আইনের সংজ্ঞা দাও আইনের উৎস সমূহ কি কি | আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে বিশদে আলোচনা করো।

0


আইনের সংজ্ঞা দাও আইনের উৎস সমূহ কি কি | আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে বিশদে আলোচনা করো।

আইন কাকে বল? আইনের উৎস সমূহ কি কি | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর


কিছুদিন আগেই আমরা একটি পোস্টের মাধ্যমে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 ( wb class 11 political science suggestion 2022 ) এ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করেছিলাম। আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা সেই রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( wb class 11 political science ) এর কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উওর শেয়ার করবো। আজকে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় " আইন,স্বাধীনতা সাম্য ও ন্যায় " থেকে যেই প্রশ্নটি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার উওর তোমরা পেয়ে যাবে। প্রশ্ন হলো " আইনের সংজ্ঞা দাও আইনের উৎস সমূহ কি কি,আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে বিশদে আলোচনা করো "। আজকে আমরা একাদশ শ্রেণির চতুর্থ অধ্যায় আইন,স্বাধীনতা সাম্য ও ন্যায় থেকে শুধুমাত্র আইন কাকে বলে? আইনের উৎস সমূহ কি কি, সেই সম্পর্কে একটি নোট শেয়ার করবো। পরবর্তীতে তোমরা একাদশ শ্রেণির চতুর্থ অধ্যায় সহ অন্যান্য অধ্যায়ের প্রশ্ন উওর আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে।

Tables Of Contents | আজকের বিষয়

• আইন কাকে বলে 
• আইনের সংজ্ঞা দাও 
• আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে বিশদে আলোচনা
• আইনের উৎস হিসেবে প্রথা
• আইনের উৎস হিসেবে ধর্ম
• আইনের উৎস হিসেবে বিচারালয়ে সিদ্ধান্ত  
• আইনের উৎস হিসেবে বিজ্ঞানসম্মত আলোচনা 
• আইনের উৎস হিসেবে ন্যায়নীতি 
• আইনের উৎস হিসেবে আইনসভা


আইনের সংজ্ঞা দাও। আইনের উৎস সমূহ কি কি | আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে বিশদে আলোচনা করো।

আইনের সংজ্ঞা বা আইন কাকে বলে? 

: আইন বলতে এমন কিছু নিয়মকে বোঝায়, মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী এমন কিছু নিয়ম যা সংবিধান অনুযায়ী তৈরি হয় এবং সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত এবং প্রযুক্ত হয়। 

অধ্যাপক হল্যান্ডের মতে, আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত হয়। 

আইনের উৎস সমূহ কি কি | আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে বিশদে আলোচনা করো।

সাধারণভাবে রাষ্ট্রকেই একমাত্র উৎস বলে মনে করা হয়। কিন্তু আইন শাস্ত্রের ইতিহাস এবং বিভিন্ন যুগে আইনের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাবে যে আইন ব্যবস্থা হঠাৎ করে গড়ে ওঠেনি। সমাজ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দীর্ঘ সময় ধরে বিভিন্ন আইন তৈরি হয়েছে। সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উৎস থেকে আইনের উৎপত্তি ঘটেছে। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের প্রধান ছয়টি উৎস হল - প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়নীতি, এবং আইনসভা। 

◆ প্রথা : আইনের প্রাচীনতম উৎস হল প্রথা। প্রথা বলতে বোঝায় সমাজে সুদীর্ঘকাল ধরে প্রচলিত বিভিন্ন আচার-ব্যবহার, রীতিনীতি। প্রথা গুলি লিখিত নয় কিন্তু সমাজের দীর্ঘকাল ধরে চলে আসায়, প্রথা গুলিও মোটামুটি ভাবে অনেক ক্ষেত্রে আইনের  মতই কাজ করে। প্রাচীন সমাজে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা সমাজকে সঠিক রাখার জন্য বিভিন্ন আচার-ব্যবহার এবং রীতি নীতি প্রয়োগ করেছিলেন। পরবর্তীতে সমাজে বসবাসকারী জনগণ সেই সমস্ত প্রথা অনুসরণ করে আসছে। রাষ্ট্র যখন জনগণ বা সমাজের প্রয়োজনীয়তা অনুভব করে সেইসহ প্রথা ও রীতিকে সমর্থন করে, তখন সেগুলো আইনে পরিণত হয়।

◆ ধর্ম : আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো ধর্ম। প্রত্যেক ধর্মই নিজের ধর্মকে সুরক্ষিত রাখার জন্য এবং সেই ধর্ম গ্রহণকারী প্রত্যেকেই যাতে নিজের ধর্ম সঠিক ভাবে পালন করে এবং রক্ষা করে, সে জন্য প্রত্যেক ধর্মেই বিভিন্ন ধর্মীয় নিয়মকানুন থাকে। প্রাচীনকালে বিভিন্ন ধর্মীয় অনুশাসন মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করতো।  এবং সমাজ জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করে থাকতো। প্রাচীনকালে রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে বর্ণনা করে এবং রাজার আদেশ ও নির্দেশ মান্য করাএ শিক্ষা দিয়ে ধর্ম একসময় সত্যিই প্রত্যক্ষভাবে আইনের জন্ম দিয়েছিল।  ইহুদি সমাজে ধর্মীয় অনুশাসন সমগ্র আইন ব্যবস্থা জুড়ে রয়েছে।। এমনকি প্রাচীন গ্রিস ও রোমের অধিকাংশ আইন ছিল ধর্মভিত্তিক। সুতরাং,আইনের অন্যতম প্রধান উৎস হিসেবে ধর্মের ভূমিকা রয়েছে অনেকখানি। 


