“আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” - কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন? || হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন উত্তর

0

“আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” - কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন? || হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন উত্তর

হারিয়ে যাওয়া কালি কলম এর বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর | wb class 10 Bengali question answer
wb class 10 Bengali question answer


আজকের এই ব্লগ পোষ্টের মাধ্যমে ক্লাস টেনের হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন উত্তর হিসেবে,, শ্রীপান্থ রচিত " হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা এসে থাকে এবং মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ,তার উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই প্রশ্নটি হল “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” - কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন?। " আজকের এই ব্লগে এই প্রশ্নটির খুব সহজ ও সুন্দর একটি নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং চেষ্টা করবো এই প্রশ্নটি নিয়ে, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, সেটা দূর করার।

“আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” - কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন? 

উওরঃ প্রাবন্ধিক শ্রীপান্থের রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে আমরা প্রাবন্ধিক শ্রীপান্থের কাছ থেকে আমরা লেখক শ্রীপান্থ এবং তার ছোটবেলায় বন্ধুদের বন্ধুদের কালি তৈরির কথা জানতে পারি। এখানে প্রাবন্ধিক শ্রীপান্থ সেই কথাই বলেছেন যে- " আমরা কালিও তৈরি করতেন নিজেরাই। " 

ছোটবেলায় প্রাবন্ধিক শ্রীপান্থ এবং তার বন্ধুদের বাড়িতে কালি তৈরি করার ক্ষেত্রে মূলত দুটি ধাপ ছিল।  এবং সেই দুটি ধাপের মাধ্যমেই তাদের কালি তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হতো।।

কালির তৈরীর ক্ষেত্রে প্রথম ধাপটি ছিলঃ- প্রাবন্ধিক শ্রীপান্থ ও তাঁর সতীর্থদে কালি তৈরির প্রথম ধাপ ছিল - বাড়ির রান্না কাঠের উনুনে হত, সেখানে রান্নার পর কড়াইয়ের নীচে বেশ কালি জমত। এর সেই জমা কালি লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা হতো। সেই বাটিতে রাখার পর ভালো করে তা জল দিয়ে গুলিয়ে নেওয়া হতো। এটাই ছিল কালি তৈরীর ক্ষেত্রে প্রথম ধাপ। 

কালি কালি তৈরি দ্বিতীয় ধাপে - যারা ওস্তাদ ছিলেন, তারা সেই কালো জলে হরতকী ঘষতো। কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওই কালো জলে মেশাত। 

এই কালি তৈরি করা নিয়ে প্রাচীনেরা বলতেন – - “তিল ত্রিফলা সিমূল ছালা/ ছাগ দুগ্ধে করি মেলা/ লৌহপাত্রে লোহায় ঘসি/ ছিঁড়ে পত্র না ছাড়ে মসি।” ভালো কালি তৈরি করতে গেলে এই ছিল ব্যবস্থাপনা। প্রাবন্ধিকরা এত কিছুর আয়োজন করতে পারতেন না, তাই তারা সহজ কালি তৈরির পদ্ধতি অবলম্বন করতেন। সব ভালোভাবে মেশানোর পর খুক্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দিত। কিছু সময় টগবগ করে ফুটত, তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে নিলেই লেখার জন্য কালি প্রস্তুত হয়ে যেত। এভাবেই প্রাবন্ধি শ্রীপান্থরা ছোটবেলাতে, তাদের লেখার কালি তৈরি করতেন।। তবে এখানে, উল্লেখ করা প্রয়োজন যে, লেখক এবং তার বন্ধুদের কালি তৈরির ক্ষেত্রে তাঁর মা পিসি ও দিদিরাও সাহায্য করতেন।


Tags : 

হারিয়ে যাওয়া কালি কলম এর বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর | wb class 10 Bengali question answer | wb class 10 Bangla question answer | class 10 Bangla question answer 2023 | class 10 bangla notes | class 10 bangla suggestion 2023 | Madhyanik bangla question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top