উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। || wbbse class 10 geography chapter 5 question answer

0

উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। || wbbse class 10 geography chapter 5 question answer

উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ২০২৩

আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে তোমাদের মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় 'ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ' ( wbbse class 10 geography chapter 5 question answer ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন "উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। বা উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো" প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রশ্নটি মাধ্যমিক 2019 ( wbbse class 10 geography chapter 5 question answer ) এ এসেছিল, তাই এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক ২০২৩ ভূগোল পরিক্ষায় আসতে পারে।।

উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। || wbbse class 10 geography chapter 5 question answer


উৎপত্তিঃ

• উত্তর ভারতের বেশিরভাগ নদনদী হিমালয়ের কোন হিমগুহা বা কোনো হিমবাহের থেকে উৎপন্ন হয়েছে।

• দক্ষিণ ভারতের বেশিরভাগ নদ- নদীই কোনো ঝরনা বা কোনো জলাশয় থেকে উৎপন্ন হয়েছে।

জলপ্রবাহঃ

• উত্তর ভারতের নদনদী গুড়ি বৃষ্টি ও বরফগলা জল পেয়ে চিরপ্রবাহী হয়ে থাকে।।

• দক্ষিণ ভারতের বেশিরভাগ নদ-নদী কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট হয়ে থাকে

গতিপথঃ

• উত্তর ভারতের নদ-নদী গুলির গতিপথ সাধারণত অনেকটা বেশি

• দক্ষিণ ভারতের নদ নদী গুলির গতিপথ উত্তর ভারতের নদনদী গুলির চেয়ে প্রায় অনেকটাই কম

আদর্শ নদীঃ


• উত্তর ভারতের বেশিরভাগ নদনদীগুলির মধ্যে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি লক্ষ্য করা যায়।।।এজন্য উত্তর ভারতের নদনদীগুলি হলো আদর্শ নদী

• দক্ষিণ ভারতের নদ নদী গুলির মধ্যে উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি এই তিনটি গতি স্পষ্ট ভাবে লক্ষ্য করা যায় না।। এজন্যই নদী গুলিকে আদর্শ নদী বলা যায়না।

বন্যা ও জলের পরিমাণঃ

• উত্তর ভারতের বেশিরভাগ নদ-নদী গুলির মধ্যে জলের পরিমাণ খুব বেশি বলে বর্ষায় বন্যাও খুব বেশি পরিমাণে হয়। নদীতে জলের পরিমাণ খুব বেশি হওয়ায় বর্ষাকালে উত্তর ভারতের বেশিরভাগ নদ-নদী গুলির মধ্যে প্রবল বন্যা দেখা যায়।

• দক্ষিণ ভারতের নদী গুলির মধ্যে জলের পরিমাণ কম। তাই বর্ষাকালে এসব নদীর মধ্যে সামান্য বন্যা হয় বা বন্যা হলেও সেই সমস্ত বন্যা তেমনটাও প্রবল নয়।

অববাহিকাঃ


• উত্তর ভারতের নদনদীর অববাহিকার কৃষি কাজ এবং অন্যান্য কাজের জন্য উপযোগী। এজন্য এসব অঞ্চলে জনবসতি খুব বেশি

• দক্ষিণ ভারতের নদনদী কৃষি কাজ এবং অন্যান্য শিল্পের জন্য সেরকমভাবে উপযোগী নয় বলে তুলনামূলকভাবে এসব অঞ্চলে জনবসতিএকটু কম।

উপত্যকার আকৃতিঃ

• উত্তর ভারতের বেশিরভাগ নদ নদীর উপত্যকা গুলি ইংরেজি অক্ষর V এর মতো হলেও মোহনার দিকে তা ক্রমশ প্রশস্ত হয়ে গেছে। 

• দক্ষিণ ভারতের নদী গুলির উপত্যাকা খুবই সংকীর্ণ। হয়ে তা ইংরেজি I অক্ষরের মতো হয়ে গেছে।

ভূমিরূপঃ

• উত্তর ভারতের নদনদী গুলো প্রায়শই নিজেদে গতিপথ পরিবর্তন করে বলে, উত্তর ভারতের নদনদী গুলোর গতিপথে অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং অন্যান্য ভূমিরূপ গঠিত হয়েছে।

• অন্যদিকে দক্ষিণ ভারতের নদ নদী গুলি নিজেদের গতিপথ সেরকম ভাবেও পরিবর্তন করে না বলে এদের গতিপথে কোনো রকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং অন্যান্য ভূমিরূপ তেমন ভাবে দেখা যায় না।।

গতিপথের বৈশিষ্ট্যঃ


• উত্তর ভারতের নদনদী গুলো পলি গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলেই উত্তর ভারতের নদীগুলি বিভিন্ন সময় তাদের গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়েছে। 

• অপরদিকে দক্ষিণ ভারতের নদীগুলি প্রবাহিত হয়েছে মূলত কঠিন শিলা গঠিত ভূমির উপর দিয়ে। যার ফলে খুব সহজেই তারা ক্ষয়কার্যকরের মাধ্যমে নিজেদের গতিপথ বার বার পরিবর্তন করতে পারেনি।।

বদ্বীপের অবস্থানঃ 

• উত্তর ভারতের নদ-নদী গুলির গতিপথ লম্বা হওয়ায় এবং সেই সমস্ত নদ-নদীর জলে পলির পরিমাণ খুব বেশি থাকায় উত্তর ভারতের নদী গুলির মোহনায় বেশিরভাগ ক্ষেত্রেই বড় বড় বদ্বীপের সৃষ্টি হয়েছে। 

• কিন্তু অপর দিকে দক্ষিণ ভারতের নদী গুলির ক্ষেত্রে সেগুলো কঠিন শিলা গঠিত ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেইসমস্ত নদীর জলের পরিমাণ কম ছিল এবং গতিপথ সেরকম ভাবেও দীর্ঘ না হওয়ার কারণে দক্ষিন ভারতের নদ-নদী গুলির মোহনায় সেরকম ভাবেও কোনো বড় বদ্বীপ গড়ে উঠতে পারেনি। কিছু ক্ষেত্রে  বদ্বীপ গড়ে উঠলেও তার আয়তন খুবই ছোটো।।


Tags : WB Madhyamik Geography  Question Answer & Suggestion 2023 | ভারতের প্রাকৃতিক ও  অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ২০২৩ ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2022 | wbbse class 10 geography chapter 5 question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top