দ্রব্য সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের উক্তি বা মতবাদ || একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর

0

 দ্রব্য সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের উক্তি বা মতবাদ || একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর


একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্যের অধ্যায়ের প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Philosophy Question and Answer 2022
একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্যের ( WBCHSE Class 11 Philosophy Question and Answer 2022 ) কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উওর বা দ্রব্য সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের উক্তি অথবা মতবাদ থেকে যে MCQ & SAQ Question Answer হয়, তা তোমাদের সঙ্গে শেয়ার করবো।। একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্য থেকে দ্রব্য সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের উক্তি অথবা মতবাদ থেকে অনেক MCQ & SAQ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে,তাই আজকের এই প্রশ্ন গুলো মন দিয়ে পড়ো। 

দ্রব্য সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের উক্তি বা মতবাদ || একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর


1- 'দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি' কোন দার্শনিক এর উক্তি? 

উওর : দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি' এটি দার্শনিক স্পিনোজার উক্তি।

2- 'যা স্বনির্ভর তাই দ্রব্য' এই উক্তিটি কার? 

উওর : যা স্বনির্ভর তাই দ্রব্য' এই উক্তিটি বুদ্ধিবাদী দার্শনিক দেকার্ত এর।

3- 'দ্রব্য হল আমি জানিনা এমন কিছু'-  এই উক্তিটি কার?

উওর : দ্রব্য হল আমি জানিনা এমন কিছু'-  এই উক্তিটি জন লকের।

4- 'দ্রব্য হল স্মরণ সক্রিয় আধ্যাত্মিক একক'- এই উক্তিটি কার?

উওর : এই উক্তিটি হলো বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ এর।

5- 'যা সরল ও অবিভাজ্য,তাই দ্রব্য'-  এই উক্তিটি কার?

উওর : এই উক্তিটি হলো বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ এর।।

6- 'দ্রব্য হল চিৎপরমানু'- এই উক্তিটি কার?

উওর : এই উক্তিটি হলো বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ এর।।

7- 'দ্রব্য হল গুণের অজ্ঞাত আধার' এটি কে বলেছেন? 

উওর : এটি বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক।

8- দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয়-  এটি কার মত?

উওর : দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয়-  এটি অ্যারিস্টটলের মত।

9- দ্রব্য হল কতগুলি গুণসমষ্টি - এটি কার উক্তি?

উওর : এই উক্তিটি হলো অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের মত। 

10- আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ- এই উক্তিটি কার?

উওর : আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ- এই উক্তিটি লাইবনিজের।

11- 'দ্রব্য হল সকল গুন ও ক্রিয়ার আধার' - এটি কার মত? 

উওর : এটি অ্যারিস্টটলের মত।

12- 'ঈশর একমাত্র দ্রব্য'- এই উক্তিটি কার? 

উওর : বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার মতে একমাত্র ঈশ্বর ই হল দ্রব্য।

13- 'দ্রব্য হল স্বয়ংক্রিয় এবং নিরংশ'- এই উক্তিটি কার?

উওর‍ : এই উক্তিটি হলো বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ এর।

14- 'গুণের অতিরক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না' - এই উক্তিটি কার?

উওর : এই উক্তিটি হলো অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের।

15- 'আমি চিন্তা করি অতএব আমি আছি' এই বিখ্যাত উক্তিটি কার?

উওর : এই বিখ্যাত উক্তিটি হলো বুদ্ধিবাদী দার্শনিক দেকার্ত এর।।


Tags : 

একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্যের অধ্যায়ের প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Philosophy Question and Answer 2022| একাদশ শ্রেণীর দর্শন নোট | ক্লাস ইলেভেন দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্যের প্রশ্ন উত্তর | wb class 11 philosophy question answer | wb class xi philosophy question and answer | class 11 philosophy notes | class 11 philosophy suggestion 2022 | Class 11 philosophy chapter 3 questions


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top