নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর || WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali

0

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর || WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali
নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর


আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 30+ সংক্ষিপ্ত প্রশ্ন উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর || WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali


1. নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের কর্শিকা দ্বীপের এজাসি2 নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন।

2. নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন?

উঃ ১৭৮৫ খ্রিষ্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন।

Read More👇

What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You

3. কত খ্রিস্টাব্দে ক্যাম্পোফার্মিও সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

উওরঃ 1797 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া এবং নেপোলিয়নের মধ্যে ক্যাম্পোফার্মিও সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

4. নেপোলিয়ন বোনাপার্ট কবে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষিত হন?

উওরঃ নেপোলিয়ন বোনাপার্ট 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষিত হন। 

5.  কত খ্রিস্টাব্দে চেম্বার অফ কমার্স স্থাপন করা হয়?

উওরঃ 1802 খ্রিস্টাব্দে চেম্বার অফ কমার্স স্থাপন করা হয়েছিল।

6. কোড নেপোলিয়ন এ মোট কয়টি ধারা রয়েছে?

উওরঃ কোড নেপোলিয়ন এ মোট ২২৮৭ টি ধারা রয়েছে।

7. আমি বিপ্লব কে ধ্বংস করেছি- থেকে একথা বলেছিলেন?

উওরঃ নেপোলিয়ন বোনাপার্ট।

8. কে এবং কত খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন?

উওরঃ নেপোলিয়ন বোনাপার্ট ১৮০০ খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন।

9. নীলনদের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল?

উওরঃ 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং নেপোলিয়ানের মধ্যে নীলনদের যুদ্ধ হয়েছিল। 


10.নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে স্থায়ীভাবে ফ্রান্সের প্রথম কনসাল পদে পদে বসে ছিলেন?

উওরঃ নেপোলিয়ন বোনাপার্ট ১৮০২ খ্রিস্টাব্দে স্থায়ীভাবে ফ্রান্সের প্রথম কনসাল পদে পদে বসে ছিলেন।

11.  নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে সিভিল কোড চালু করেছিলেন?

উওরঃ 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন সিভিল কোড চালু করেছিলেন। 

12. কোনটি ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত?

উওরঃ কোড নেপোলিয়ন ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত।

13. অ্যামিয়েন্সের সন্ধি কবে হয়েছিল?

উওরঃ ১৮০২ খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি হয়েছিল।

14. কত খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল?

উওরঃ ১৯০৫ খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল। 

15. নেপোলিয়ন বোনাপার্ট কবে মহাদেশীয় অবরোধ শুরু করেছিলেন?

উওরঃ নেপোলিয়ন বোনাপার্ট 1906 খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ শুরু করেছিলেন। 


16. কত খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করা হয়েছিল?

উওরঃ 1807 খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করা হয়েছিল।

17. ফ্রান্সের প্রদেশ গুলি কি নামে পরিচিত ছিল?

উওরঃ ফ্রান্সের প্রদেশ গুলি ডিপার্টমেন্ট নামে পরিচিত ছিল

18. নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সে কয়টি ডিপার্টমেন্ট বা বিভাগ ছিল?

উওরঃ নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সে ৮৩ টি ডিপার্টমেন্ট বা বিভাগ ছিল। 

19. কত খ্রিস্টাব্দে কনফেডারেশন অফ রাইন গঠিত হয়েছিল?

উওরঃ ১৮০৬ খ্রিস্টাব্দে কনফেডারেশন অফ রাইন গঠিত হয়েছিল।

20.  জার্মানিতে কত খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন প্রবর্তিত হয়েছিল?

উত্তরঃ জার্মানিতে 1810 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন প্রবর্তিত হয়েছিল।

21. কোন দেশ পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল?

উওরঃ নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়া পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল।

22. কত খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল?

উওরঃ 1815 খ্রিষ্টাব্দের ওয়াটার লুর যুদ্ধ হয়েছিল।

23. কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের সাম্রাজ্যের পতন ঘটে? 

উওরঃ 1815 খ্রিষ্টাব্দের ওয়াটারলুর যুদ্ধের পরেই নেপোলিয়নের সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে। 

24. নেপোলিয়ান বোনাপার্টকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল?

উওরঃ নেপোলিয়ন বোনাপার্টকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল।

25.  কবে এবং কোথায় নেপোলিয়নের মৃত্যু ঘটেছিল?

উওরঃ 1821 খ্রিস্টাব্দে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানের মৃত্যু হয়েছিল।


26. ফ্রান্সের জাতীয় কনভেনশন কত খ্রিস্টাব্দে নতুন সংবিধান রচনা করেছিল?

উত্তরঃ ১৭৯৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের জাতীয় কনভেনশনের নতুন সংবিধান রচনা করেছিল। 

27. কুটুজফ কে ছিলেন?

উওরঃ কুটুজফ ছিলেন রাশিয়ার সেনাপতি।

28. নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে রাশি আক্রমণ করেছিলেন? উত্তরঃ ১৮১২ খ্রিস্টাব্দের 22 শে জুন নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া আক্রমণ করেছিলেন।

29. কোথায় সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?

উওরঃ ইটালিতে সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

30. কোন যুদ্ধে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়েছিল?

উওরঃ ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়েছিল।

31. স্পেন দখল করে নেপোলিয়ান কাকে স্পেনের সিংহাসনে বসিয়ে ছিলেন?

উওরঃ স্পেন স্পেন দখল করার পর নেপোলিয়ান তার ভ্রাতা জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসিয়ে ছিলেন।।


Tags :  

History MCQ | History SAQ | Class 9 MCQ | European MCQ Question Answer | MCQ PDF | Class 9 History MCQ | MCQ TEST | History GK | History Test |নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়ীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ | নবম শ্রেণির ইতিহাস অধ্যায়ের বড় প্রশ্ন উওর | বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের প্রশ্ন উওর | class 9 history 2nd chapter notes | wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top