রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ || রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত টমাস হবস, জন লক এবং রুশোর অভিমতটি আলোচনা করো।

0

 

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ || রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত টমাস হবস, জন লক এবং রুশোর অভিমতটি আলোচনা করো।
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের ( Class 11 Political Science chapter 2 questions and answers in bengali ) রাষ্ট্র : সংজ্ঞা,বৈশিষ্ট্য ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে 'রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো বা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত টমাস হবস, জন লক এবং রুশোর অভিমতটি আলোচনা করো' এর উওর ( Class 11 Political Science chapter 2 questions and answers ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের যে প্রশ্নের উওর শেয়ার করা হয়েছে, সেটা তোমাদের পরিক্ষায় রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো বা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত টমাস হবস, জন লক এবং রুশোর অভিমতটির আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তোমরা নোট করে নিতে পারো।।

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ || রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত টমাস হবস, জন লক এবং রুশোর অভিমতটি আলোচনা করো। 

ভূমিকাঃ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে কয়েকটি প্রধান মতবাদ রয়েছে,তার মধ্যে একটি প্রধান মতবাদ হলো সামাজিক চুক্তি মতবাদ।  মূলত জন লক, টমাস হবস এবং রুশো হলেন সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। এজন্য এই তিনজনকে চুক্তিবাদী দার্শনিক বলে অভিহিত করা হয়। জন লক, টমাস হবস এবং রুশো প্রত্যেকেই সামাজিক চুক্তি মতবাদটি নিজেদের মত করে আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছেন। যেমন- 


রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত টমাস হবসের সামাজিক চুক্তি মতবাদঃ 

• চুক্তিবাদী দার্শনিকদের মধ্যে টমাস হবস ছিলেন একজন। টমাস হবস তার সামাজিক চুক্তি মতবাদ গুলি 1651 খ্রিস্টাব্দে প্রকাশিত লোভিয়াথান( Leviathan) নামক গ্রন্থের প্রকাশ করেছেন। টমাস হবসের সামাজিক চুক্তি বাদের মূল বক্তব্য গুলি হল- 

• টমাস হবসের মতে রাষ্ট্র সৃষ্টির আগে মানুষ প্রাক সামাজিক অবস্থায় বসবাস করতো। অর্থাৎ রাষ্ট্রের সৃষ্টির আগে সমাজের অস্তিত্ব ছিল। 

• মানুষ যে প্রাকসামাজিক অবস্থায় বসবাস করতো,সেখানে কোন নিয়ম কারণ বা আইন-কানুন ছিল না বলে সেখানে মানুষের জীবন ছিল অনিয়ন্ত্রিত বা স্বেচ্ছাচারিতার নামান্তর। 

• তখন মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য এবং স্বল্পস্থায়ী। 

• মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং শান্তির খোঁজে রাষ্ট্র সৃষ্টি কথা ভাবে। আদিম মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে সমস্ত ক্ষমতা কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করেন। এবং পূর্ণ ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তি সংসদ হলেন সার্বভৌম শক্তির কেন্দ্রস্থল। 

• মানুষ চুক্তির মাধ্যমে যে ব্যক্তির হাতে সর্বশক্তি তুলে দেয়,সেই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এবং তার নির্দেশ ই হলো চূড়ান্ত আইন। এবং কেউই সেই আইনের  বিরোধিতা করতে পারবে না। এভাবে মানুষ চুক্তি করার মাধ্যমে যে একজন ব্যক্তির হাতে সব ক্ষমতা তুলে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে বলে টমাস হবস উল্লেখ করেছেন।।


রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত জন লকের সামাজিক চুক্তি মতবাদঃ 

চুক্তি বাদী দার্শনিক জন লক সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কিত তার সমস্ত বক্তব্য 1690 খ্রিস্টাব্দে প্রকাশিত 'টু ট্রিটিজেস অব গভর্নরমেন্ট( Two Treatises Of Government ) ' গ্রন্থে উল্লেখ করেছেন।  টমাস হবসের সামাজিক চুক্তিবাদ সম্পর্কিত মূল বক্তব্য গুলি হল- 

