সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2022 |
আজকের এই পোস্টের মাধ্যমে সপ্তম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা (WBBSE Class 7 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 'পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। ' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো (WBBSE Class vii Question Answer & Suggestion 2022 )। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও।
উওরঃ পাল এবং সেন রাজবংশের শাসন উভয়ই বাংলার সমাজ সাহিত্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
বাংলায় পাল রাজাদের শাসন মূলত 400 বছরের চেয়েও বেশি ছিল। এবং এই সময়টাতে আমরা পাল রাজাদের শাসনের বাংলার সমাজ এবং ধর্মের ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। যেমন-
পাল যুগে বৌদ্ধধর্মের প্রাধান্যঃ
পাল রাজাদের আমলে ধর্মের প্রভাব অনেকটাই ছিল। পাল বংশের রাজারা ব্রাহ্মণ ছিলেন না কিন্তু তারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী হয়ে উঠেছিলেন।
পাল যুগের সাধারণ মানুষের অবস্থাঃ
পাল রাজাদের দীর্ঘ শাসনকালে সমাজে সাধারণ মানুষের অবস্থা মোটামুটি ভাবে ভালোই ছিলেন।
পাল যুগে সমাজের নিম্ন স্তরের মানুষের অবস্থাঃ
পাল রাজাদের শাসনকালে সমাজে সাধারণ মানুষের অবস্থা ভালো থাকলেও, সমাজের অবহেলিত দিক অর্থাৎ শ্রমিক, ভূমিহীন ব্যক্তি এবং সেরকম অন্যান্য পেশায় যুক্ত মানুষের অবস্থা খুবই খারাপ ছিল।
সেন রাজবংশের শাসনঃ
পাল রাজাদের মত বাংলায় প্রায় 100 বছর শাসনকারী সেন রাজবংশের ক্ষেত্রেও আমরা ধর্ম এবং তাদের শাসনে পরিচালিত বাংলার সমাজ জীবন সম্পর্কে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। যেমন -
সেন যুগে ব্রাহ্মণ্যধর্মের প্রাধান্যঃ
সেন রাজারা মূলত ব্রাহ্মণ্য ধর্মকেই বেশি করে প্রাধান্য দিতেন। এজন্য সেন রাজাদের আমলে সমাজে ব্রাহ্মণ্যধর্মের প্রাধান্য দেখা দিয়েছিল। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্মের মিশ্রন ছিল। সমাজের মূলত সেই সময় উচ্চশ্রেণীর দেবদেবীদের পুজো করা হতো।
সেন যুগের কেন্দ্রীয় শক্তির দুর্বলতাঃ
সেন রাজার আমলে স্থানীয় গ্রাম, কেন্দ্রীয় শাসন থেকে বহু দূরে অবস্থিত অঞ্চলগুলির সম্পর্ক শিথিল হয়ে পড়েছিল। যার ফলে শাসনব্যবস্থার ক্ষতি হয়েছিল এবং এর ফলে রাষ্ট্র অসংখ্য ছোট ছোট খন্ডে বিভক্ত হয়ে পড়েছিল। ফলে রকমভাবে সেন রাজারা সমাজের উন্নয়নমূলক কোনো কাজকর্ম করে উঠতে পারেনি।।
সেন যুগের চতুর্বর্ণ প্রথাঃ
সেন রাজাদের আমলে সমাজব্যবস্থা মূলত চারটি শ্রেণীতে বিভক্ত ছিল।যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। অর্থাৎ এই সময়ে সমাজের চতুর্বর্ণ প্রথা প্রচলিত ছিল। যার ফলে সমাজে সবচেয়ে বেশি ব্রাহ্মণরাই সুযোগ- সুবিধা এবং অধিকার ভোগ করত এবং শুদ্ররা সবচেয়ে কম সুযোগ-সুবিধা এবং অধিকার ভোগ করতে পারতো।
আশাকরি, সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে পাল ও সেন যুগের সমাজ ও ধর্ম সম্পর্কে আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো নিজের বন্ধুদের সাথে এই পোষ্টটি শেয়ার করে দিও।