![]() |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ প্রশ্ন উওর |
আজের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণির তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ( WBBSE Class 10 Life Science Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কের প্রশ্নের উওর শেয়ার করবো। আর আমরা প্রতিদিন মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
প্রশ্নঃ মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ কী?
অথবা, বিজ্ঞানী মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন?
উওরঃ বিজ্ঞানী মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কিছু বিশেষ কারণ ছিল।
যেমন -
• মটর গাছ খুব অল্প সময়ের মধ্যেই বংশবিস্তার করতে পারে। তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমিক কয়েক পুরুষ পরীক্ষা করা সম্ভব।
• মটর গাছ উভলিঙ্গ হওয়ায়, মটর গাছে স্বপরাগযোগ ঘটানো সম্ভব।
• মটর গাছ জননে সক্ষম হওয়ায় নিয়মিত বংশবিস্তারে সক্ষম।
• মটরগাছ বহুসংখ্যক বীজ ও অপত্য উদ্ভিদ উৎপাদনে সক্ষম।
• মটরগাছের খুব অল্প জায়গাতেই বাগান করা যায়।
প্রশ্নঃ মেন্ডেলের সাফল্যের কারণ গুলি আলোচনা করো।
• মেন্ডেল তার পরিক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন। যা বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ও স্বপ্রজননশীল হওয়ায়, তিনি সহজেই তার সংকরায়ন পরীক্ষা করতে পেরেছিলেন।
• মটর গাছ খুব অল্প সময়ের মধ্যেই বংশবিস্তার করতে পারে। তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমিক কয়েক পুরুষ পরীক্ষা করা সম্ভব।
• মেন্ডেল গণিতে পারদর্শী ছিলেন। তাই তিনি তার সংকরায়ন পরীক্ষার ফলে সৃষ্ট প্রচুর অপত্যের সংখ্যা গুলি নির্ভুল ভাবে গননা করতে পেরেছিলেন।
• মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্য গুলি বহু জিন দ্বারা নির্বাচিত ছিলনা। ফলে মেন্ডেল সব পরীক্ষার ফলেই একই রকম ফলাফল তৈরি হতে দেখেছিলেন।
প্রশ্নঃ মেন্ডেলের বংশগতির সূত্র গুলি লেখো।
উওরঃ বিজ্ঞানী মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার পরে মোট দুইটি সূএ আবিষ্কার করেছিলেন।
যথা - পৃথকীকরন সূএ এবং স্বাধীন সঞ্চারন সূত্র।
পৃথকীকরনের সূএঃ কোনো জীবের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য একটি জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় বৈশিষ্ট্য গুলি একএিত হলেও কখনো মিলিত হয়না। বরং গ্যামেট গঠন কালে বিপরীতধর্মী বৈশিষ্ট্য গুলি পরস্পর পরস্পর থেকে আলাদা হয়ে যায়।
স্বাধীন সঞ্চারনের সূএঃ দুই বা ততোধিক বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটলে, যুগ্ম বৈশিষ্ট্য গুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এবং পরবর্তী জননে সম্ভাব্য সব সমন্বয় সতন্ত্রভাবে তাদের বিন্যাস ঘটে।