দশম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর || বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের প্রশ্ন উওর

0

 

দশম শ্রেণির জীবনবিজ্ঞান প্রশ্ন উওর | class x life science question answer | Madhyamik life science suggestion 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | ক্লাস টেন জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ প্রশ্ন উওর


আজের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণির তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ( WBBSE Class 10 Life Science Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে  গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কের প্রশ্নের উওর  শেয়ার করবো। আর আমরা প্রতিদিন মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর || বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের প্রশ্ন উওর


প্রশ্নঃ বংশগতি কাকে বলে?

উওরঃ  যে প্রক্রিয়ায় জনিতৃের চারিত্রিক বৈশিষ্ট্য গুলি বংশপরম্পরায় তার সন্তান - সন্তানিদের দেহে বা অপত্য জীবের দেহে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলা হয়।

প্রশ্নঃ প্রকরন কাকে বলে?

উওরঃ জিনগত কারণে বা পরিবেশের বিভিন্ন প্রভাব জনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যের বিভিন্নতা বা পার্থক্য লক্ষ্য করা যায়,তাকেই ভেদ বা প্রকরন বলা হয়।।

প্রশ্নঃ মিউটেশন কাকে বলে?

উওরঃ কোনো প্রজাতিভুক্ত জীবের বংশানুক্রমিকভাবে জীব কোশের মধ্যে সঞ্চারযোগ্য জিনের আকস্মিক পরিবর্তনকেই মিউটেশন বলা হয়।

প্রশ্নঃ বংশগতির একক কী?


উওরঃ জিন হলো বংশগতির কার্যগত ও গঠনগত একক। জিন হলো ডিএনএ এবং আরএনএ এমন একটি অংশ যা বংশগতির গঠনগত একক হিসেবে পলিপেপটাইড বা RNA  উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে।

প্রশ্নঃ অ্যালিল বা অ্যালিলোফর্ম কী?

উওরঃ সমসংস্থ ক্রোমোজোম এর নির্দিষ্ট বিন্দুতে ( লোকাসে ) অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলা হয়।

যেমন - লম্বা বেটেঁ ( Tt )

জিন যুগলের প্রত্যেকটিকে অ্যালিল বলে।

প্রশ্নঃ লোকাস কাকে বলে?

উওরঃ ক্রোমোজোমের যে স্থানে কোনো জিন অবস্থান করে, সেই স্থানটিকে লোকাস বলা হয়।

প্রশ্নঃ একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস এবং দ্বিসংকর জনন বা ডায়হাইব্রিড ক্রস কাকে বলে?


উওরঃ একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে।

যেমন : বিশুদ্ধ লম্বা ( TT ) মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে ( tt ) মটর গাছের মধ্যে সংকরায়ন।

অপরদিকে,

দুইজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বা ডায়হাইব্রিড ক্রস বলে।

উদাহরণ : হলুদ ( YY ) ও গোলাকার ( RR )এর সঙ্গে সবুজ ( yy ) ও কুঞ্জিত ( rr )  মটর গাছের সংকরায়ন।

Tags: দশম শ্রেণির জীবনবিজ্ঞান প্রশ্ন উওর | class x life science question answer | Madhyamik life science suggestion 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | ক্লাস টেন জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ প্রশ্ন উওর


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top