বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনীর গুরুত্ব লেখ || বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনীর গুরুত্ব লেখ । 
বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনীর গুরুত্ব লেখ || বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
দশম শ্রেণির বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর


উঃ-উনিশ শতকে কলকাতার চোরবাগান,শোভাবাজার,  দর্জিপাড়া ,জোড়াসাঁকো প্রভৃতি স্থানে যেসব প্রকাশনা চলত তা বটতলা প্রকাশনা নামে পরিচিত। এখানে সস্তায় বিশ্ব বিচিত্র রকমের কর্মকথা ও অশ্লীল কথা যুক্ত বাংলা বই, সমসাময়িক বিভিন্ন ধরনের প্রাকৃতিক,রাজনৈতিক এবং সামাজিক ঘটনা তুলে ধরা হতো। বিভিন্ন রসাত্মক কথ যুক্ত বই ছাপা ছিল এখানের বিশেষ বৈশিষ্ট্য। বটতলা প্রকাশনি থেকে প্রকাশিত পৌরাণিক ঐতিহাসিক গ্রন্থে সমকালীন বাবু সমাজসহ শিক্ষিত মানুষের জ্ঞান ও জ্ঞান পিপাসা মেটাতে সাহায্য করেছিল।


বটতলা প্রকাশনী থেকে যে সমস্ত বইপত্র ছাপা হতো, সেই সমস্ত বইপত্র খুবই সস্তায় প্রকাশিত হতো। এর কারণ ছিল স্বদেশী পেপারের ব্যবহার এবং স্বদেশী কারিগরির মুন্সিয়ানা ইত্যাদি। সেইকারণে বটতলা প্রকাশনা অল্প সময়ের মধ্যে খুব উন্নতি করতে পেরেছিল এবং বিপুল পরিমাণ পাঠক সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। বটতলা প্রকাশনী থেকে যে সমস্ত বই প্রকাশিত হতো তার চাহিদা ছিল প্রচুর পরিমাণে।

Tags : 

ক্লাস টেনের বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 10 বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস সাজেশন | wb class 10 history question answer | wb class 10 history suggestion 2023 class 10 history notes chapter 5 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top