![]() |
দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্ন উত্তর |
1- বৈপরীত্য উষ্ণতা কাকে বলে?
উওরঃ সাধারনত ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায়, একটি নির্দিষ্ট হারে তার উষ্ণতা কমতে থাকে। একে Normal Lapes Rate বা স্বাভাবিক তাপমাত্রা হ্রাস বলে। কিন্তু কখনো কখনো বায়ুমণ্ডলের পরিবর্তনের জন্য উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাও বৃদ্ধি পায়, তখন বৈপরীত্য উষ্ণতা বা inversion of temperature বলে।
2- ক্ষুব্ধ মন্ডল এবং শান্ত মন্ডল কাকে বলে?
উওরঃ বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর- ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ঝড়-বৃষ্টি বজ্রপাত ইত্যাদি সংগঠিত হয় বলে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয়। অন্যদিকে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমন্ডলের কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না বলে তাকে শান্ত মন্ডল বলা হয়।।
3- ওজোন স্তর কী?
উওরঃ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 25 থেকে 35 কিমির মধ্যে ওজোন গ্যাসের যে পুরু আবরণ রয়েছে,তাকেই ওজোন স্তর বলা হয়।
• ওজোন স্তর আমাদের জন্য প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে কাজ করে।
• ওজোনস্তর সূর্যের ক্ষতিকার অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের জীবকুলকে রক্ষা করে।।
4- ওজন গহ্বর কাকে বলে??
উওরঃ বিজ্ঞানী ফ্রম 1985 সালে কুমেরু অঞ্চলে প্রতিবছর বসন্তকালের ওজোন গ্যাসের ঘনত্ব কমে আসা পর্যবেক্ষণ করেন। আন্টার্টিকায় ওজন ঘনত্ব কমে আসাকে ফরম্যান ওজন গহ্বর হিসেবে অভিহিত করেছেন।
• যখন কোন স্থানে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসন এর নিচে নেমে আসে, তখন সেখানে ওজন গহ্বর সৃষ্টি হয়।।
5- গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?
উওরঃ মানুষের বিভিন্ন কার্যকলাপ এ দিন দিন আমাদের পৃথিবীর বায়ুমন্ডলে বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস ( CFC, N2O,NO,CH4,,CO2) বিশেষ করে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে। পৃথিবীর গড় তাপমাত্রা এভাবে বেড়ে চলাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে।