সপ্তম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টীকা লেখ বা সংক্ষিপ্ত আলোচনা করো।

0

 

সপ্তম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টীকা লেখ বা সংক্ষিপ্ত আলোচনা করো।


আজের এই পোস্টের মাধ্যমে সপ্তম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা (WBBSE Class 7 History Question Answer & Notes in Bengali ) থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টীকা লেখো' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো (WBBSE Class vii Question Answer & Suggestion 2022 )। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

সপ্তম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টীকা লেখ বা সংক্ষিপ্ত আলোচনা করো। 


উওরঃ বর্তমানে ভারতের বিহার রাজ্যের আনুমানিক খ্রিস্টীয় পঞ্চম শতকে নালন্দা বৌদ্ধ বিহারটি তৈরি করা হয়েছিল। প্রাচীন ভারতের অন্যান্য বৌদ্ধবিহার ছিল উল্লেখযোগ্য। কারণ -

নালন্দ বৌদ্ধবিহারের খ্যাতিঃ  

নালন্দা বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠার সময় পাল রাজারা ছাড়াও হর্ষবর্ধন, বিভিন্ন স্থানীয় জমিদার, এমনকি সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের প্রতিষ্ঠার জন্য সম্পদ দান করেছিলেন।। যার ফলে নালন্দা বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এর সুখ্যাতি সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল।

বিদেশী ছাত্রদের শিক্ষালাভঃ 


নালন্দা বৌদ্ধ বিহারটি ভারতে অবস্থিত হলেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মহাবিহারে ছাত্ররা পড়াশোনার জন্য আসতেন। যেমন তিব্বত, চীন কোরিয়া এবং মঙ্গোলিয়ার বহু ছাত্ররা নালন্দা বৌদ্ধবিহার থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন। 

বিনামূল্যে শিক্ষাদানঃ


বিদেশ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা অথবা ভারতের যেসমস্ত শিক্ষার্থীরা নালন্দায় শিক্ষা লাভ করতেন,তাদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। নালন্দায় শিক্ষা লাভ করা শিক্ষার্থীদের কোনো রকম টাকা পয়সা দিতে হতো না। তারা সম্পূর্ণভাবে বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারতেন। বিশেষ করে চীন দেশের ছাত্রদের জন্য বিশেষ তহবিল বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েন সাং নালন্দা বৌদ্ধবিহার থেকেই শিক্ষা লাভ করেছিলেন। 

প্রবেশীকা পরীক্ষাঃ 


নালন্দা বৌদ্ধ বিহারের শিক্ষালাভের ক্ষেত্রে এতটা সুযোগ-সুবিধা থাকলেই যে সবাই সেখানে শিক্ষালাভ করতে পারতো,তেমন কোনো বিষয় ছিল না। কারণ যারা নালন্দা বৌদ্ধ বিহারের শিক্ষা লাভ করতে চাইতো,তাদের এক বিশেষ প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। এবং যারা সেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো, শুধুমাত্র তারাই সেখানে পড়ার সুযোগ পেতো। 

ছাত্র এবং শিক্ষক সংখ্যাঃ 


নালন্দা বৌদ্ধ বিহারের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেই সেখানে শিক্ষালাভ করার সুযোগ পাওয়া যেতো। এরকম প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায় ৮,৫০০ জন ছাত্র নালন্দা বৌদ্ধবিহারের শিক্ষালাভের সুযোগ পেয়েছিল। এবং তাদের সঠিক শিক্ষাদানের জন্য প্রায় ১,৫০০ জন শিক্ষক ছিলেন। মূলত খ্রিষ্টীয় পঞ্চম শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত নালন্দা বৌদ্ধ বিহারের খ্যাতি এবং এর শিক্ষাদান বজায় ছিল। কিন্তু তুর্কি অভিযান কারীরা বিহার আক্রমণ করার পর নালন্দা মহাবিহাহের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং ধীরে ধীরে কোনো এক সময়ে এই নালন্দা বৌদ্ধবিহার ধ্বংস হয়ে গিয়েছিল।।


Tags : 

সপ্তম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 7 ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর  | wbbse class 7 history history question answer chapter 3 | wb class 7 history question answer 2022


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top