ভারতে প্রচলিত বিভিন্ন ভাষাবংশগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। || একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর
![]() |
Class 11 Bengali Question Answer |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ ( wb class 11 Bengali question answer & notes ) শ্রেণির সাহিত্য অর্থাৎ বাঙালির ভাষা ও সংস্কৃতি এর ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা- অংশ থাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে প্রচলিত বিভিন্ন ভাষাবংশগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।অথবা, ভারত চার ভাষাবংশের দেশ—এই চার ভাষাবংশের পরিচয় দাও।
সম্পর্কে অতি সংক্ষিপ্তাকারে আলোচনা করবো।
ভারতে প্রচলিত বিভিন্ন ভাষাবংশগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, ভারত চার ভাষাবংশের দেশ—এই চার ভাষাবংশের পরিচয় দাও।
ভূমিকাঃ ভারতের মূলত চারটি ভাষাবংশ প্রচলিত রয়েছে। ভারতে প্রচলিত চারটি ভাষাবংশের নাম হলো ইন্দো-ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোট-চিনীয়।
ইন্দো-ইউরোপীয়ঃ ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ ভারত, ইরান এবং ইউরোপের অধিকাংশ ভাষার আদি উৎস হলো ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ। এই ভাষাবংশের আর্য বা ইন্দো-ইরানীয় শাখাটি দুটি উপশাখায় বিভক্ত–ইরানীয় আর্য এবং ভারতীয় আর্য। ভারতীয় আর্যভাষা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনটি স্তরে বিবর্তিত হয়ে অনেকগুলি আধুনিক ভারতীয় আর্য ভাষার জন্ম দিয়েছে।
অস্ট্রিকঃ অস্ট্রিক ভাষাবংশের যে একাধিক শাখা (কোল বা মুন্ডা, খাসি নিকোবরি এবং মোন্-রে) রয়েছে, সেগুলির মধ্যে কোল বা মুন্ডা শাখাটিই ভারতবর্ষে প্রচলিত। বর্তমানে ভারতের প্রায় 65 টি ভাষায় অস্ট্রিক ভাষা বংশজাত। কোল বা মুন্ডার দুটি ভাগের মধ্যে শবর, কোরকু, খরিয়া প্রভৃতি পূর্বী শাখার অন্তর্গত এবং সাঁওতালি, মুস্তারি, হো প্রভৃতি ভাষা পশ্চিমা শাখার অন্তর্গত।
দ্রাবিড়ঃ সংখ্যার দিক থেকে দ্রাবিড় হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ। ভারতবর্ষের দক্ষিণাংশে প্রচলিত মালয়ালম্, তামিল, তেলুগু প্রভৃতি ভাষা দ্রাবিড় ভাষাবংশের অন্তর্গত। অন্ধ্রপ্রদেশে তেলুগু, তামিলনাড়ু; পণ্ডিচেরি ও সিংহলে তামিল, কেরালায় মালয়ালম্ এবং কর্ণাটকে কন্নড় ভাষা প্রচলিত।
ভোট-চিনীয়ঃ অনেকের মতে ভারতের আর্য আগমনের আগে মঙ্গোলয়েডরা ভারতে প্রবেশ করেন। এবং মঙ্গোলয়েডদের মধ্যে যে ভাষা প্রচলিত ছিল, সেই ভাষাকে ভোটচীনা ভাষা বলা হয়।। এই ভাষাবংশের প্রধান শাখা তিনটি—চিনীয়, থাই এবং তিব্বতি-বর্মি বা ভোট-বর্মি। চিনীয় ভাষার প্রচলন হয় চিন দেশে এবং থাই শাখাটির প্রচলন হয় শ্যাম দেশে। তিব্বতি-বর্মি বা ভোট -বর্মি শাখার বেশ কয়েকটি উপশাখা (বোড়ো, নাগা, লুসাই, লেপচা প্রভৃতি) ভারতবর্ষে প্রচলিত।