একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় ( রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র ) প্রশ্ন উওর || WB Class 11 history SAQ Questions Answers Chapter 4

0

একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় ( রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র ) প্রশ্ন উওর || WB Class 11 history SAQ  Questions Answers Chapter 4

একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় ( রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র ) প্রশ্ন উওর || WB Class 11 history SAQ  Questions Answers Chapter 4
WB Class 11 history SAQ  Questions Answers Chapter 4


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় ( Class 11 history chapter 4 questions and answers in bengali ) " রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র " থেকে খুবই গুরুত্বপূর্ণ 20 টি SAQ প্রশ্ন উওর ( Class 11 history chapter 4 questions and answers ) " তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানকার প্রশ্ন গুলো তোমাদের সামনের পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাস 11 এর ইতিহাস প্রশ্ন উওর গুলো একটু ভালো করে নোট করে নাও।।

একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় ( রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র ) প্রশ্ন উওর || WB Class 11 history SAQ  Questions Answers Chapter 4

1- অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে?

উওর : অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন বিষ্ণুগুপ্ত অথবা কৌটিল্য।

2- অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি?

উওর : অর্থশাস্ত্রের বিষয়বস্তু হলো রাষ্ট্রনীতি। 

3- মন্ডল তত্ত্ব কি?

উওর : কৌটিল্যের মতে একটি রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্র হল শত্রুদেশ এবং সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্র হল মিত্র দেশ। কৌটিল্যের রাষ্ট্রনীতি সম্পর্কে এই মতবাদ ই মন্ডল তত্ত্ব নামে পরিচিত।

4- কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কি?

উওর : রাষ্ট্রনীতিবিদ কৌটিল্যের মতে একটি রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গ  স্বামী ( রাজা ), অমাত্য ( আমলাগোষ্ঠী ) পুর ( দুর্গ - শহর ), জনপদ ( রাষ্ট্র ), কোষ ( অর্থভাণ্ডার ), দন্ড ( শাস্তি বিধান ) এবং মিত্র অর্থাৎ বন্ধু রাজা থাকা দরকার। রাষ্ট্রনীতি সম্পর্কিত কৌটিল্যের এই মতবাদের সপ্তাঙ্গ নামে পরিচিত।

5- ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের লেখক কে?

উওর : ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের লেখক হলেন জিয়াউদ্দিন বরনি।

6- ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু কি?

উওর : ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু হলো ইসলামি রাষ্ট্রনীতি।

7- ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝো?

উওর : যখন কোনো রাষ্ট্র ধর্মীয় আইন কানুন দ্বারা পুরোহিত বা যাযকদের আদেশ ও নির্দেশ দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়,, তখন তাকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলে।

8- সিসেরো কত প্রকার আইনের কথা উল্লেখ করেছিলেন?

উওর : সিসেরো দুই প্রকার আইনের কথা উল্লেখ করেছিলেন।। যথা প্রাকৃতিক আইন এবং রাষ্ট্রীয় আইন।


9- কে এবং কত খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেন?

উওর ; 1577 খ্রিষ্টাব্দে মোগল সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেন।

10- মনসবদারি প্রথা বলতে কী বোঝো?

উওর ; মনসব কথার অর্থ হল পদমর্যাদা বা র‍্যাংক। মোগল সম্রাট আকবর সরকারি সামরিক বাহিনীকে আরও উন্নত এবং সুসংগঠিত করার জন্য মনসবদারি প্রথা চালু করেন। এটি ছিল মূলত একটি সামরিক বাহিনী।।

11- ম্যান্ডারিন কাদের বলা হত?

উওর ; চীনের তাং বংশের রাজত্বকালে নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থায় যে সরকারি কর্মচারী নিয়োগ করা হতো, তাদের ম্যান্ডারিন বলা হত।

12- স্র্যাটাপ কাদের বলা হত?

উওর : প্রাচীন পারস্যের প্রাদেশিক শাসনকর্তাদের স্র্যাটাপ বলা হত।

13- স্র্যাটাপদের তিনটি কাজ উল্লেখ করো।

উওর : স্র্যাটাপদের নানা কাজকর্মের মধ্যে প্রধান তিনটি কাজ ছিল -

• তার সংশ্লিষ্ট শাসনঅঞ্চল থেকে কর আদায় করে, তা কেন্দ্রীয় রাজকোশে জমা করা।

• শাসন অঞ্চলের বিভিন্ন বিচারকার্য দেখাশোনা করা।

•  নিজস্ব শাসন অঞ্চলের বিভিন্ন বিদ্রোহ দমনের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

14-  কে ভারতে ইক্তা ব্যবস্থার প্রচলন করেন?

উওর : সুলতান ইলতুৎমিশ ভারতে ইক্তা ব্যবস্থার প্রচলন করেন।

15-  দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে?

উওর : টমাস নিকোলো ম্যাকিয়াভেলি হলেন দ্য প্রিন্স গ্রন্থের লেখক।

16- কে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত?

উওর : টমাস নিকোলো ম্যাকিয়াভেলি

আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত।

17- দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান?

উওর : দিল্লির সুলতান ইলতুৎমিস সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান।

18- কত খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রেমেসি আইন পাশ হয়?

উওর : 1526 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রেমেসি আইন পাশ হয়।

19- কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয়?

উওর : 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয়।

20-  টু ট্রিটিজেস অফ গভারমেন্ট গ্রন্থের লেখক কে?

উওর : জন লক।


Tags : একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র SAQ প্রশ্ন উত্তর | wb class 11 history question answer | class 11 history suggestion 2022 | Class 11 history chapter 4 questions answers in bengali | WB Class 11 history notes 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top