ম্যান্ডারিন ব্যবস্থা বলতে কী বোঝো?ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। || ক্লাস XI ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্রের বড় প্রশ্ন উওর || WB Class 11 history  Questions Answers & Notes Chapter 4

একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্রের বড় প্রশ্ন উওর || WB Class 11 history  Questions Answers & Notes Chapter 4
একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় ( wb Class 11 history questions and answers chapter 4 ) " রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র " ( Class 11 history chapter 4 questions and answers ) " থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন " ম্যান্ডারিন ব্যবস্থা বলতে কী বোঝো?ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।"- এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ক্লাস 11 ইতিহাস চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনতন্ত্র থেকে " ম্যান্ডারিন ব্যবস্থা বলতে কী বোঝো?ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।" প্রশ্নটি তোমাদের সামনের পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাস 11 এর ইতিহাস প্রশ্ন উওর গুলো একটু ভালো করে নোট করে নাও।।

ম্যান্ডারিন ব্যবস্থা বলতে কী বোঝো?ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।

উওরঃ ম্যান্ডারিন ব্যবস্থা বলতে প্রাচীন চীনের আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বোঝায়। ম্যান্ডারিন ব্যবস্থার মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি কেন্দ্রীয় সরকার অথবা রাজার অধীনে থেকে স্থানীয় ভূস্বামী ও শাসক হিসেবে কাজ করতেন,তখন তাকে বলা হতো ম্যান্ডারিন। এবং প্রাচীন চীনের ম্যান্ডারিনদের নিয়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল,তাহলো ম্যান্ডারিন ব্যবস্থা।। 

ম্যান্ডারিনদের নিয়োগঃ চীনের আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় ম্যান্ডারিনদের নিয়োগের একটি সরকারি পদ্ধতি ছিল। কোনো এক ব্যক্তি নিজে ইচ্ছে করলেই সে ম্যান্ডারিন হতে পারতেন না। কোন ব্যক্তির ম্যান্ডারিন হতে গেলে তার মধ্যে কিছু গুনাগুণ থাকা প্রয়োজন ছিল। যেমন - 

• প্রথমত যে ব্যক্তি ম্যান্ডারুন হিসেবে নিয়োগ করা হবে, সেই ব্যক্তির জন্ম ও বংশ-কৌলিন্য,সম্পত্তির পরিবর্তে তার যোগ্যতা ও শিক্ষা-দীক্ষা দেখা হতো।

•  একজন ব্যক্তি ম্যান্ডারিন গেলে গেলে তার কাব্য,সাহিত্য,রাজনৈতিক, প্রশাসনিক ইত্যাদি বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন ছিল।

•  ম্যান্ডারিন পদপ্রার্থীদের কঠিন যোগ্যতা ও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ করার মাধ্যমেই তাদের ম্যান্ডারিন হিসাবে নিয়োগ করা হতো। 

•  এক্ষেত্রে কোন ব্যক্তি যদি পাহারাদার, অপরাধী, শ্রমিক,আহত, অভিনেতা, সঙ্গীতজ্ঞ,ক্রীতদাস, ভিক্ষুক,জেলখাটা ইত্যাদির সঙ্গে যুক্ত  থাকতো,তাহলে সেই ব্যক্তি ম্যান্ডারিন নিয়োগের পরীক্ষায় বসার যোগ্য ছিল না বা তাকে পরিক্ষায় বসতে দেওয়া হতো না।।

ম্যান্ডারিন নিয়োগ এবং পদচ্যুতিঃ ম্যান্ডারিন হিসেবে নিয়োগ হওয়ার জন্য যে নিয়োগ পরীক্ষা ছিল,সে পরীক্ষায় পাশ করার পর তাকে স্থানীয়,প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারী হিসেবে তাকে নিয়োগ করা হতো। অনেক সময় এটাও হতো যে,  সম্রাট নিজের ইচ্ছায় নিজের প্রিয় পাত্র ম্যান্ডারিন হিসেবে নিয়োগ করতেন। অপরদিকে কোনো ম্যান্ডারিনের কাজকর্ম যদি রাজার পছন্দ না হতো অথবা রাজদ্রোহীতাহ পরিণত হতো, তাহলে রাজা নিজের ইচ্ছা অনুসারে সেই ম্যান্ডারিনকে তার ক্ষমতা থেকে পদচ্যুত করতে পারতেন।।

ম্যান্ডারিনদের বিভিন্ন কার্যাবলীঃ রাজা মূলত ম্যান্ডারিনদের স্থানীয় ভূস্বামী এবং শাসক হিসেবে নিয়োগ করতেন। তাই এক্ষেত্রে খুব স্বাধারণ ভাবেই  ম্যান্ডারিন সেই নির্দিষ্ট প্রদেশ বা বা অঞ্চলের সমস্ত শাসনব্যবস্থাকে রাজার অধীনে থেকে রাজার নির্দেশ অনুসারেই পরিচালনা করতে হতো। এক্ষেত্রে রাজার অধীনে থেকে চীনের ম্যান্ডারিন বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হতো। যেমন - 

স্থানীয় অঞ্চলের শাসক হিসেবেঃ ম্যান্ডারিনদের প্রথম দায়িত্ব ছিল,  তাদের যেই অঞ্চল বা প্রদেশের স্থানীয় ভূস্বামী বা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে,সেই অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সঠিকভাবে শাসনকার্য পরিচালনা করা। 

রাজকার্যে রাজার সাহায্যঃ কোনো কোনো উচ্চপদস্থ ম্যান্ডারিনরা যেহেতু প্রধানমন্ত্রীর সমগোত্রীয় হতো, তাই সেক্ষেত্রে সেই সমস্ত উচ্চপদস্থ ম্যান্ডারিনকে নানা সময়ে রাজাকে নানা বিষয়ে সঠিক পরামর্শ দিতে হতো।।

নিরাপত্তাঃ প্রত্যেক ম্যান্ডারিনকেই তার দায়িত্বে থাকা প্রদেশ বা অঞ্চলের নিরাপত্তার বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হতো।

অন্যান্য কাজঃ উপরোক্ত কাজগুলো ছাড়াও ম্যান্ডারিনদের স্থানীয় অঞ্চলের কৃষি,শিল্প এবং বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয় অঞ্চলের কর বা খাজনা আদায়ের বিষয়টিও দেখতে হতো।।

ম্যান্ডারিন প্রথার অবসানঃ 

প্রাচীন চীনের ম্যান্ডারিন ব্যবস্থার নানা গুরুত্বপূর্ণ দিক থাকার পরেও, ধীরে ধীরে এই প্রথার অবসান ঘটতে শুরু করে। এবং উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষাধারার অনুপ্রবেশ ঘটলে চিনে ম্যান্ডারিনদের নিয়ােগ পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয় (১৯০৫ খ্রি.)। চিনে কিং রাজবংশের পতন ঘটার (১৯১১ খ্রি.) পর সামগ্রিকভাবে ম্যান্ডারিন ব্যবস্থার অবলুপ্তি ঘটে।


Tags : একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র বড় প্রশ্ন উত্তর | ক্লাস xi ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর  | wb class 11 history question answer | class 11 history suggestion 2022 | Class 11 history chapter 4 questions answers in bengali | WB Class 11 history notes 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top