• রাষ্ট্র সৃষ্টি আগে মানুষ বসবাস করত প্রাক রাজনৈতিক অবস্থায়। অর্থাৎ সেই সময় মানুষ সমাজ জীবনে বসবাস করলেও তখন রাষ্ট্রের সৃষ্টি হয়নি। 

• প্রাক রাজনৈতিক অবস্থায় মানুষের জীবন নিয়ন্ত্রিত হত প্রাকৃতিক নিয়মে দ্বারা। সেই প্রাকৃতিক অবস্থায় মানুষ জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার অধিকার ভোগ করতো।

• কিন্তু সেই প্রাকৃতিক আইনের কোনো সুস্পষ্ট সংখ্যা ছিল না,আইনের ব্যাখ্যার কোন ব্যবস্থা ছিলনা, আইন কে শক্তিশালী করার কোনো উপায় ছিল না বলে মানুষ প্রাকৃতিক আইন গুলিকে সুষ্ঠুভাবে ভোগ করতে পারত না। 

• এই কারণেই মানুষ সমস্ত অধিকার ভোগ করার জন্য নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করে। জন লকের মতে রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে চুক্তি হয়েছিল দুটি। প্রথম চুক্তি হয়েছিল জনগণের নিজেদের মধ্যে এবং দ্বিতীয় চুক্তি হয়েছিল জনগণের সঙ্গে সরকারের।

• জনগণের সঙ্গে সরকারের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুসারে প্রজাদের জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার অধিকার রক্ষায় যদি সরকার ব্যর্থ হয় তাহলে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের ছিল।। 

• জন লক এভাবেই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ ব্যক্ত করেছেন।।


রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ হিসেবে ফরাসি দার্শনিক রুশোর মতবাদঃ 

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের ক্ষেত্রে রুশো তার বিভিন্ন মতবাদ গুলি সোশ্যাল কন্ট্রাক্ট ( Social Contract ) নামক গ্রন্থে প্রকাশ করেছেন। যেটি 1762 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত রুশোর প্রধান বক্তব্য গুলি হল- 

• রাষ্ট্র সৃষ্টির আগে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতো যেখানে মানুষের জীবন ছিল সহজ-সরল অনাড়ম্বর।।সেই প্রকৃতির রাজ্য ছিল স্বর্গের মত। 

• কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত ধন-সম্পদের উদ্ভব,মানুষের বিচার বুদ্ধি ও বিকাশের ফলে ধনী-দরিদ্রের মধ্যে সংঘাত,নরহত্যা যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি শুরু হয়। এবং প্রকৃতির স্বর্গ একদিন নরকে পরিনত হয়। এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করে।।।

•  রুশোর মতে সেই চুক্তি সম্পাদিত হয়েছিল জনগণের নিজেদের মধ্যেই। চুক্তির মাধ্যমে জনগণ সার্বভৌম ক্ষমতা অর্পণ করেছিল সাধারণ ইচ্ছার হাতে।  সাধারণ ইচ্ছা বলতে বোঝায়, যখন কোন ব্যক্তি নিজের স্বার্থ অপেক্ষা সমাজের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেয় তখন সেই ইচ্ছা প্রকৃত ইচ্ছা বলা হয়। মূলত প্রকৃত ইচ্ছাই হলো সাধারণ ইচ্ছা। জনগণ যখন নিজের স্বার্থ অপেক্ষা সমাজের স্বার্থকে প্রাধান্য দেয় তখন সেই প্রকৃত ইচ্ছাই সাধারণ ইচ্ছায় পরিণত হয়। রুশোর মতে এভাবেই মানুষ সামাজিক চুক্তি করার মাধ্যমে সাধারণ ইচ্ছার মধ্যে দিয়ে রাষ্ট্রের সৃষ্টি করেছিল।।


Tags : 

ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | class 11 political science question answer | wb class 11 political science question answer 2022 | class 11 political science notes in Bengali | class 11 political science suggestion 2022 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top