জোলভারেইন কী বা জোলভেরাইন বলতে কী বোঝায়? জোলভারেইন প্রতিষ্ঠার ফলাফল গুলি আলোচনা করো || নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর

0

 

জোলভারেইন কী বা জোলভেরাইন বলতে কী বোঝায়? জোলভারেইন প্রতিষ্ঠার ফলাফল গুলি আলোচনা করো || নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর
নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর


আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন 'জোলভারেইন কী বা জোলভেরাইন বলতে কী বোঝায়? জোলভারেইন প্রতিষ্ঠার ফলাফল গুলি আলোচনা করো' এর উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

জোলভারেইন কী বা জোলভেরাইন বলতে কী বোঝায়? জোলভারেইন প্রতিষ্ঠার ফলাফল গুলি আলোচনা করো


উওরঃ জোলভারেইন ছিল জার্মানির একটি শুল্ক সমিতি অথবা অনেকটা ব্যাংকের মতো একটি শুল্ক ব্যবস্থা।। ঊনবিংশ শতাব্দীতে জার্মান রাষ্ট্রগুলি ইতালির মতোই ছিল। জার্মানি প্রায় 300 টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য অথবা প্রদেশে বিভক্ত ছিল। জার্মানি সেই সকল 300 টি ক্ষুদ্র রাষ্ট্রগুলি সবসময় নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকতো যার ফলে তাদের আর্থিক ক্ষয়ক্ষতির লেগেই থাকতো। জার্মানি সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনো রকম রাজনৈতিক একতা ছিল না এবং তাদের ক্ষেত্রে অর্থনৈতিক ঐক্যের পথও বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন ধরনের আন্তরাষ্ট্রীয় শুল্ক চাপানোর কারণে।


Read More👇

What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You


 কিন্তু কিছু ক্ষেত্রে জার্মানির রাজ্যগুলি গোপনে নিজেদের মধ্যে বিভিন্ন দ্রব্য আমদানি এবং রপ্তানি করতো। যার ফলে তাদের মধ্যে একটি বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। এর ফলেই জার্মান রাজ্যগুলি নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য এবং নিজেদের আর্থিক ক্ষতি বন্ধ করে নিজেদের শিল্প-বাণিজ্যের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শুল্কের প্রাচীর ভেঙে দিয়ে 1834 খ্রিস্টাব্দে একটি শুল্ক সমিতি প্রতিষ্ঠা করে যা জোলভারেইন নামে পরিচিত ছিল।।

জোলভারেইন প্রতিষ্ঠার গুরুত্ব বা ফলাফলঃ 


1836 খ্রিস্টাব্দে জার্মানি বিভিন্ন রাজ্যগুলি নিজেদের স্বার্থ রক্ষায় এবং শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্য যে জোলভারেইন প্রতিষ্ঠা করেছিল,তার ফলাফল যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। যেমন- 

প্রথমতঃ 1834 সালে যখন জোলভারেইন প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন শুরু থেকে শুধুমাত্র 18 টি প্রাথমিক সদস্য নিয়ে তা গঠিত হয়েছিল। কিন্তু 1850 খ্রিস্টাব্দের মধ্যেই অস্ট্রিয়া ছাড়া সমগ্র জার্মানের রাজ্যগুলি জোলভারেইনেরসসদস্য পদ গ্রহণ করেছিল।

দ্বিতীয়তঃ যে সমস্ত রাজ্যগুলি জোলভারেইনের সদস্যপদ গ্রহণ করেছিল, তাদের মধ্যে একে অপরের সঙ্গে অর্থনৈতিক ঐক্য গড়ে ওঠে। এবং রাজ্যগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ, আদান প্রদানের ফলে একাত্মবোধ প্রতিষ্ঠিত হয়েছিল।

তৃতীয়তঃ একই সঙ্গে অস্ট্রিয়া ছাড়া জার্মানির বিভিন্ন রাজ্যগুলি মধ্যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বন্ধ হয়ে একটি অর্থনৈতিক স্থায়িত্ব প্রতিষ্ঠিত হয়েছিল।।

চতুর্থতঃ জোলভারেইন প্রতিষ্ঠার কিছু সময় পরেই প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির সমস্ত রাজ্যগুলির অর্থনৈতিক ঐক্যের পথে অগ্রসর হয়েছিল। জোলভারেইন সদস্যদের মনে এই বিশ্বাস জাগরিত হয়েছিল যে, তা অস্ট্রিয়ার সাহায্য ছাড়াই জার্মানির ঐক্য সাধন করতে পারে এবং এই কারণেই তারা প্রাশিয়ার নেতৃত্বে অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্যের দিকে অগ্রসর হয়েছিল।।


আশাকরি যে, আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) থেকে যে 'জোলভারেইন কী বা জোলভেরাইন বলতে কী বোঝায়? জোলভারেইন প্রতিষ্ঠার ফলাফল গুলি আলোচনা করো' এর উওর দেওয়া হয়েছে তা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top