নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর |
আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন 'এমস টেলিগ্রাম কী? এমস টেলিগ্রামের ফলাফল কী ছিল?' এর উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
প্রশ্নঃ এমস টেলিগ্রাম কী? এমস টেলিগ্রামের ফলাফল কী ছিল?
উওরঃ
এমস টেলিগ্রাম ছিল মূলত প্রথম উইলিয়ামের, বিসমার্ককে পাঠানো একটি টেকিগ্রাম, যার পেছনে রয়েছে এক বিরাট ইতিহাস। প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্কের আসল উদ্দেশ্য ছিল যেকোনোভাবে জার্মানির ঐক্য সাধন করা। এবং সেজন্য তিনি যেকোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলেন। ডেনমার্ক এবং অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে জয়লাভের পর বিসমার্কের জার্মানির ঐক্য সাধন উদ্দেশ্য অনেকটা সফল হয়েছিল। কিন্তু তিনি সম্পূর্ণ হবে তার উদ্দেশ্যকে সফল করতে পারেননি কারণ তখনো তার জার্মানের কিছু অংশ ফ্রান্সের দখলে ছিল এবং সেকারণেই তিনি জার্মানি সেই অংশটি ফ্রান্সের কাছ থেকে উদ্ধার পাওয়ার জন্য একটি বিশেষ সুযোগের অপেক্ষায় ছিলেন।
কিছু সময় পরেই বিসমার্কের হাতে সেই সুযোগে এসেও যায়। স্পেনের উত্তরাধিকার কে হবে এই প্রশ্নকে কেন্দ্র করে একটি সমস্যার সৃষ্টি হয়। 1870 খ্রিস্টাব্দে বুরবো সম্রাজ্ঞী ইসাবেলা সিংহাসনচ্যুত হলে প্রাশিয়ার হোহেনজোলার্ন বংশোদ্ভূত লিওপোল্ডকে সেখানে বসানোর জন্য আহ্বান জানানো হয়। কিন্তু লিওপোল্ড সিংহাসন গ্রহণ করতে অস্বীকার করেন। কিন্তু এরই মধ্যে ফরাসিরাজ তৃতীয় নেপোলিয়ন প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছ থেকে একটি লিখিত প্রতিশ্রুতি আদায় করতে চান, যাতে লেখা থাকবে যে, লিওপোল্ড ভবিষ্যতেও ফ্রান্সের সিংহাসনে বসবেন না। কিন্তু এই প্রতিশ্রুতি ইতিমধ্যে তার চেয়েও নেপোলিয়ান নিজের হাতে তা পাননি।।
এই পরিস্থিতিতে রাশিয়ার রাজার প্রথম উইলিয়াম এমস নামক স্থানে বিশ্রাম গ্রহণ করার সময় ফরাসি রাজা তৃতীয় নেপোলিয়নের দূত বেনেদিতি এমস শহরে যায়। সেখানে পৌছানোর পর বেনেদিতি আবারও প্রথম উইলিয়ামের কাছে তৃতীয় নেপোলিয়নের সেই দাবি জানায়। প্রথম উইলিয়াম আগের মতোই আবারও অত্যন্ত বিনীতভাবে লিওপোল্ডের সিংহাসনারোহণ অস্বীকার করেন কিন্তু পড়াশোনাটা চাইছেন যে লিখিত প্রতিশ্রুতি কিন্তু তা দিতে অস্বীকার করেন। কিন্তু বেনেদিতি উইলিয়ামের এই কথা লিখিতভাবে চাইছিলেন। কিন্তু উইলিয়াম তা দিতে অস্বীকার করেন। এই কথা প্রথম উইলিয়াম টেলিগ্রামের মাধ্যমে বিসমার্ককে জানান।
এমস টেলিগ্রাম এর ফলাফলঃ
এই সুযোগে টেলিগ্রামের অংশবিশেষ বাদ দিয়ে এবং কিছু শব্দ স্থান পরিবর্তন করে কাগজে ছাপিয়ে দিলেন। এবং এর ফলে টেলিগ্রামের অর্থ এমন দাঁড়ায় যে, প্রাশিয়ার কাছে ফরাসি দূত চরম অপমানিত হয়েছেন। বিসমার্কের প্রকাশিত এই টেলিগ্রাম ই ইতিহাসে এমস টেলিগ্রাম নামে পরিচিত। এবং এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই, তৃতীয় নেপোলিয়ন 1870 খ্রিস্টাব্দের 15 জুলাই প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।
আশাকরি যে, আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) থেকে যে 'এমস টেলিগ্রাম কী? এমস টেলিগ্রামের ফলাফল কী ছিল?' এর উওর দেওয়া হয়েছে তা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।।