ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোম কত প্রকার এবং কি কি? || অটোজোম, অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম কাকে বলে??
![]() |
'জীবনের প্রবাহমানতার' প্রশ্ন উওর |
উওরঃ ইউক্যারিওটিক কোষের কোশের নিউক্লিয়াস মধ্যস্থ, নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন এবং নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত, যে দন্ডাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্য গুলিকে বহন করে, এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরন এবং বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে।।
• ক্রোমোজোমের হলো জিনের বাহক।
• কাজ, গঠন, লিঙ্গ নির্ধারণ অনুসারে ক্রোমোজোম দুই প্রকারের হয়।য থা- অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম এবং অটোজোম।।
অটোজোম বা সোমাটিক ক্রোমোজোম কাকে বলে?
উওরঃ যেসকল ক্রোমোজোম জীবের দেহের গুন বা বৈশিষ্ট্য নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে থাকে,তাদের অটোজোম বা সোমাটিন ক্রোমোজোম বলে। মানব দেহে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং সেই ক্রোমোজোমের মধ্যে এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম বা অটোজোম। এবং বাকি 22 জোড়া বা 44 টি হল অটোজোম অথবা সোমাটিক ক্রোমোজোম। এই ২২ জোড়া অটোজোম আমাদের দেহের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে।।
সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম কাকে বলে?
উওরঃ জীবদেহের যে সমস্ত ক্রোমোজোম জননের সময় লিঙ্গ নির্ধারণের সাহায্য করে বা লিঙ্গ নির্ধারণ করে থাকে, সেউ সমস্ত ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম অথবা অ্যালোজোম বা হেটারোক্রোমোজোম বলা হয়।
মানব দেহে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং সেই ক্রোমোজোমের মধ্যে এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম বা অটোজোম। সেই এক জোড়া ক্রোমোজোম আমাদের জননের সময় অপত্যের লিঙ্গ নির্ধারন করে থাকে।। পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম গুলি হল X এবং Y। এবং নারীদের ক্ষেত্রে এই দুটি সেক্স ক্রোমোজোম হলো XX।
ক্রোমোজোম কিভাবে সৃষ্টি হয়?
উওরঃ কোশ বিভাজন কালে নিউক্লিয়াস থেকে জল বিয়োজনের ফলে নিউক্লিওপ্লাজমস্থ নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা কুন্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে ক্রোমোজোম কিভাবে সৃষ্টি হয়।
Tags: ক্লাস 10 জীবনবিজ্ঞান প্রশ্ন উওর | class x life science question answer | Madhyamik life science suggestion 2023 | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | ক্লাস টেন জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের 'জীবনের প্রবাহমানতার' প্রশ্ন উওর