ক্লাস টেন জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 'জীবনের প্রবাহমানতা' প্রশ্ন উত্তর || WB Class 10 Life Science Question Answer & Notes 2023

0

ক্লাস টেন জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় 'জীবনের প্রবাহমানতা' প্রশ্ন উত্তর || WB Class 10 Life Science Question Answer & Notes 2023

জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর

আজকের বিষয়ঃ

• জনন কাকে বলে?
• জনন কত প্রকার এবং কি কি?
• যৌন জনন কাকে বলে?
• অযৌন জনন কাকে বলে?
• অঙ্গজ জনন কাকে বলে?
• অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে?
•  যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য 

জনন কাকে বলে?


উওরঃ যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতিবিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধি মাধ্যমে প্রজাতির অস্তিত্ব ও বংশধারাকে বজায় রাখে,তাকে জনক বলা হয়।

জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বঃ

প্রাণী হোল বা উদ্ভিদ? সকলের কাছেই জনন প্রয়োজনীয়তা রয়েছে। কারণ সবার জীবনেই জননের গুরুত্ব অপরিসীম।। যেমন-

• জনন এর মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রাখে।

•  জনন এর মাধ্যমে জীব- নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে।

•  জনন এর মাধ্যমে জীব তার বংশানুক্রমিক ধারাকে বজায় রাখে।

• জীবের মৃত্যুর ফলে যে সংখ্যা হ্রাস ঘটে,তা জননের মাধ্যমে আবারও পূরণ হয়ে যায়।ফলে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।

জনন কয় প্রকার এবং কি কি?

উওরঃ জনন চার প্রকারের হয়ে থাকে।

যথা : ১- যৌন জনন, ২- অযৌন জনন, ৩- অঙ্গজ জনন এবং অপুংজনি জনন।

অযৌন জনন কাকে বলে?

উওরঃ যে জনন পদ্ধতিতে দুটি জনন কোশের মিলন ছাড়াই,  একটি জনিতৃ জীব থেকে দেহ কোশ বিভাজনের মাধ্যমে বা রেনু উৎপাদনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়,তাকে অযৌন জনন বলা হয়।

যেমন : অ্যামিবার অযৌন জনন।


যৌন জনন কাকে বলে?

উওরঃ যে জনন প্রক্রিয়ায় দুটি হ্যাপ্লয়েড ( n ) গ্যামেটের মিলনের ফলে বা দুটি জনকোশের মিলনের ফলে ডিপ্লয়েড ( 2n ) অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলা হয়।

যেমন:  মানুষের যৌন জনন।

অঙ্গজ জনন কাকে বলে?

উওরঃ যেই জনন পদ্ধতিতে জনন মাতৃকোষে দেহের কোনো অংশ বা অঙ্গাংশ থেকে কোষ বিভাজন এবং বৃদ্ধির মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে,;অঙ্গহ জনন বলা হয়।।

উদ্ভিদের অঙ্গজ জনন দুই প্রকার যথা প্রাকৃতিক অঙ্গজ জনন এবং কৃত্রিম অঙ্গজ জনন। 

প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ হল -পাথরকুচি পাতা থেকে নতুন পাথরকুচি উদ্ভিদের সৃষ্টি, কচুরিপানার খর্ব ধাবক থেকে নতুন কচুরিপানার সৃষ্টির ইত্যাদি। অন্যদিকে কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ হল -শাখা কলম, জোড় কলম, মাইক্রোপ্রোপাগেশন ইত্যাদি।।

পার্থেনোজেনেসিস বা অপুংজনি জনন কাকে বলে? 

উওরঃ পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলতে সেই জনন প্রক্রিয়া কে বোঝানো হয়,যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি হয়। যেমন -স্পাইরোগাইরা, মিউকর প্রভৃতি উদ্ভিদ এবং বোলতা, মৌমাছি ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে অপুংজনি বা পার্থেনোজেনেসিস ঘটে।।


যৌন জনন ও অযৌন জনন এর মধ্যে পার্থক্য লেখঃ

যৌন জনন এবং অযৌন জনন হলো সম্পূর্ণভাবে দুটি পৃথক জনন প্রক্রিয়া। তাই যৌন জনন এবং অযৌন জননের মধ্যে অনেক ক্ষেত্রেই পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন- 

জনিতৃ জীবের সংখ্যাঃ 

• যৌন জননের ক্ষেত্রে জনিতৃ জীবের সংখ্যা সবসময়ই দুটি হয়। অর্থাৎ একটি পুং লিঙ্গ এবং অপরটি স্ত্রীলিং। এবং এই দুটি বিপরীত ধর্মী লিঙ্গের মিলনের ফলেই নতুন অপত্য জীব সৃষ্টি হয়।।

•  অপরদিকে অযৌন জননের ক্ষেত্রে জনিতৃ জীবের সংখ্যা সবসময়ই একটি। অযৌন জননের ক্ষেত্রে দুটি বিপরীত ধর্মী লিঙ্গের মিলনের প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র একটি জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি সম্ভব।

গ্যামেট উৎপাদনঃ 

• যৌন জননের ক্ষেত্রে একটি পুংগ্যামেট এবং আরেকটি স্ত্রীগ্যামেটের মিলনের ফলে জনন সম্পন্ন হয়। সুতরাং যৌন জননের ক্ষেত্রে গ্যামেটের উৎপাদন হয়।।

• অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট উৎপন্ন হয় না। এক্ষেত্রে জনিতৃ জীবের দেহকোষ বিভাজিত হয়ে রেনু উৎপাদন হয় এবং রেণুর মাধ্যমে জনন সম্পন্ন হয়।।

অপত্য জনুতে প্রকৃতিঃ

• যৌন জননের ফলে যে অপত্য জীবের সৃষ্টি হয় সেই অপত্য জীব তার জনিতৃ জীবের মত হুবহু একই রকম দেখতে হয় না। যে অপত্যজীব সৃষ্টি হয় ,সেই অপত্যে জীবের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য থাকে।।

• অন্যদিকে অযৌন জননের ফলে যে অপত্য জীবের সৃষ্টি হয় অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতোই হয়।  এক্ষেত্রে অপত্য জীবের মধ্যে কোনো  নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয় না।।


এককঃ 

• যৌন জননের পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে বা গ্যামেট উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন হয় বলে যৌন জননের একক হল গ্যামেট।

• অন্যদিকে অযৌন জননে রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন হয় বলে অযৌন জননের একক হল রেনু।

প্রকরণ সৃষ্টিঃ 

• যৌন জনন এর মাধ্যমে যে অপত্য জীবের সৃষ্টি হয় সেই অপত্য জীব জনিতৃ জীবের মতো হুবহু এক রকম হয় না। সে জীবের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয় বলে তা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। এবং তার ফলে তা অভিব্যক্তির সহায়ক হয়।।

• অন্যদিকে অযৌন জননের ফলে যে অপত্য জীবের সৃষ্টি হয় অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতোই হয়। ফলে অপত্য জীবের মধ্যে কোনো  নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয় না এবং তা প্রকরণ সৃষ্টির সহায়ক হয় না। 

Tags: ক্লাস 10 জীবনবিজ্ঞান প্রশ্ন উওর | class x life science question answer | Madhyamik life science suggestion 2023 | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর| ক্লাস টেন জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের প্রশ্ন উত্তর | জীবনের প্রবাহমানতা অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top