ভারতে বাণিজ্যের বিকাশের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ||একাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উত্তর
![]() |
WB Class 11 History Question Answer and suggestion 2022 |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় ( Class 11 history chapter questions and answers in bengali ) অর্থনীতির বিভিন্ন দিক অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন " ভারতে বাণিজ্যের বিকাশের কারণগুলি সম্পর্কে আলোচনা করো " এর ( Class 11 history chapter 5 questions and answers ) উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ভারতে বাণিজ্যের বিকাশের কারণগুলি সম্পর্কে আলোচনা করো।
ভূমিকাঃ অতীতকালে ভারতে বাণিজ্যের বিকাশ সেরকম ভাবেও শুরু হয়নি। তখনকার দিনে মূলত কৃষিকাজ ই ছিল মানুষের প্রধান জীবিকা। কিন্তু ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ কৃষিকাজ ছাড়াও অন্যান্য কর্মক্ষেত্রে নিজেদের নিয়োগ করতে শুরু করে। মানুষ ধীরে ধীরে কুটির শিল্প এবং কারিগরি শিল্পের বিকাশ ঘটাতে শুরু করে। হরপ্পা সভ্যতার যুগে পাথর,তামা, সিসা, ব্রোঞ্জ, মাটি প্রভৃতি দিয়ে বিভিন্ন শিল্প কর্ম করা হতো। এছাড়া এর পরবর্তীকালে লৌহ শিল্প, অলংকার শিল্প,বস্ত্র বয়ন শিল্প, দারু ইত্যাদি শিল্পের বিকাশ ঘটে থাকে। এবং এভাবেই ধীরে ধীরে প্রাচীনকালে ভারতের ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে। প্রাচীনকালে ভারতে ব্যবসা-বাণিজ্যের বিকাশের পেছনে কিছু কারণ ছিল। যেমন -
কৃষিপণ্যঃ প্রাচীন যুগে ভারতে কৃষির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। কৃষির উন্নতি ঘটায় তখন ভারতের নানা কৃষিজাত দ্রব্য উন্নত হতো। এবং সেই কৃষিপণ্য গুলি বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বাইরের দেশে রপ্তানি করা হতো। একসময় ভারতের সেই সমস্ত কৃষিপণ্য মিশর, মেসোপটেমিয়ায় প্রভৃতি দেশেও রপ্তানি করা হতো।
নগর জীবনের বিকাশঃ প্রাচীন এবং মধ্যযুগের ভারতের নগর জীবনের বিকাশ ঘটেছিল। ভারতের বাণিজ্যের বিকাশের ক্ষেত্রে নগর জীবনের বিকাশ বিশেষ সহায়ক হয়ে দাঁড়ায়। নবজীবনের বিকাশের ফলে জনগণের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসের চাহিদা বৃদ্ধি পায় এবং সেই চাহিদাগুলো মেটানোর জন্যই ভারতে বাণিজ্যির বিকাশ ঘটতে শুরু করে। নগরগুলি বণিকদের বাসস্থান, পণ্যের লেনদেন, শ্রমিকের জোগান প্রভৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করেছিল।
বিভিন্ন রাজাদের সাহায্যঃ প্রাচীনকালের বিভিন্ন রাজা-মহারাজারা বাণিজ্যের বিকাশের জন্য তারা নানা পদক্ষেপ গ্রহণ করতেন। কারণ বাণিজ্য থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হতো তা, রাজকোষকে শক্তিশালী করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করতো।। এরজন্য প্রাচীনকালের বিভিন্ন রাজা-মহারাজারা বাণিজ্যের সহায়ক হিসেবে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য কুঠি স্থাপন, বণিকদের বিভিন্নভাবে সহায়তা ইত্যাদি কাজ করে থাকতেন। রাজাদের এরূপ সহায়তার জন্য বণিকরা ভারতে বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠে এবং এর এভাবে ভারতে ধীরে ধীরে বাণিজ্যের বিকাশ ঘটতে থাকে।
বাণিজ্য মেলাঃ ইউরোপের মত ভারতেও প্রাচীন যুগে বছরের কোন এক সময়ে গ্রামেগঞ্জে বিভিন্ন বাণিজ্য মেলা বসতো। এবং সেই সমস্ত মেলায় বিভিন্ন দ্রব্য কেনা বেচা করা হতো। এসব পণ্য আবার ব্যবসায়ীরা কিনে বাইরে রপ্তানি করতেন। এবং এভাবে বিভিন্ন বাণিজ্যমেলা গুলি ভারতে বাণিজ্যের বিকাশে সাহায্য করেছিল।
বিভিন্ন গিল্ডঃ গিল্ড বলতে বোঝায় বিভিন্ন বণিকদের সংগঠন। প্রাচীন ভারতের বিভিন্ন গিল্ডের অস্তিত্ব ছিল। এবং তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভারতে বাণিজ্যের বিকাশ ঘটাতে সাহায্য করেছিল। বিভিন্ন গিল্ড গুলি মূলত কারখানায় পণ্য উৎপাদন, বিভিন্ন শিল্পজাত দ্রব্যের গুণগতমান পরীক্ষা করা,বণিকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা ইত্যাদির মাধ্যমে তারা ভারতে বাণিজ্যের বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছিল।।।
মূলত উপরিক্ত কারণগুলো ছাড়াও আরও নানা কারণর ভারতে বাণিজ্যের বিকাশ ঘটেছিল। ভারতে বাণিজ্যের বিকাশ ঘটেছিল মূলত সিন্ধু সভ্যতার যুগে। সিন্ধু সভ্যতার সময় থেকে গুপ্ত যুগ পর্যন্ত ভারতে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় প্রকারের এই বাণিজ্যের বিকাশ ঘটেছিল।।
Tags :