প্রশ্নঃ একশো দিনের রাজত্ব বা শত দিবসের বলতে কী বোঝো?
উওরঃ নেপোলিয়ন বোনাপার্টকে এবলা দ্বীপে নির্বাসিত করার পর ফ্রান্সের বুরবো বংশের অষ্টাদশ লুই এর শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু খুব তাড়াতাড়ি অষ্টাদশ লুই এর শাসন প্রতিষ্ঠিত হওয়ায় তার বিরুদ্ধে জনগণের বিক্ষো শুরু হয় এবং মিত্রপক্ষের মধ্যর মতানৈক্যের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে নেপোলিয়ন এবলা দ্বীপ থেকে সুকৌশলে ফ্রান্সের প্যারিসে ফিরে আসেন এবং ফরাসি সেনাবাহিনী এবং জনগণের মাধ্যমে আবার ফ্রান্সের সিংহাসনে বসেন। 1815 খ্রিষ্টাব্দের 20 মার্চ থেকে পযর্ন্ত নেপোলিয়ন আবার 100 দিনের রাজত্ব করেন যা একশো দিনের রাজত্ব বা শত দিবসের রাজত্ব নামে পরিচিত।
এই রাজত্বকালে তিনি অষ্টাদশ লুই কর্তৃক প্রবর্তিত সনদের সংশোধন করেন এবং সংনদের ফরাসি সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেন। ফ্রান্সে নেপোলিয়নের প্রত্যাবর্তন ও পূনরায় তার শাসন প্রতিষ্ঠার ঘটনায় মিত্র পক্ষের প্রতিনিধিরা ভিয়েনার সম্মেলনের মিলিত হয় নেপোলিয়ানকে আইনবহির্ভূত ও বিশ্বশান্তির অন্যতম ক্ষেত্র শত্রু বলে ঘোষণা করে।
এবং ইংল্যান্ড,রাশিয়া এবং অস্ট্রিয়া এক চুক্তিতে আবদ্ধ হয়। এরপর এই পরিস্থিতিতে নেপোলিয়ন শান্তির প্রস্তাব পেশ করেন কিন্তু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে এক যুদ্ধ জনিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং শেষ কালে যুদ্ধের সূচনা হয়। শেষ পর্যন্ত নেপোলিয়ন ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন। এবং এরপরেই নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।।
Tags :