◆ বিচারালয়ের সিদ্ধান্ত : আদিম সমাজে যখন জনসংখ্যা অনেকটা বেড়ে গিয়েছিল, তখন স্বাভাবিকভাবেই  সমাজে বসবাসকারী মানুষের মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নানা দ্বন্দ্বের সৃষ্টি হতো। সেসব দ্বন্দ্বের সঠিক বিচার করার জন্য গড়ে উঠেছিল স্থানীয় বিচারালয়। গোষ্ঠীর প্রধান অথবা দলনেতা বিচারালয়ের প্রধান হিসেবে সেইসব দ্বন্দ্বের মীমাংসা করার জন্য বিভিন্ন সময় নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে সেসব দ্বন্দ্বের মীমাংসা করতেন। দলনেতার কথা মেনে নেওয়ার মাধ্যমে জনগণের দ্বন্দ্বের মীমাংসা করা হতো। দ্বন্দ্বের মীমাংসা করার ক্ষেত্রে বিভিন্ন দলনেতা বা গোষ্ঠীর প্রধান, বিচারপতি হিসেবে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতেন, তাই পরবর্তীকালে আইনে পরিণত হয়।

◆ বিজ্ঞানসম্মত আলোচনা : আইনের বিজ্ঞানসম্মত আলোচনা বলতে বোঝায় আইনজ্ঞ পণ্ডিতদের আইন নিয়ে বিভিন্ন আলোচনা, মতামত এবং ব্যাখ্যা প্রদান।  অনেক সময় সমাজের পরিবর্তন সাধিত হওয়ার ফলে প্রচলিত আইন সমাজের পক্ষে অসঙ্গতিপূর্ণ হয়ে পড়ে। ফলে এই ধরনের ক্ষেত্রে আইনের প্রকৃত ব্যাখ্যা প্রদানের প্রয়োজনীয়তা দেখা যায়,যা আইনজ্ঞ পণ্ডিতরা সঠিকভাবে পালন করে থাকেন।  বর্তমানে আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা বিচারালয় কর্তৃক গৃহীত হয়। ফলে বর্তমানে আইনের একটি অন্যতম উৎস হল আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা।

◆ ন্যায়নীতি ; ন্যায়নীতি আইনের অন্যতম উৎস বলে বিবেচিত হয়। ন্যায়নীতি বলতে সাম্য,সততা ও বিবেক-বুদ্ধির অনুসারে বিচার করাকে বোঝায়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচারপতিদের কাছে বা আদালতে এমন কিছু মামলা হাজির হয়,যে মামলার নিষ্পত্তি সম্পর্কে আইনে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশ নেই। এমন সময় বিচারপতিরা নিজেদের ন্যায়বোধ ও বিচারবুদ্ধির উপর নির্ভর করে বিচারপতিরা সেই মামলার রায় দেয়।  ফলে এরকম পরিস্থিতিতে সৃষ্টি হয় নতুন আইনের। 


◆ আইনসভা : আধুনিক রাষ্ট্রের আইনের উৎস গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইনসভা। আইনসভার সদস্যরা জনমতের সঙ্গে সঙ্গতি রেখে এবং সংবিধান অনুযায়ী জনকল্যাণের ক্ষেত্রে বা অন্যান্য কারণে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে আইন প্রণয়ন করে থাকেন। গণতান্ত্রিক ধ্যানধারনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইনসভা কর্তৃক প্রণীত আইনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদিকে আইনের অন্যান্য উৎস গুলির গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে বা কম হচ্ছে। 

উপসংহার : সুতরাং, সার্বভৌম রাষ্ট্র কর্তৃক সমর্থিত এবং প্রযুক্ত সমাজে  প্রচলিত বিধিবিধানগুলো যখন অধিকাংশ ক্ষেত্রেই জনগণের দ্বারা সমর্থিত হয় এবং সেগুলো ভঙ্গ করলেন যখন শাস্তি পেতে হয়, তখন তাকে আইন বলে। বর্তমান আইনের প্রধান উৎস হল আইনসভা। কিন্তু আইনসভা ছাড়া আইনের অন্যান্য উৎস গুলি যেমন - ধর্ম, প্রথা, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়নীতিও যথেষ্ট গুরুত্বপূর্ণ।


আশাকরি যে, আজকের এই একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় আইন, স্বাধীনতা,সাম্য ও ন্যায় " এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন " আইনের সংজ্ঞা দাও আইনের উৎস সমূহ কি কি বা আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে বিশদে আলোচনা " এর উওর পেয়ে গেছো। যদি এই পোস্টটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।


Tags : 

ক্লাস ইলেভেন আইন, স্বাধীনতা,সাম্য ও ন্যায় কথা প্রশ্ন উওর | ক্লাস 11 আইন, স্বাধীনতা,সাম্য ও ন্যায় বড় প্রশ্ন উওর | একাদশ শ্রেণির আইন, স্বাধীনতা,সাম্য ও ন্যায় বড় প্রশ্ন উত্তর | 11 রাষ্ট্রবিজ্ঞান বড় প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | আইনের সংজ্ঞা দাও আইনের উৎস সমূহ কি কি | আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে বিশদে আলোচনা করো | wb class 11 political science question answer  | wb class 11 political science short question answer | wb class 11 political science saq question answer | wb class 11 political science mcq question answer | class 11 political science question and answer | 11 political science question and answer Bengali | political science question answer | political science saq | political science question answer | class 11 political science short question answer in Bengali | class 11 political science question answer | political science question answer | class 11 political science notes | wb class 11 political science notes in Bengali | wb class 11 political science question answer chapter 4 | wb class 11 political science chapter 4 question answer in Bengali | political science notes | class 11 political science suggestion | class 11 political science question answer | class 11 political science notes 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top