একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বড় প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির অষ্টম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ ( WBBSE Class 11 Political Science Question Answer Chapter 8 In Bengali ) ( Forms Of Government ) থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'এককেন্দ্রিক সরকার কাকে বলে? এককেন্দ্রিক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি আলোচনা করো' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
এককেন্দ্রিক সরকার কাকে বলে? এককেন্দ্রিক সরকারের বিভিন্ন বৈশিষ্ট্য গুলি আলোচনা করো
ভূমিকাঃ কোন রাষ্ট্র বা দেশে দেশের ক্ষেত্রে সরকার মূলত দুই ধরনের হয়ে থাকে। যথা এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। দেশের ক্ষেত্রে এককেন্দ্রিক সরকারের যেমন বিভিন্ন বৈশিষ্ট্য ও গুনাগুন থাকে ঠিক তেমনি যুক্তরাষ্ট্রীয় সরকারের ও ভালো এবং খারাপ দিক থাকে।
এককেন্দ্রিক সরকার কাকে বলে?
উওরঃ যখন কোনো রাষ্ট্রের বা দেশের শাসন ব্যবস্থা সরকারের যাবতীয় ক্ষমতায় একটিমাত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের হাতে,, থাকে তখন তাকে এককেন্দ্রিক সরকার বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে।।
এককেন্দ্রিক সরকারের বিভিন্ন বৈশিষ্ট্যঃ
কোনো রাজ্যে বা দেশে যখন এককেন্দ্রিক সরকার ব্যবস্থা থাকে, তখন আমরা সেই এককেন্দ্রিক সরকারের বিভিন্ন বৈশিষ্ট্য গুলি লক্ষ্য করতে পারি। যেমন -
কেন্দ্রীয় সরকারের একক প্রামাণ্যঃ
এককেন্দ্রিক সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এখানে শুধুমাত্র এক প্রকার সরকার থাকে এবং সেটি হল কেন্দ্রীয় সরকার। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রের সর্বপ্রকার কার্য কেবল কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়। অবশ্য শাসনকার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার কতকগুলি আঞ্চলিক সরকার গঠন করতে পারে। কিন্তু সেইসব আঞ্চলিক সরকারের কোনো স্বাতন্ত্র্য থাকে না। তাদের অস্তিত্ব প্রধান কাজ হয়ন কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করা।
কেন্দ্রীয় আইনসভার প্রাধাণ্যঃ
এককেন্দ্রিক শাসনব্যবস্থায় সংবিধানের পরিবর্তে কেন্দ্রীয় আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভা যে-কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারে এবং এই আইনসভার কর্তৃত্ব রাষ্ট্রের সর্বত্র সম্প্রসারিত। সংবিধানের প্রকৃতি এককেন্দ্রি শাসনব্যবস্থায় সংবিধান লিখিত কিংবা অলিখিত পারে। ফ্রান্স, নিউজিল্যান্ড প্রভৃতি এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধান লিখিত হলেও ব্রিটেনের সংবিধান অলিখিত। তবে যেসব দেশের সংবিধান লিখিত, সেইসব দেশের সংবিধানেরও কিছু কিছু অলিখিত অংশ রয়েছে।
সংবিধানের সুপরিবর্তনীয়তাঃ এককেন্দ্রিক শাষনব্যবস্থায় সরকার তাদের কাজের সুবিধার্থে সংবিধানকে সুপরিবর্তনীয় করে তোলে। সংবিধান প্রকৃতিগতভাবে সুপরিবর্তনীয় হওয়ার ফলে কেন্দ্রীয় আইনসভা সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে সংবিধান সংশোধন করতে পারে। এরুপ সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি' অনুসরণের প্রয়োজন হয় না।
সবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা হিসেবে আদালতের গুরুত্বহীনতাঃ
এককেন্দ্রিক শাসনব্যবস্থায় যেহেতু সংবিধান অনুসারে কেন্দ্র এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয় না, সেহেতু ক্ষমতা বণ্টন-সংক্রান্ত বিষয়ে উভয় প্রকার সরকারের মধ্যে বিরোধের কোনো প্রশ্নই ওঠে না। তাই সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা হিসেবে আদালতের কোনো গুরুত্ব থাকে না। অন্যভাবে বলা যায়, এককেন্দ্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত দুর্বল এবং বাস্তবে তা আইন বিভাগের অধস্তন বিভাগ হিসেবে কাজ করে।
এক শাগরিকত্বের স্বীকৃতিঃ
এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় যেহেতু কেন্দ্র এবং আঞ্চলিক সরকারের কোনো অস্তিত্ব থাকে না, সেকারণে এককেন্দ্রিক শাসনব্যবস্থায় এক নাগরিকত্ব স্বীকৃতি লাভ করে। অন্যভাবে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অনেক রাষ্ট্রেই নাগরিকদের যেরূপ দ্বি-নাগরিকত্ব (dual citizenship) রয়েছে, ব্রিটেনের মতো এককেন্দ্রিক রাষ্ট্রে তা দেখা যায় না। সেখানে অঙ্গরাজ্যগুলির জন্য পৃথক কোনো নাগরিকতা থাকে না।
Tags :