সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2022 |
আজের এই পোস্টের মাধ্যমে সপ্তম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা ( WBBSE Class 7 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 'মাৎস্যন্যায় বলতে কী বোঝায়?' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো (WBBSE Class vii Question Answer & Suggestion 2022 )। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
মাৎস্যন্যায় বলতে কী বোঝায়?
উওরঃ মাৎস্যন্যায় বলতে মাছের ন্যায় বোঝায়।। কিন্তু অপরদিকে মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকেও বোঝানো হয়। আসলে গৌড়ের অধিপতি শশাঙ্কের মৃত্যুর পরে গৌড়বঙ্গে এক চরম অরাজকতা সৃষ্টি হয়েছিল। মূলত বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা আগে পর্যন্ত ১০০ বছর ধরে এই অরাজক অবস্থা চলছিল। গৌড়রাজ্যের ভাঙ্গনের পর বিভিন্ন ছোটো খাটো রাজ্যের সৃষ্টি হয়। কিন্তু সেই রাজ্যগুলির মধ্যে সবসময় বিবাদ লেগেই থাকতো।
এবং এই বিবাদের ফলে সমাজে চরম অরাজকতার সৃষ্টি হয়েছিল।। যার ফলে মানুষের সামাজিক জীবনে কোনো শান্তি শৃঙ্খলা ছিল না। এর সঙ্গে ছিল বিভিন্ন বৈদেশিক আক্রমণ। এর ফলে তখনকার সমাজে কোনো দিক থেকে নাতো কোনো উন্নতি ছিল রার নাতো কোনো শান্তি ছিল। শশাঙ্কের মৃত্যুর পর এবং পাল বংশের প্রতিষ্ঠার আগে ওই সময়টাতে মূলত সমাজ মূলত ক্ষত্রিয়, ব্রাহ্মণ এবং বণিক সম্প্রদায়ের লোকেদের দ্বারাই নিয়ন্ত্রিত এবং শাষিত হতো।
সেই সময়টাতে বাংলায় কোনো শক্তিশালি কেন্দ্রীয় শাসন না থাকায় তারা নিজেদের ইচ্ছামত নিজেদের এলাকা শাসন করতো। ক্ষত্রিয়, ব্রাহ্মণ এবং বণিকদের নিয়ন্ত্রণে থাকা রাজ্যগুলি সবসময় নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য তাদের থেকে দুর্বল এবং ছোট রাজ্যগুলিকে দখল করার জন্য চেষ্টা করতো ন এবং সেকারণেই রাজ্যগুলির মধ্যে অনবরত সংঘর্ষ লেগেই থাকতো। পুকুরে যেমন একটি বড় মাছ তার চেয়ে ছোট দুর্বল এবং ছোটো মাছলে খেয়ে ফেলে, ঠিক একইভাবে একটি শক্তিশালী রাজ্য তার চেয়ে ছোট দুর্বল এবং ছোটো রাজ্যকে গ্রাস করে বা দখল করে।
একইভাবে অস্থায়ী রাজার অভাবে অরাজকতা সময়ে একটি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার চালায়। শশাঙ্কের মৃত্যুর পর এবং পাল বংশের প্রতিষ্ঠাতার আগে বাংলায় যে অরাজকতা চলেছিল, সেই অরাজকতাকে মাৎস্যন্যায় বলা হয়।।
আশাকরি, সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থাকে মাৎস্যন্যায় বলতে কী বোঝায় সম্পর্কে আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো নিজের বন্ধুদের সাথে এই পোষ্টটি শেয়ার করে দিও।