নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || 1830 খ্রিষ্টাব্দের ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ গুলি আলোচনা করো।

0

 

নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর || 1830 খ্রিষ্টাব্দের ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ গুলি আলোচনা করো।
নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর 



আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন '১৮৩০ খ্রিষ্টাব্দের ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ গুলি আলোচনা করো।' এর উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

1830 খ্রিষ্টাব্দের ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ গুলি আলোচনা করো। 


ভূমিকাঃ 1815 খ্রিষ্টাব্দের ভিয়েনা সম্মেলনের মাধ্যমে বিভিন্ন রাজবংশকে তাদের সিংহাসন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। এরপর ন্যায্য অধিকার অনুযায়ী বুরবো বংশের অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসে। কিন্তু 1828  খ্রিস্টাব্দে অষ্টাদশ লুই এর মৃত্যুর পর দশম চার্লস ফ্রান্সের সিংহাসনে বসেন।  কিন্তু সিংহাসনে বসার কিছুদিন পরেই দশম চার্লস ফ্রান্সকে চরম রকঠোর রাজতন্ত্রী শাসনের অধীনে নিয়ে আসে। ফলে কিছুদিনের মধ্যেই 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব সংঘটিত হয়।। ফ্রান্সের এইবজুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে একাধিক কারণ কাজ করাই ছিল। যেমন - 

উদারপন্থীদের সাফল্য ও দশম চার্লসের প্রক্রিয়াঃ 


দশম চার্লস ছিলেন উগ্র রাজতন্ত্রের সমর্থক এবং স্বৈরাচারী শাসক। আইনসভার নির্বাচনে যখন উদারপন্থী নেতাদের প্রভাব বাড়তে থাকে, তখন দশম চার্লস এতে ভীত হয়ে যাজক এবং অভিজাত সম্প্রদায় এর সমর্থক পলিগন্যাক নামে এক ধুরন্ধর ব্যক্তিকে তার মন্ত্রী পদে নিযুক্ত করেন। এবং তাকে নিযুক্ত করার মাধ্যমে তিনি উদারনৈতিক শাসন ব্যবস্থাকে সম্পুর্ন ভাবে পরিবর্তিত করে সেটাকে স্বৈরতন্ত্রে স্থাপনের ষড়যন্ত্র করতে থাকেন।

জুলাই অর্ডিন্যান্সঃ 


ফ্রান্সের অর্থনৈতিক সংকট দূর করার জন্য এবং উদারপন্থীদের প্রভাব কমিয়ে তাদের বিরুদ্ধাচার বন্ধ করার জন্য দশম চার্লসের প্রধানমন্ত্রী পলিগন্যাক চারটি নতুন অর্ডিন্যান্স বা নতুন অতিরুক্ত আইন জারি করেছিলেন। এই চারটি আইন অনুসারে প্রতিনিধি সভা ভেঙে দেওয়া হয়েছিল, ভোট দাতাদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন সংবাদপত্রের স্বাধীন সংবাদ প্রকাশের স্বাধীনতা কমিয়ে দেওয়া হয়েছিল এবং জাতীয় সভার নতুন নির্বাচনের আদেশ দেওয়া হয়েছিল। পলিগন্যাকের এই চারটি অর্ডিন্যান্স জুলাই বিপ্লবের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল।।

প্যারিস বিদ্রোহঃ 


দশম চার্লস এর প্রধানমন্ত্রী পলিগন্যাক এর চারটি অর্ডিন্যান্স জারি হলে উদারপন্থীরা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত ভয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।এতে তাদের সঙ্গে প্রজাতন্ত্রীরাও যোগ দিয়েছিল। তাদের আগে জননেতা থিয়ার্সস্র নেতৃত্বে 41 জন সাংবাদিক জনসাধারণের উদ্দেশে একটি স্মারকলিপি প্রস্তুত করেছিল এবং তাতে রাজার জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরোধিতা করার করে তার প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়েছিল।


এই সমস্ত ক্রিয়াকলাপের পর 1830 খ্রিস্টাব্দে 27 জুলাই প্যারিসে গণবিক্ষোভ দেখা যায়।এরপর বিদ্রোহ দমন করার জন্য রাজা প্যারিসে সেনাবাহিনী পাঠান কিন্তু পূর্বতন জাতীয় রক্ষীবাহিনী জনগণের সাথে যোগ দিলে বিদ্রোহ জনগণের হাতে চলে যায়। শেষ মুহূর্তে দশম চার্লস সমস্ত ঘোষণা গুলি বাতিল করে দিয়ে বিদ্রোহ মিটমাট চেষ্টা করেন। 


কিন্তু শেষ পর্যন্ত তাও ব্যর্থ হয়। এবং এরপর তিনি 30 জুলাই অর্লইয়এন্স বংশের লুই ফিলিপকে ফ্রান্সের সিংহাসনে বসিয়ে তিনি সপরিবারে ইংল্যান্ডে চলে যান। এবং এভাবেই জুলাই বিপ্লবের সমাপ্তি ঘটে।।

Tags : 

নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | class 9 history first chapter notes |  wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer 



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top