নুরজাহান চক্র কি? || একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
![]() |
একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
উওরঃ মোগল সম্রাট জাহাঙ্গীর তার পত্নির প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে,তিনি ধীরে ধীরে রাজকার্য থেকে নিজেকে একদমই সরিয়ে নিয়েছিলেন। এই অবস্থায় বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন নুরজাহান জাহাঙ্গীরের অসুস্থতা এবং পত্নির প্রতি অন্ধ প্রেমের সুযোগে উচ্চাকাঙ্ক্ষী নুরজাহান তার আত্মীয়-স্বজন বা নিকটজনদের নিয়ে একটি গোষ্ঠী রচনা করেন, যা নুরজাহান চক্র নামে পরিচিত। নুরজাহান মূলত তারই নুরজাহান চক্র রচনা করেছিলেন তাঁর রাজনৈতিক এবং প্রশাসনিক কাজে সহায়তা করার জন্য। এই নুরজাহান চক্রের অন্যতম সদস্য ছিলেন নুরজাহানের পিতত মির্জা গিয়াস বেগ,যুবরাজ শাহজাহান,আসখ খা, ইদমৎ খা প্রমুখ।।
জাহাঙ্গীর যখন নুরজাহানের পত্নী প্রেমে অন্ধ হয়ে যায় এবং জীবনের সব ধরনের আমোদপ্রমোদ,মদ্যপান এবং বিলাসিতায় নিজেকে ভাসিয়ে দিয়ে সেই কিছুকে আসক্ত হয়ে পড়ে, তখন মুঘল প্রশাসন ও রাজনীতিকে সুরক্ষিত এবং সঠিকভাবে পরিচালনার জন্য নুরজাহান এসে হাজির হয়। নুরজাহানব তার নুরজাহান চক্র রচনা করার মাধ্যমে মুঘল প্রশাসন এবং রাজনীতিকে সুরক্ষিত রাখার চেষ্টা করে. নুরজাহানের এই পরিকল্পনা অনেকটাই কার্যকর হয়েছিল. নুরজাহান তার নুরজাহান চক্রে যুক্ত ব্যক্তিদের শলাপরামর্শ এবং নানা কাজের মাধ্যমে মোঘল প্রশাসন এবং রাজনীতিকে ঠিক রাখতে সক্ষম হয়েছিল। এজন্য ইতিহাসবিদ ডক্টর আর পি ত্রিপাঠী বলেছেন "জাহাঙ্গীরের জীবনে কোনো অশুভ শক্তি নয়, নুরজাহান ছিলেন তার রক্ষাকারী দেবদূত"।।