স্পার্টায় পেরিওকয়দের সামাজিক অবস্থা, তাদের কাজ এবং নাগরিকদের সঙ্গে তাদের সম্পর্ক আলোচনা করো
![]() |
একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উওর |
আজকের এই ব্লগ পোস্টে আমরা একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় 'সমাজের ঘটনা প্রবাহ' (WB Class 11 history chapter 6 question answers in bengali) এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'গ্রিসের স্পার্টায় পেরিওকয়দের সম্পর্কে আলোচনা করো। বা স্পার্টায় পেরিওকয়দের সামাজিক অবস্থা, তাদের কাজ এবং নাগরিকদের সঙ্গে তাদের সম্পর্ক আলোচনা করো'- এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
স্পার্টায় পেরিওকয়দের সামাজিক অবস্থা, তাদের কাজ এবং নাগরিকদের সঙ্গে তাদের সম্পর্ক আলোচনা করো
ভূমিকাঃ প্রাচীন গ্রিসের পলিস বা নগর রাষ্ট্রগুলির মধ্যে এথেন্স এবং স্পার্টা ছিল অন্যতম। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র অথবা পলিস গড়ে উঠেছিল মূলত পাঁচটি গ্রাম নিয়ে। পাঁচটি গ্রাম নিয়ে গড়ে ওঠা সেই নগর রাষ্ট্র বা পলিসের প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের রণনৈপন্য এবং সামাজিক বিশৃঙ্খলা। প্রাচীন স্পার্টার সমাজজীবন মূলত তিনটি স্তরে বিভক্ত ছিল। যথা- স্প্যার্টিয়ট, হেলট এবং পেরিওকয়। স্পার্টার সমাজে পেরিওকয়রা ছিল মূলত হেলট এবং স্বাধীন নাগরিকদের মধ্যবর্তী স্তরের মানুষ।। তাই স্বাভাবিকভাবেই পেরিওকয়দের জীবন ছিল স্প্যার্টিয়েটদের থেকে কিছু খারাপ এবং হেলটদের থেকে কিছুটা ভালো।।
স্পার্টায় পেরিওকয়দের সামাজিক ও রাজনৈতিক অবস্থানঃ
স্পার্টায় পেরিওকয়দের স্থান ছিল স্বাধীন নাগরিক ও হেলটদের মধ্যবর্তী স্তরে। পেরিওকয়রা স্পার্টার স্বাধীন নাগরিকদের বসতির নিকটবর্তী অঞ্চলেই বসবাসের অধিকার পেয়েছিল। সম্ভবত নিজেদের আত্মরক্ষার কথা ভেবে এবং ক্রীতদাস হেলটদের সঙ্গে নিজেদের দূরত্ব ও ব্যবধান বজায় রাখতে নাগরিকরা তাদের নিকটবর্তী অঞ্চলে পেরিওকয়দের বসবাসের অধিকার দিয়েছিল। স্পার্টার নগর-রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে প্রায় ১ লক্ষ ২০ হাজার পেরিওকয়ের বসবাস ছিল যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
পেরিওকয়দের নানা ধরনের কার্যঃ
স্পার্টায় হেলটরা যেভাবে কোনো একজন প্রভু বা স্বাধীন নাগরিকের অধীনে বিভিন্ন ধরনের কাজ করতো,পেরিওকয়দের সেরকম ভাবে কারোর অধীনে থেকে কাজ করতে হত না। কিন্তু তাদেরও বিভিন্ন ধরনের কাজ কর্মে নিজেদের নিযুক্ত রাখতে হতো। যেমন-
• পেরিওকয়রা শাসকগোষ্ঠীর রাজকীয় জমিজমা চাষ করত, শিল্পোৎপাদন ও বাণিজ্যের কাজ সম্পন্ন করত।
• পেরিওকয়রা রাষ্ট্রের কৃষি, শিল্প ও বাণিজ্য-সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করার ফলে স্বাধীন নাগরিকরা নিশ্চিন্তে
রাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে পূর্ণ সময় ব্যয় করতে পেরেছিল।
• পেরিওকয়রা নাগরিকদের তত্ত্বাবধানে স্পার্টার সেনাবাহিনীতে
স্পার্টায় স্বাধীন নাগরিক অথবা স্প্যার্টিয়েটদের পেরিওকয়দের সম্পর্কঃ
স্পার্টায় পেরিওকয়দের স্থান স্বাধীন নাগরিক ও হেলটদের মধ্যবর্তী স্তরে থাকায়, স্বাধীন নাগরিকের সঙ্গে তাদের সম্পর্ক মোটামুটি ভাবে ভালোই ছিল।। যেমন-
• স্পার্টার সমাজে হেলটদের যেভাবে বিভিন্ন দিক থেকে নির্যাতিত হতে হতো, পেরিওকয়দের সেরকম ভাবে কখনোই নির্যাতিত হতে হতো না।।
• নাগরিকদের কাছ থেকে তারা যথেষ্ট সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ও সহানুভূতি পেত।
• দেশের কৃষি, শিল্প, সামরিক কাজকর্ম প্রভৃতিতে অংশ নিয়ে পেরিওকয়রা দেশের নাগরিকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিত।
• পেরিওকয়দের সহযোগিতার বিনিময়ে নাগরিকরাও তাদের রক্ষার দায়িত্ব পালন করত।
• পেরিওকয়রা স্প্যার্টিয়েটদের প্রতি আনুগত্য প্রদর্শন করে নিজেদের শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষা পেয়েছিল।
বিভিন্ন ক্ষেত্রে পেরিকয়দের প্রতি বঞ্চনাঃ
স্প্যার্টায় পেরিওকয়রা স্বাধীন নাগরিকদের মতো না হওয়ার কারণে স্প্যার্টিয়েটদের দ্বারা কিছু ক্ষেত্রে তাদের বঞ্চিত হতে হতো।। যেমন-
• পেরিওকয়রা মূলত শাসকগোষ্ঠীর দ্বারা অর্থনৈতিক শোষণের শিকার হতো। পেরিওকয়দের হাতে থাকা কৃষিজমিগুলি ছিল নাগরিকদের জমির তুলনায় খুবই অনুর্বর ছিল।
• পেরিওকয়দের ওপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে সর্বদা তাদের দুর্বল করে রাখার চেষ্টা করা হতো।
• স্পার্টায় পেরিওকয়দের রাজনৈতিকভাবে স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার লাভে বঞ্চিত ছিল।
• পেরিওকয়দের স্বাধীন নাগরিকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার অধিকার ছিল না।।
তারপরও, স্পার্টায় পেরিওকয়দের জীবন মোটামুটি ভালোই ছিল। সেকারণেই পেরিওকয়রা স্প্যার্টিয়েটদের
বিরুদ্ধে বিদ্রোহের পথে পা বাড়ায়নি।