ক্লাস টেন জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 'জীবনের প্রবাহমানতা' প্রশ্ন উত্তর || WB Class 10 Life Science Question Answer & Notes 2023
![]() |
জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর |
অযৌন জনন কাকে বলে? অযৌন জননের বিভিন্ন প্রকারভেদ গুলি সম্পর্কে আলোচনা করো।
অযৌন জনন কাকে বলে?
উওরঃ যে জনন পদ্ধতিতে দুটি জনন কোশের মিলন ছাড়াই, একটি জনিতৃ জীব থেকে দেহ কোশ বিভাজনের মাধ্যমে বা রেনু উৎপাদনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়,তাকে অযৌন জনন বলা হয়।
অযৌন জনন এর বিভিন্ন প্রকারভেদঃ
অযৌন জনন মূলত ৫ টি পদ্ধতিতে সম্পন্ন হয়। যথা-
◼ কোশবিভাজন / বিভাজন :
• এই পদ্ধতিতে মাতৃ কোষের সাইটোপ্লাজম সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে যায়। এবং দুটি বা তার বেশি অপত্য কোষ সৃষ্টি হয়।
উদাহরণ : অ্যামিবা, ইউগ্লিনাতে এই পদ্ধতি দেখা যায়।
◼ কোরকদ্গম :
• এই পদ্ধতিতে জীবদেহের কোনো একটি স্থানে কোরক সৃষ্টি হয়। যা ধীরে ধীরে বড়ো হয়ে একসময় তা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন জীব সৃষ্টি করে। এই পদ্ধতিকে কোরকোদগম বলা হয়।
• যেমন: ইস্ট হাইড্রা এই পদ্ধতিতে জনন সম্পন্ন করে।
◼ রেনু উৎপাদন:
• উদ্ভিদের থলির মতো যে অঙ্গে রেনু উৎপাদন গঠিত হয়, তাকে স্পেরোঞ্জিয়াম বলা হয়।
• রেনু যদি চলমান হয় তবে তাকে চলরেনু বলে। এবং রেনু যদি অচল হয়,তখন তাকে অচলরেণু বলা হয়।
• এরপর এই রেনু - রেণু স্পোরাঞ্জিয়াম থেকে বেরিয়ে বাতাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং তারপর - সেই রেনু তার অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে।
• যেমন : মিউকর, পেনসিলিয়াম।
◼ পুনরুৎপাদন :
• জীবদেহের কোনো কাটা অংশ থেকে যদি নতুন কোনো জীবের সৃষ্টি হয়, তব্দ সেই পদ্ধতিকে পুনরুৎপাদন বলা হয়।
• যেমন : প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন।