“আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে আশ্বাস দিন কাদের কাছে বক্তা ‘ভিক্ষা চান? তিনি কী আশ্বাস প্রত্যাশা করেন?
উত্তরঃ প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত 'সিরাজদ্দৌলা' নাটক থেকে গৃহীত এই উক্তিটির বক্তা হলেন নাটকের প্রধান চরিত্র, অর্থাৎ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের। তিনি তাঁর সভাসদ জগৎশেঠ, রাজবল্লভ, দুর্লভ রায়, মীরজাফর প্রমুখর কাছে নবাব সিরাজ, সাহায্যের ভিক্ষাপার্থী। এখানে সেই কথাই বলা হয়েছে।।
নবাবের সভাসদ জগৎশেঠ, রাজবল্লভ, দুর্লভ রায়, মীরজাফর প্রমুখ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মিলিয়ে তাঁকে বাংলার সিংহাসন থেকে উৎখাত করতে চেয়েছিল। নবাব একথা জানার পরেও, তিনি তাঁদের শাস্তি বিধান না করে সৌহার্দ্যের ডাক দেন। কারণ বাংলার নবাব হিসেবে, সিরাজের কাছে ব্যক্তিগত শত্রুতার চেয়ে, বাংলা সুরক্ষাই অধিক গুরুত্বপূর্ণ ছিল। তাই নবাব সিরাজ তার সদস্যদের সঙ্গে ব্যক্তিগত বিভেদ এবং শত্রুতা বাংলার এই দুর্দিনে,সিরাজের পাশে দাঁড়াতে বলেছেন। নবাব ভালো করেই জানতেন, ইংরেজদের থেকে বাংলাকে রক্ষা করতে হলে সবার আগে তাকে দেশীয় শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং সেজন্যই তিনি, বাংলাকে রক্ষা করার স্বার্থে তার বিরুদ্ধে চক্রান্তকারীরা সভাসদদের কাছেও সাহায্যের ভিক্ষা চাইতে পিছুপা হননি।।
সিরাজ মনে প্রানে চেয়ে ছিলেন, তার সমগ্র বাংলায় দুর্দিনে তাঁর সভাসদরা যেন তাকে ছেড়ে না যায়।। এবং তারা নবাবের পাশে দাড়ানোর মাধ্যমে যেন সমগ্র বাংলাকে রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে আসে।।