'আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।—বক্তা কাদের কাছে কোন্ অক্ষমতা প্রকাশ করেছেন? | ক্লাস 10 সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর

0

'আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।—বক্তা কাদের কাছে কোন্ অক্ষমতা প্রকাশ করেছেন? 

উওরঃ নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ‘সিরাজদ্দৌলা' নাট্যাংশটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লিখিত। সিরাজউদ্দৌলা নাটকটি মূলত রচিত হয়েছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নানা বেদনায় ভরা কাহিনী নিয়ে। আলোচ্য বিষয় উদ্ধৃত উক্তিটি করেছিলেন সিরাজদ্দৌলা। তিনি এই উক্তিটি করেছিলেন তার সভায় উপস্থিত ফরাসি প্রতিনিধি মঁসিয়ে লা -এর প্রতি।।  দীর্ঘকাল ধরেই ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিবাদ ছিল। সেই বিবাদের সূত্রপাত বাংলার  সাগরপারে হলেও, তার সূত্র ধরেই এদেশেও উভয়পক্ষের মধ্যে কাঁটা বিছানো রেষারেষি ছিল অব্যাহত। ইংরেজরা সিরাজদ্দৌলার অনুমতি ব্যতীতই চন্দননগর আক্রমণ করে  অধিকার করে। সেখানকার বানানো ফরাসিদের সমস্ত বাণিজ্য কুঠি অধিগ্রহণের দাবি জানায়। ফরাসিদের প্রতি ইংরেজদের করা এই কূকর্মের সুবিচার পেতে, মঁসিয়ে লা যখন ফরাসিদের প্রতিনিধি হয়ে নবাব সিরাজের শরণাপন্ন হন, তখন ফরাসিদের প্রতি নবাব সিরাজের সম্পূর্ণ সহানুভূতি থাকলেও,তিনি তাদের কোন প্রকার সাহায্য করতে পারেন না। সিরাজদ্দৌলা তাদের সাহায্য করতে না পারার,সেই অক্ষমতার কথাই তিনি বলেছেন।


Tags : ক্লাস টেন সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর |  মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর | ক্লাস 10 কোনি উপন্যাসের প্রশ্ন উত্তর | wb class 10 Bengali question answer | class 10 Bangla question answer 2023 | class 10 bangla notes | class 10 bangla suggestion 2023 | Madhyanik bangla question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top