়া এই পর্যায়ে তামা গলানোর অন্তত ১৪টি পোড়ামাটির পাত্র পাওয়া গেছে যেগুলিতে তামার অবশিষ্টাংশ লেগে ছিল। মূলত এই সভ্যতার তৃতীয় পর্যায়কে তাম্র-প্রস্তর যুগ হিসেবে চিহ্নিত করা যায়।


মৃতদেহের সমাধিঃ মেহেরগড় সভ্যতার মানুষ যে পরলোক ভা স্বর্গ-নরক ইত্যাদিতে বিশ্বাস করতো, তা তাদের মৃতদের সমাধিস্থল থেকেই বোঝা যায়। মেহেরগড় সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়ার বিষয়ে বিশিষ্টতা লক্ষ করা যায়। মেহেরগড় সভ্যতার মৃতদেহ সমাধি দেওয়ার আগে আগে দেহটিতে গেরুয়া মাটি, বিশেষ কাপড়, তার ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিস, অলংকার, নীলকান্ত মণি, নীলা প্রভৃতি দামি পাথর প্রভৃতি সহকারে তাকে সমাধিস্থ করা হতো।। 

সামাজিক বৈষম্যঃ মেহেরগড় সভ্যতার সামাজিক বৈষম্যের অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়। মেহেরগড় সভ্যতার কোনো কোনো সমাধিতে মৃতদেহের সঙ্গে প্রচুর মূল্যবান সামগ্রীর উপস্থিতি এবং কোনো কোনো সমাধিতে সেগুলির অনুপস্থিতি এই সামজিক বৈষম্যের প্রমাণ দেয়। এছাড়াও শসা মজুত রাখার পদ্ধতি ব্যবহৃত হস্তশিল্পের সামগ্রী প্রভৃতির পার্থক্য থেকেও সমাজে শ্রেণিবিভাজন ও বৈষম্যের ইঙ্গিত পাওয়া যায়।

বৈদেশিক সম্পর্কঃ 


সুদূর অতীত কালেই বিভিন্ন বৈদেশিক সভ্যতার সঙ্গে মেহেরগড় সভ্যতার যোগ ছিল বলে জানা যায়। এখানকার মৃৎপাত্রের ধরন নির্মাণ প্রণালী, নীলকান্তমণির ব্যবহার প্রভৃতি দেখে পণ্ডিতরা অনুমান করেন যে, মধ্য এশিয়া, আফগানিস্তান, পারস্য প্রভৃতির সঙ্গে এই সভ্যতার যোগাযোগ ছিল। অধ্যাপক ড. রণবীর চক্রবর্তী মনে করেন যে, শঙ্খ ও লাপিস লাজুলি বাইরে থেকে এখানে এসেছে।

Tags : একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর | আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ বড় প্রশ্ন উত্তর | wb class 11 history question answer | class 11 history suggestion 2022 | Class 11 history chapter 2 questions answers in bengali | WB Class 11 history notes 



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top