নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়??

0

 

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়??

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন 'বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়?' এর উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়?? 

ভূমিকাঃ উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে গোড়ার দিকে জার্মানি ইতালির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল।  জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি সর্বদা নিজের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকায় তার সুযোগ নিয়ে অন্যান্য রাষ্ট্রগুলি, যেমন- অস্ট্রিয়া, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্র তাদের আধিপত্য স্থাপন করেছিল। এসমস্ত বহিরাগত রাষ্ট্রগুলি থেকে জার্মানির সে সমস্ত অংশকে উদ্ধার করে একটি ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠনের জন্য,  প্রাশিয়ার যার প্রথম উইলিয়াম বিসমার্ককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পরেই বিসমার্ক জার্মানির সমস্ত খন্ডিত রাজ্যগুলিতে উদ্ধার করে একটি ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তিনি তার রক্ত ও লৌহ নীতি অনুসরণ করতে শুরু করেন।।।


Read More👇

What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You

বিসমার্কের লৌহ রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝায়??

উওরঃ বিসমার্কের প্রধান উদ্দেশ্য ছিল রাজতন্ত্রের অভ্যন্তরে জার্মানির সমস্ত রাজ্যগুলিকে উদ্ধার করে একটি ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা। এবং তিনি এই কাজটি করার জন্য যেকোনো  পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে বোঝায়, জার্মানির যে সমস্ত রাজ্য গুলির উপর অন্যান্য বহিঃশক্তির আধিপত্য বা নিয়ন্ত্রণ রয়েছে, সেই শক্তিগুলিকে বিতাড়িত করে সেগুলোকে উদ্ধার করার ক্ষেত্রে বিসমার্কের কঠোর অর্থাৎ লৌহের মত মানসিকতা বা উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে যদি বিসমার্কের যুদ্ধের মাধ্যমে রক্তক্ষরণ করতে হয়, তাহলে তিনি সেটাও করতে প্রস্তুত। অর্থাৎ এক কথায় জার্মানিকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে বিসমার্ক যুদ্ধ করার মাধ্যমে বা রক্ত ঝড়ানো মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে সুদৃঢ় বা কঠিন মানসিকতার পরিচয় দিয়েছিলেন, তাই হলো তার বিসমার্কের রক্ত ও লৌহ নীতি।।।


আশাকরি যে, আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) থেকে যে 'বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়?? ' এর উওর দেওয়া হয়েছে তা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।।

আরও দেখো👇 

নবম শ্রেণির ইতিহাস অনলাইন মকটেস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top