জিউগেন এবং ইয়ারদাং কাকে বলে || মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর প্রশ্ন উত্তর

0


জিউগেন এবং ইয়ারদাং কাকে বলে || মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর প্রশ্ন উত্তর
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর প্রশ্ন উত্তর


প্রশ্নঃ জিউগেন কাকে বলে? 


উওরঃ মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে যদি কোনো কোমল শিলার উপর কোনো কঠিন শিলা  পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে, তাহলে বায়ুপ্রবাহের আঘাতে,অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয় কার্যের ফলে সেই কঠিন শিলা খুবই কম ক্ষয়প্রাপ্ত হয়ে চ্যাপ্টা ও প্রায় সমতল চূরা বিশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে। এবং অপরদিকে সেই কোমল শিলা স্তর গুলি বায়ুর ক্ষয় কার্যের ফলে বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে ফাটল বরাবর লম্বা খাত বা গহ্বরের সৃষ্টি করে।। এরকম দুটি গহ্বর বা খাতের মধ্যে চ্যাপ্টা মাথা বিশিষ্ট টিলার মতো যে ভূমিরূপ গঠিত হয়, তাকে জিউগেন বলা হয়।। 

প্রশ্নঃ ইয়ার্দাং কাকে বলে?


উওরঃ মরুভূমি অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে যদি কঠিন শিলাস্তর এবং কোমল শিলা স্তর গুলি পাশাপাশি বা উলম্বভাবে অবস্থান করে, তাহলে দীর্ঘদিন ধরে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয় কার্যের মাধ্যমে সেই কোমল শিলাস্তর গুলি খুবই দ্রুত প্রাপ্ত হয়ে সুড়ঙ্গের সৃষ্টি করে। অন্যদিকে সেই কঠিন শিলাস্তর গুলিকে বায়ু সেরকম ভাবেও বেশি পরিমাণে ক্ষয় করতে পারে না। 


যার ফলে সেই কঠিন শিলাস্তর গুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন মূর্তি আকৃতির শৈলশিরার মতো দাঁড়িয়ে থাকে।। এবং এই ধরনের ভূমিরূপকেই ইয়ারদাং বলা হয়।। 

• বিজ্ঞানী ব্ল্যাকওয়েল্ডার ইয়ারদাং এর নামকরণ করেছিলেন।

• ইয়ারদাং এর মাথা গুলিয়ে যখন আরো বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে সূঁচলো আকৃতির হয়ে যায় তখন তাকে নিডিল বলা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top