প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ধারণাটি উদাহরণসহ আলোচনা করো। || একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর

0

প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ধারণাটি উদাহরণসহ আলোচনা করো। || একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর


একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer  | Class 11 Bangali Notes
Class 11 Bengali Question Answer

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির বাংলা ( wb class 11 Bengali question answer & notes ) সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাঙালির ভাষা ও সংস্কৃতি এর  ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা- অংশ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন্-  প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ধারণাটি উদাহরণসহ আলোচনা করো।অথবা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার ক্রমবিকাশ এর সরল পথরেখা দেখাও। " প্রশ্নট  আলোচনা করো। এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।

প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ধারণাটি উদাহরণসহ আলোচনা করো।অথবা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার ক্রমবিকাশ এর সরল পথরেখা দেখাও

ভূমিকাঃ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি অংশ হলো ভারতীয় আর্যভাষা বংশ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ ছিল। একটি ছিল লেখ্য বৈদিক এবং অন্যটি ছিল কথ্য বৈদিক। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বংশের বৈদিক ভাষায় পরবর্তীকালে সংস্কৃত,পালি এবং প্রাকৃত ভাষায় বিবর্তিত হয়।। এই প্রাকৃত ভাষা থেকেই মূলত বাংলা ভাষার সৃষ্টি হয়েছিল। 

ভারতীয় আর্য ভাষার বংশের তিনটি ভাগ রয়েছে যথা। 

• প্রাচীন ভারতীয় আর্য। 

• মধ্য ভারতীয় আর্য এবং

• আধুনিক ভারতীয় আর্য। 

বাংলা ভাষার উদ্ভব হয়েছিল মূলত আধুনিক ভারতীয় আর্য ভাষা বংশ থেকে। ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে আধুনিক ভারতীয় আর্য ভাষা বংশের সময়কাল ধরা হয়।

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন আঞ্চলিক রুপ গড়ে ওঠে। ভারতের পূর্বাঞ্চলে প্রচলিত এরকম একটি আঞ্চলিক গুলির নাম হয় মাগধী প্রাকৃত।  মাগধী প্রাকৃতের পরিবর্তিত রূপ হল মাগধী অপভ্রংশ। এটিকে মধ্য ভারতীয় আর্য ভাষার সর্বশেষ স্তরের একটি আঞ্চলিক রুপ বলা হয়। এই মাগধী অপভ্রংশ এর প্রধান দুটি শাখা রয়েছে। 

• একটি হলো পূর্বী শাখা রাখা এবং অপরটি হল পশ্চিমী শাখা। 

• মাগধী অপভ্রংশের পশ্চিমি শাখা থেকে এসেছে ভোজপুরী,  পাটনা বেনারস, রোহতাস,সাসারাম প্রভৃতি অঞ্চলে প্রচলিত ভাষা। 

• অন্যদিকে মাগধী অপভ্রংশের পূর্বঝ শাখা থেকে অসমীয়া, ওড়িষ্যা এবং

বাংলা ভাষা উৎপন্ন হয়েছে। 

মূলত এভাবেই ভারতীয় আর্য ভাষা বংশের প্রাকৃত এবং সেখান থেকে ধীরে ধীরে উৎপত্তি হয়েছে  মাগধী প্রাকৃত এবং মাগধী প্রাকৃতের বিবর্তিত রূপ হল মাগধী অপভ্রংশ। এবং এভাবে ধীরে ধীরে মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে।।

একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer
প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন


Tags : একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর | Class 11 Bengali Question Answer  | Class 11 Bangali Notes | Class 11 Bengali Suggestion | ক্লাস 11 বাংলা কর্তার ভূত গল্পের বড় প্রশ্ন উত্তর 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top