গালিলিওর ছাত্র জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। || ক্লাস 11 বাংলা গ্যালিলিও প্রবন্ধের বড় প্রশ্ন উত্তর
![]() |
Class 11 Bengali Question Answer & notes |
আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির বাংলা ( wb class 11 Bengali ) সত্যেন্দ্রনাথ বসু রচিত গালিলিও প্রবন্ধ থেকে " একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 2022 wb class 11 Bengali exam এ এসেছে, তার উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রশ্নটি হলো "গালিলিওর ছাত্র জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। " প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত ভালো আলোচনা করবো। তোমাদের সামনের 2023 সালের পরিক্ষায় সত্যেন্দ্রনাথ বসুর রচিত গালিলিও প্রবন্ধের বড় প্রশ্ন উত্তর হিসেবে "গালিলিও ছাত্র জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো " প্রশ্নটি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আজকের এই ব্লগটি মন দিয়ে পড়ো।
গালিলিওর ছাত্র জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
ভূমিকাঃ সত্যেন্দ্রনাথ বসুর রচিত গালিলিও প্রবন্ধে আমরা বিশ্ব বিখ্যাত গালিলিও ছাত্র জীবন সম্পর্কে খুবই সংক্ষেপে জানতে পারি। গালিলিও শিক্ষাজীবন মূলত তিনটি পর্যায়ে বিভক্ত ছিল।
প্রথম পর্যায়ের শিক্ষা জীবন শুরু হয়েছিল ভ্যালাম ব্রোসায় অবস্থিত একটি মঠে।
দ্বিতীয়তঃ তার শিক্ষাজীবন শুরু হয়েছিল পিসা বিশ্ববিদ্যালয় ডাক্তারি পড়া নিয়ে। এবং তার তৃতীয় পর্যায়ের ছাত্র জীবন শুরু হয় তার পিতার ই এক বন্ধু, গণিতশাস্ত্রে মহাপণ্ডিত এক শিক্ষকের কাছে।
গালিলিও প্রথম শিক্ষা জীবনঃ বিশ্ব বিখ্যাত ইউরোপীয় বিজ্ঞানী গালিলিও 1564 সালের 15 ফেব্রুয়ারি পিসা শহরে জন্মগ্রহণ করেন। এরপর যখন 13 বছর সম্পন্ন হয় তখন তার পিতা তাকে ভ্যালাম ব্রোসায় অবস্থিত একটি মঠে নিয়ে যান এবং সেই মঠে গ্যালিলিও শিক্ষা গ্রহণ শুরু হয়। সেই মঠে তিনি সাহিত্য, ন্যায় শাস্ত্র এবং ধর্মশাস্ত্রে শিক্ষা গ্রহণ করবেন। কিন্তু খুব তাড়াতাড়ি গালিলিও পিতা বুঝতে পারেন যে - সেইধরনের শিক্ষালাভ তার ছেলের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তার পিতার এই ধারণা ছিল যে- গালিলিও যদি এই সমস্ত শিক্ষালাভ করতে থাকে, তাহলে গ্যালিলিও একদিন সন্ন্যাসী হয়ে যাবে এবং সংসার জীবন ত্যাগ করবে। তাই পিতার তীব্র আপত্তির জন্য সেই মঠে দুই বছর শিক্ষালাভ করার পর গ্যালিলিওকে সেই মঠ ত্যাগ করতে হয়।।
ডাক্তারি শিক্ষালাভঃ গালিলিও পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ থাকায় তার পিতায় সবসময় চাইতেন, গালিলিও শিক্ষালাভ করার মাধ্যমে যেন তার পরিবারের আর্থিক অবস্থা ফিরিয়ে আনেন। পিতা বুঝতে পেরেছিলেন যে, ডাক্তারি পেশায় অর্থ উপার্জনের অনেক সুযোগ রয়েছে। সেজন্য তিনি গালিলিওকে মাত্র 17 বছর বয়সে 1581 খ্রিষ্টাব্দে পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে পাঠান। কিন্তু তখন ছিল অ্যারিস্টটলের যুগ। সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নির্বিচারে নিয়ে নিত। কিন্তু গালিলিও ছিলেন এমন একজন,যিনি ছোটবেলা থেকেই সব জিনিস হাতে কলমে করে দেখতে চাইতেন। এজন্যই মাঝেমধ্যেই তার অন্যান্য ছাত্রদের সঙ্গে এমনকি কখনো কখনো শিক্ষকদের সঙ্গেও তর্কের সৃষ্টি হতো।। এভাবেই নানা যুক্তি তর্কের সঙ্গে জড়িতে হয়ে পড়ায় গ্যালিলিও তার ডাক্তারী পড়া শেষ করতে পারেননি।
গণিত শাস্ত্রের শিক্ষাঃ ডাক্তারি পড়া শেষ করতে না পারায় গ্যালিলিও হঠাৎ করেই গণিত শাস্ত্রের দিকে ঝুঁকে পড়েন। গালিলিওর পিতার একজন বন্ধু ছিলেন গণিতশাস্ত্রে মহা পন্ডিত। তিনি সেসময়ের বিখ্যাত গণিতের শিক্ষক ছিলেন যার কাছে সকলেই পড়তে যেত। একদিন সে8 গণিতবিদ কোনো এক কাজে গালিলিওর বাড়িতে এসে হাজির হন। এবং তার কাছেই শুরু হয় গ্যালিলিওর গণিতচর্চা। কিছুদিনের মধ্যেই গণিতশাস্ত্র গ্যালিলিওর খুবই প্রিয় হয়ে ওঠে। এবং খুব অল্পসময়ের মধ্যেই গ্যালিলিও গণিতশাস্ত্রে মহাপাণ্ডিত্য অর্জন করেন। এবং এভাবেই গ্যালিলিওর ছাত্রজীবনের শেষ হয়।।