![]() |
ক্লাস 10 জীবন বিজ্ঞান জীবনের প্রবাহমানতা অধ্যায়ের সাজেশন ২০২৩ |
আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে, তোমাদের সামনের মাধ্যমিক জীবনবিজ্ঞান ( WB Madhyamik Life Science ) পরীক্ষার জন্য, " ক্লাস টেনের জীবন বিজ্ঞান অধ্যায় " জীবনের প্রবাহমানতা" থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ( WB Madhyamik Life Science Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান সাজেশন ) আজকে আমরা শুধুমাত্র 5 মার্কের সাজেশন শেয়ার করবো। কারণ 1 মার্কের কোনো সাজেশন হয়না। তোমাদের যদি ভালো করে নিজেদের বই খুটিয়ে পড়ো তাহলে MCQ & SAQ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ খুব সম্ভবত তোমাদের বইয়ের বাইরে কোনো MCQ & SAQ আসবে না। পরবর্তীকালে আমরা ক্লাস টেনের জীবন বিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের MCQ & SAQ Question Answer তোমাদের জন্য আমাদের ওয়েবসাইটেই শেয়ার করবো। তোমরা সেখান থেকেই সমস্ত প্রশ্নের উওর পেয়ে যাবে।।
WB Class 10 Life Science Suggestion 2023 || দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সাজেশন 2023
1. DNA ও RNA-এর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। কোশচক্রের গুরুত্ব উল্লেখ করো।
2. কোশচক্রের সংজ্ঞা লেখো।ক্রোমোজোম, DNA, জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।
3. মিয়োসিস কোশ বিভাজনের ফলে কীভাবে প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে?
4. মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদ ও প্রাণীর সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো।
5. “মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক"— তুমি কীভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে। অথবা, মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। – (i)ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি
(ii) উৎপন্ন অপত্য কোশের সংখ্যা
(iii) সম্পাদনের স্থান
(iv) অপত্য কোশে ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে। তোমার ক্রোমোজোমগুলি যে যে উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো।
6.উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মাইটোসিসের পার্থক্য লেখো।
(a) বেমের গঠন, (b) মেটাফেজ প্লেটে ক্রোমোজোমের বিন্যাস, (c) সাইটোকাইনেসিস পদ্ধতির নাম (কী গঠনের মাধ্যমে) (d) সাইটোকাইনেসিস সূচনার সময়। মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো।
7. অ্যামাইটোসিস কোশ বিভাজনকে প্রত্যক্ষ কোশ বিভাজন এবং মাইটোসিস কোশ বিভাজনকে পরোক্ষ কোশ বিভাজন বলা হয় কেন? ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
8. মাইটোসিস ও অ্যামাইটোসিসের পার্থক্য লেখো। ইন্টারফেজ দশার গুরুত্ব লেখো।
9. চিত্রসহ প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশাটির বর্ণনা করো।
10. প্রাণীকোশের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।
11. মাইটোসিসের ক্ষেত্রে প্রাণী ও উদ্ভিদদেহে প্রোফেজ ও টেলোফেজ দশায় কী কী ঘটনা ঘটে?
12. একটি উদ্ভিদ বা প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
(a) ক্রোমোজোম (b) বেমতন্তু (c) মেরু অঞ্চল (d) সেম্ফোমিয়ার।
13. প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের সাইটোকাইনেসিসের চিত্র আঁকো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো— সাইটোপ্লাজম, কোশপর্দার খাঁজ, অপতা নিউক্লিয়াস।
14. একটি প্রাণীকোশের মেটাফেজ ও টেলোফেজ দশার ছবি আঁকো। নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো— ক্রোমাটিড, মেটাফেজ প্লেট, বেমতন্তু ও সেন্ট্রিওল
15. উদ্ভিদকোশের মাইটোসিস বিভাজনের ক্যারিকাইনেসিসের শেষ দুটি দশার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।- ক্রোমোজোমীয় তত্ত্ব,,ক্রোমাটিড, সেন্ট্রোমিয়রি, কোশপাত।
16. একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। (a) ক্রোমাটিড
(b)সেন্ট্রোমিয়ার (c) টেলোমিয়ার,
(d)নিউক্লিওলার অর্থানাইজার রিজিয়ন (e) গৌণ খাঁজ এবং (f) স্যাটেলাইট বডি (8) ক্রোমোনিমাটা।
অনুরূপ প্রশ্ন : একটি আদর্শ মেটাফেজ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো। [ME-18]
17. প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে : (a) অপত্য ক্রোমোজোম, (b) মেটাফেজ পাত, (c) ক্রোমোজোমান তত্ত্ব (d) সেন্ট্রোমিয়ার, (e) সেন্ট্রোজোম।
18. যৌনজননের গুরুত্ব লেখো। টীকা লেখো: খন্ডীভবন।
19. মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে।একটি উদাহরণের দ্বারা বুঝিয়ে দাও। I
20. উদ্ভিদের অঙ্গজ ও অযৌন জননের দুটি পার্থক্য লেখো [ME-13]। উদ্ভিদের তিনপ্রকার কৃত্রিম অঙ্গজ জননের পরিচয় দাও।
21. স্বপরাগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। নিষেক কাকে বলে? ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি দেখো।
22. ফার্নের অনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো।
23. একটি আদর্শ ফুলের অথবা, জবা ফুলের বিজ্ঞানসম্মত চিত্র এঁকে তার বিভিন্ন গুলিহ্নিত করো- পরাগ ধানী, গর্ভমুণ্ড, ডিম্বাশয় এবং পুষ্পাক্ষ।
24. বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য দেখো।
Tags :