আজকের বিষয়ঃ
• হরমোন কাকে বলে?
• হরমোন কত প্রকার এবং কি কি?
• হরমোনের বৈশিষ্ট্য কি?
• হরমোনের কাজ কি কি?
• হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন?
• হরমোন কে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন
• হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য
• হরমোন কত প্রকার এবং কি কি?
• হরমোনের বৈশিষ্ট্য কি?
• হরমোনের কাজ কি কি?
• হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন?
• হরমোন কে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন
• হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য
হরমোন কাকে বলে?
উওরঃ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েডধর্মী যে জৈব-রাসায়নিক পদার্থ, জীবদেহের অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দেহতরলের মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দুরে শরীরের কোনও বিশেষ জায়গায় পরিবাহিত হয় এবং সেখানকার কলা-কোশের বিভিন্ন বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করার মাধ্যমে রাসায়নিক সমন্বয়সাধন করে, এবং কাজের শেষে নষ্ট হয়ে যায়,তাকেই হরমোন বলে ।
• হরমোন শব্দটি একটি গ্রিক শব্দ, যার অর্থ জাগ্রত করা।
• হরমোন শব্দটি " গ্রিক শব্দ হরমাও " থেকে এসেছে।
• হরমোন কয় প্রকার এবং কি কি?
উওরঃ হরমোন চার প্রকার।
যথা :১- প্রাকৃতিক হরমোন ( অক্সিন ) ২- -পরিকল্পিত হরমোন ( ডরমিন ) এবং ৩ - কৃত্রিম হরমোন ( IBA, NAA ) ও ৪ - গ্যাসীয় হরমোন ( ইথিলিন )
হরমোনের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য :
• প্রকৃতি: হরমোন একটি জৈব রাসায়নিক পদার্থ, যা নিঃসৃত থেকে দূরে বাহিত হয়ে ক্রিয়া করে।
• কাজের গতি : হরমোনের কাজের গতি খুবই কম। অর্থাৎ হরমোন খুব ধীরে ধীরে কাজ করে।
• কাজের পরিণতি : হরমোন কাজের পর নির্দিষ্ট উৎসেচকের ক্রিয়ায় ধ্বংস হয়ে যায়।
• সঞ্চয় : হরমোন নিঃসৃত স্থান ছাড়া অন্য কোথাও সঞ্চিত হয় না।।
হরমোনের কাজ লেখো।
উওরঃ
• হরমোন রাসায়নিক সমন্বয় সাধন করে।
• হরমোন কোশের বিভাজন ও বৃদ্ধিতে সাহায্য করে।
• হরমোন আমাদের শরীরের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
• হরমোন আমাদের শরীরের যৌন বৈশিষ্ট্যের প্রকাশে ও যৌনাঙ্গের পরিস্ফুটনে সাহায্য করে।
হরমোন কে রাসায়নিক দূত বলা হয় কেন??
উওর= হরমোন কে রাসায়নিক দূত বলা কারণ হলো- হরমোন উৎসস্থল থেকে উৎপন্ন হয়েছে বিশেষ উপায়ে দেহতরল এর মাধ্যমে, দেহের বিভিন্ন কোশে পৌঁছে সেখানে রাসায়নিক সংযোগ সাধন। এবং দেহের বিভিন্ন অঙ্গে রাসায়নিক সংকেত বহন করে।
যেমন করে কোনো দূত, সংবাদ বা খবর একখান থেকে অন্য স্থানে বহন করে ঠিক তেমনি হরমোন দেহের বিভিন্ন কোশে রাসায়নিক সংকেত বহন করে, সেখানকার যাবতীয় রাসায়নিক কাজ সম্পন্ন করে।। এজন্য হরমোন কে রাসায়নিক দূত বলে।।
হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে কেন?
উওরঃ প্রাণীদের ক্ষেত্রে হরমোন নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন দেহ তোমারে মাধ্যমে ব্যাপন কি রায় এর বিভিন্ন অংশ পৌঁছে যায় এবং সেখানে বিভিন্ন বিপাকীয় কার্য সম্পাদন করে বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে রাসায়নিক সংযোগ সাধন করে। এজন্য হরমোনকে রাসায়নিক সমন্বয় কারী বলে।।
হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য।
উৎপত্তিঃ
• হরমোনের উৎস হলো অন্তক্ষরা গ্রন্থি।
• উৎসেচকের উৎস হলো বহিঃক্ষরা গ্রন্থি।
পরিণতিঃ
• হরমোন ক্রিয়ার পর নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়।
• উৎসেচক ক্রিয়ার পর নিজেই ধ্বংসপ্রাপ্ত হয় না।
কাজের গতিঃ
• হরমোনের কাজের গতি খুবই মন্থর।
• উৎসেচকের কাজের গতি খুবই দ্রুত।
কাজের প্রকৃতিঃ
• হরমোন রাসায়নিক দূত বা বার্তাবহ রুপে কাজ করে।
• উৎসেচক জৈব অনুঘটক হিসাবে কাজ করে।