দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর || Madhyamik life science question answer & suggestion 2023
![]() |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর |
ইউক্যারিওটিক ক্রোমোজোমের বহির্গঠন গঠন বা অঙ্গসংস্থান সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও || ক্রোমোজোমের গঠন সম্পর্কে আলোচনা করো।
উওরঃ একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের মোট ছয়টি অংশ থাকে। যথা, ক্রোমাটিড,ক্রোমোনিমা, প্রাথমিক খাঁজ,গৌন খাঁজ, স্যাটেলাইট এবং টেলোমিয়ার।
ক্রোমাটিডঃ প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতোর মতো অংশ নিয়ে গঠিত হয়,তাকে ক্রোমাটিড বলা হয়।
ক্রোমোনিমাঃ প্রতিটি ক্রোমাটিড যে সূক্ষ্ম তন্ত্র দ্বারা গঠিত হয়, তাদের ক্রোমোনিমা বলে।( ইন্টারফেস দশায় ক্রোমোজোম এর মধ্যে যে সূক্ষ তন্তু থাকে, তাদের ক্রোমানিমটে বলে )
প্রাথমিক খাঁজঃ ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজ থাকে,তাকে প্রাথমিক খাঁজ বলা হয়। ক্রোমোজোমের প্রাথমিক কাজ অংশে যে ঘন অরঞ্জিত অংশটি থাকে, তাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। সেন্ট্রোমিয়ার এর দু পাশের ক্রোমোজোমের অংশকে ক্রোমোজোম বাহু বলে। সেন্ট্রোমিয়ার এর সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট এর আকৃতির দুটি অংশ থাকে যা কাইনেটোকোর নামে পরিচিত। ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড এ দুটি কাইনেটোকোর থাকে। কাইনেটোকোর দুটি প্রায় চল্লিশটি অনুনালিকা দ্বারা যুক্ত থাকে।
গৌণ খাঁজঃ ক্রোমোজোমে প্রাথমিক খাঁজ ছাড়াও আরেকটি খাঁজ থাকে,যাকে গৌণ খাঁজ বলা হয়। এটি নিউক্লিওলাসের পুনর্গঠনে সাহায্য করে। একে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলা হয়।।
স্যাটেলাইটঃ কোনো কোনো ক্ষেত্রে গৌণ খাঁজের শেষ প্রান্তে যে ছোট অংশটি থাকে,তাকে স্যাটেলাইট বডি বলা হয়। স্যাটেলাইট বডি যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়।।
টেলোমিয়ারঃ ক্রোমোজোমের দুইদিকের শেষপ্রান্তকে বলা হয় টেলোমিয়ার।