সবিকল্প ও নির্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য দেখাও || একাদশ শ্রেণীর দর্শন বড় প্রশ্ন উত্তর
সবিকল্প ও নির্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য ।।
সংজ্ঞাঃ
• যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্তরূপে প্রত্যক্ষ করা হয়, তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে।
• নির্বিকল্প প্রত্যক্ষ হলো সেই প্রকার লৌকিক প্রত্যক্ষ,যেখানে শুধুমাত্র কোনো একটি বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয়।।
জ্ঞানঃ
• সবিকল্পক প্রত্যক্ষ হল বিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ।
• নির্বিকল্পক প্রত্যক্ষ হল অবিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ।
গুণের পরিচয়ঃ
• সবিকল্পক প্রত্যক্ষে গুণের পরিচয় হয়।
• কিন্তু নির্বিকল্পক প্রত্যক্ষে কোনো ধরনের গুণের পরিচয় হয় না।
প্রকৃতিঃ
• সবিকল্পক প্রত্যক্ষ হল ব্যবসায়ত্মক জ্ঞান অর্থাৎ সুনির্দিষ্ট জ্ঞান।
• নির্বিকল্পক প্রত্যক্ষ হল অব্যবসায়ত্মক জ্ঞান অর্থাৎ অনিশ্চিত জ্ঞান।
প্রকাশঃ
• সবিকল্পক জ্ঞানকে বচনের দ্বারা প্রকাশ করা যায়।
• নির্বিকল্পক জ্ঞান কখনোই বচনের দ্বারা প্রকাশ করা যায় না।
অবস্থানঃ
• সবিকল্পক প্রত্যক্ষ নির্বিকল্পক প্রত্যক্ষের পরে হয়। সবিকল্পক প্রত্যক্ষ পরিণত জ্ঞান।
• নির্বিকল্পক প্রত্যক্ষ সবসময়ই সবিকল্পক প্রত্যক্ষের পূর্বে হয়। নির্বিকল্পক প্রত্যক্ষ পরিণত জ্ঞান নয়। এটি প্রাথমিক অনুভব।
অভিজ্ঞতাঃ
• সবিকল্পক প্রত্যক্ষে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের সাথে পূর্বের অভিজ্ঞতা কাজ করে।
• নির্বিকল্পক প্রত্যক্ষ কোনো পূর্ব অভিজ্ঞতা কাজ করে না।।
Tags: