সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || ভারতের সামন্ত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।

0

সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || ভারতের সামন্ত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 

সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || ভারতের সামন্ত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।


ভারতের সামন্ত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 

ভূমিকাঃ প্রাচীন ভারতে সামন্ত ব্যবস্থা বা সামন্ততন্ত্র প্রচলিত ছিল তা ইউরোপের সামন্ততন্ত্রের মতো অতটাও জোরালো এবং প্রভাবশালী না হলেও ভারতে কিছু ক্ষেত্রে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল।

সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা কীঃ 


ভারতে অনেক রাজারা তাদের রাজকর্মচারীদের অনেক সময় নগর নগদ অর্থের বদলে কিছু নিষ্কর জমি প্রদান করতেন। এইভাবে বারবার জমি প্রদান করার ফলে অনেক ব্যক্তিরা অনেক জমির মালিক হয়ে যেতেন এবং এরপর তারা সেই জমির মালিকানা নিয়ে রাজার অধীনে সেই অঞ্চলের শাসনকার্য পরিচালনা করতেন। এভাবে বিভিন্ন আঞ্চলিক শাসকের সৃষ্টি হয়েছিল যারা সামন্ত প্রভু নামে পরিচিত। এবং সামন্ত প্রভুদের মাধ্যমে যে শাসনব্যবস্থা চলতো, তা সামন্ততন্ত্র নামে পরিচিত।

সামন্ততন্ত্রর সমাজ ব্যবস্থাঃ 


সামন্ততন্ত্রের মূলত সমাজ তিনটি স্তরে ভাগ ছিল। সমাজের একদম উপরে বসবাস করতেন রাজা যিনি ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তার অধীনে ছিল সামন্ত প্রভু যারা রাজার অধীনে থেকে নির্দিষ্ট অঞ্চলের শাসনকার্য পরিচালনা করতেন। এবং সমাজের সবচেয়ে নিচে করে বসবাস করতো সাধারণ কৃষক? শ্রমিক শ্রেণী এবং অন্যান্য পেশায় নিযুক্ত মানুষজন। সমাজে তাদের সংখ্যা সবচেয়ে বেশি হলেও তাদের অধিকার ছিল সবচেয়ে কম।।

সামন্ত প্রভু এবং তার অধীনের বসবাসকারী মানুষের কাজকর্মঃ


সামন্তপ্রভুরা নিজেরা কোনো কাজকর্ম করত না। তারা মূলত অন্যের কর্মের উপর নির্ভর করে থাকতো। সামন্ত প্রভুর অধীনে কৃষক-শ্রমিক বসবাস করতো এবং তাদের মাধ্যমেই সামন্ত প্রভু নিজেদের সমস্ত রকম কাজকর্ম করিয়ে নিত। যার ফলে সামন্তপ্রভুরা নিজেরা কোনো কাজকর্ম না করেও বিপুল পরিমাণ অর্থ সম্পত্তির মালিক হয়ে যেত এবং এভাবে তারা খুব সুখ স্বাচ্ছন্দ্যের নিজেদের দিন যাপন করতো। অন্যদিকে সামন্ত প্রভুর অধীনে কাজ করা কৃষকদের, শ্রমিকদের নানারকম কাজকর্ম করেও তাদের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না যার ফলে খুব স্বাধারণ ভাবেই তাদের দিন কাল চলে যেত।।

সামন্ত তন্ত্রের পিরামিডঃ 


ভারতের সামন্ততন্ত্র একটি কাল্পনিক পিরামিড আকারে দেখতে গেলে দেখা যাবে, পিরামিডের সবচেয়ে উপরে রয়েছেন রাজা যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তার নিচে রয়েছে বিভিন্ন রাজকর্মচারী এবং তার নিচে রয়েছে বিভিন্ন সামন্ত প্রভু। এবং পিরামিডের সবচেয়ে নিচে রয়েছেন বহুসংখ্যক সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং অন্যান্য পেশার মানুষ। তাদের জনসংখ্যা সমাজে সবচেয়ে বেশি হলেও সমাজে তাদের কোনো গুরুত্ব ছিল না।।


Tags : 

সপ্তম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 7 ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর  | wbbse class 7 history history question answer chapter 3 | wb class 7 history question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top